Train To China Border: চীনের ধার ঘেঁষে চলবে ভারতের ট্রেন! নয়া দিল্লির মাস্টার্স স্ট্রোকে কাবু লাল ফৌজের দেশ
ভারত এবং চীনের মধ্যে বিগত কয়েক বছরে সম্পর্কের বরফ যে কতটা কঠিন হয়েছে সেটা সংবাদমাধ্যমে সৌজন্যে সকলের কাছেই জানা। অরুণাচল প্রদেশে যেভাবে চীন সেনা মোতায়ন করে ভারতীয় বর্ডার কে উত্তপ্ত রাখতে চাইছে সেটা ভালো চোখে দেখছেনা মোদি সরকার।
বারবার করে আলোচনার কথা বলা হলেও LAC নিয়ে অস্থির পরিস্থিতির কোন রকমের পরিবর্তন হয়নি। ভারতের প্রতিরক্ষা বিভাগ শক্তি বৃদ্ধি করেছে তবে এবার কূটনৈতিক চালে চীনকে পরাস্ত করল ইন্ডিয়া।।
ভারত সরকারের তরফে প্রত্যেকটা মুহূর্তে রেলের উন্নত সাধন নিয়ে একাধিক পরিকল্পনা করা হচ্ছে। এমনিতেই রেল যোগাযোগ ব্যবস্থাকে ভারতের লাইফ লাইন বলা হয়। সিকিমকে বাংলা এবং ভারতের অন্য রাজ্যের সঙ্গে রেলপথে সংযুক্ত করার চেষ্টা আগে থেকেই ছিল। তবে এবার তাতে নয়া পদক্ষেপ সরকারের। এবার চীন বর্ডারের ধার দিয়ে চলবে ভারতীয় ট্রেন, পেরিয়ে যাবে চোদ্দটি টানেল (Indian trains will run near the border of china)।
শিলিগুড়ি থেকে সিকিমের রংপো পর্যন্ত রেললাইন পাতার কাজ চলছে। দ্রুত গতিতেই কাজ এগোচ্ছে বলে খবর। মনে করা হচ্ছে ৪৪.৯৬ কিলোমিটারের এই দীর্ঘ রেলপথ সিকিম সহ সমগ্র উত্তরবঙ্গের জন্য বিরাট উপহার হতে চলেছে। বাজেটেই এই কথা উল্লেখ করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। নতুন এই যোগাযোগ ব্যবস্থার উন্নতির মাধ্যমে উত্তরের পরিবহন ব্যবস্থা এবং আর্থিক পরিস্থিতির অনেকটাই বদল আসবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যে সেবক রংপো রেল লাইনের কাজ শুরু হয়ে গেছে।
ভারতীয় রেলের ক্ষেত্রে এই পদক্ষেপ ঐতিহাসিক তার কারণ সিকিম এবং পশ্চিমবঙ্গের উত্তর দিক ঘেঁষে রয়েছে ভারতের ৪ টি প্রতিবেশী দেশ। বাংলাদেশ, নেপাল, ভুটান এবং চীন। এবার এই রেলপথ যে যে জায়গা দিয়ে যাবে তার মধ্যে কিছুটা চীনের অন্তর্গত।
আরো পড়ুন – কখনো গাড়ির চেন টেনে ট্রেন থামিয়েছেন? জরিমানা হয়েছে নিশ্চয়ই? কেন চেন টানলে গাড়ি থামে বলুন তো?
বেশ কিছুটা অংশ আবার স্পর্শকাতর বলে চিহ্নিত। তাই সেক্ষেত্রে এই রেলপথ পর্যটকদের শুধু আনন্দ দেবে তা নয়, নিরাপত্তা নিয়েও একটা অত্যন্ত সতর্ক দিক খুলে যাবে। কোথাও গিয়ে চীনের কাছে পৌছাবে বড় বার্তা। শত্রু দেশের কথা মাথায় রেখে প্রতিরক্ষা ব্যবস্থা বিশেষ করে রেলের নিরাপত্তা মজবুত করা হবে। এই বিষয়ের দিকে নজর রেখেছে ‘ভারতীয় সেনাবাহিনী‘।
আরো পড়ুন – জীবনে বড় হতে গেলে খাটতে হবে নাকি অন্যের পা চাটতে হবে?
নতুন এই সেবক রংপো রুটে তিনটি স্টেশন থাকছে – রিয়াং, তিস্তা ও মেলি। ইতিমধ্যেই তিস্তা ভারতের প্রথম আন্ডারগ্রাউন্ড রেলস্টেশন হিসেবে পরিচিতি পেয়েছে। সোশ্যাল মিডিয়ায় নির্মাণ কাজের একাধিক ছবি ভাইরাল হয়েছে। পাইলিং টানেলের অনেক কাজ শেষ।
আরো পড়ুন – নেতারা কি শুধু রাজনীতি করার জন্যই ভাষণ দেন?
পুরো রেলপথটি মোট ১৪ টি টানেলের মধ্যে দিয়ে এগোবে যার ভিত ইতিমধ্যেই শক্ত করা হয়েছে। থাকছে ২২ টি সেতু। এর জন্য ৩২ কিলোমিটারের বিস্তৃত এলাকা জুড়ে ক্ষণনের কাজ সম্পন্ন। ভারতীয় রেলওয়েজের (Indian Railways) অন্তর্গত সমগ্র রেলপথের ৮৬ শতাংশই রয়েছে টানেলের ভিতর।