Breaking Bharat: গালে টোল পড়া ছেলে বা মেয়েদের কিন্তু খুব মিষ্টি দেখতে লাগে, তাই না? কিন্তু গাল তো সবার থাকে তাহলে শাহরুখ খান আর প্রীতি জিনটা কী করে এত মিষ্টি হাসি হাসতে পারেন? ওদের গালের টোল (Toll on the cheeks) দেখলে মনে জাগে হিল্লোল, তাই না। আর আপনার প্রেমিক বা প্রেমিকার ক্ষেত্রে এমনটা হলে, তাহলে কথাই নেই। শুধুই গাল টিপে (pressing the cheek) আদর করতে মন চাইবে। কিন্তু কথায় বলে ” যাহা বাহির হইতে দেখিতে মিষ্টি আসলে অন্তরেও কি তাই?” আপনি কি জানেন এই গালে টোল পড়া আসলে জিনগত ত্রুটি।
কাদের টোল পড়ে? এটা বংশানুক্রমিক হয় কি?
তাহলে একে একে উত্তর দেব আপনাকে। জানেন গবেষণায় দেখা গিয়েছে জেনেটিক কারণে এই ঘটনা দেখা যায়। যেমন ধরুন কোনও পরিবারে মা-বাবার মধ্যে কারোর একজনের টোল থাকলে সেক্ষেত্রে সন্তানের গালে টোল (Toll on the child’s cheek) থাকার সম্ভাবনা প্রায় ২৫-৫০%। ওই ধরুন ভাগ্যের ব্যাপার আর কি! আগেই বলেছি এটি মূলত একটি জিনগত ত্রুটি।
তাই চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলতে গেলে, যখন ভ্রূণের জন্ম হয় এবং ধীরে ধীরে তা বড় হতে থাকে তখন শারীরিক গঠনের পরিবর্তন হয় (Changes in physical constitution)। তখন সাবকিউটেনাস কানেক্টিভ টিস্যুর পরিবর্তন ঘটে। এটিকে আপনি রিসেসিভ জিন বলতে পারবেন না সেই অর্থে। এটি ত্বকের সবচেয়ে ভিতরের বা নিচের স্তর যা হাইপোডার্মিস হিসেবে পরিচিত।
একটু সন্ধি করলে বলা যায়,হাইপো অর্থাৎ নিচে +ডার্ম অর্থাৎ ত্বক- আর দুই মিলে হয়ে গেল হাইপোডার্মিস।এই একটি ত্রুটিপূর্ণ জিনই গালে ‘টোল’ এর জন্য দায়ী। আরেকটি শব্দ হল রিসেসিভ জিন বা বিরল জিন। প্রভাবশালী জিনের উপস্থিতিতে এই জিন প্রকাশিত হয়না। হাইপোডার্মিস স্তর চর্বি ও যোজক টিস্যু দ্বারা গঠিত।এর কাজ হল বৃহৎ রক্তনালী ও স্নায়ুকে ধারণ করা। পাশাপাশি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা নেয় বটে।
আপনি কি জানেন ঠিক কোন কারণে টোল পড়ে?
উত্তর হল , মূলত হাইপোডার্মিসের সাবকিউটেনাস কানেক্টিভ টিস্যুতে জিনগত ত্রুটির ফলে টোলের সৃষ্টি হয়।যখন একজন ব্যক্তি হাসেন তখন একটি নিম্নচাপের সৃষ্টি হয়। তখন ত্বকের মাংসপেশিতে টান পড়ে। এই মাংসপেশি হল জাইগোম্যাটিক মেজর।
আরো পড়ুন- Lipstick: মেয়েরা লিপস্টিক লাগান শুধুই কি গ্ল্যামারের জন্য ? নাকি এর পিছনে আছে অন্য কারণ ?
জেনেটিক কারণে এমনটা হয় এই কথা আবার অনেকেই বিশ্বাস করেন না। অবশ্য অনেক ক্ষেত্রেই বা অনেকের ক্ষেত্রেই দেখা গেছে মুখে অতিরিক্ত চর্বি (Excess fat in the face) জমে যাওয়ার কারণেও টোল পড়ে। মানে ছোট থেকে ছিল না অথচ পরবর্তীতে হাসলে টোল আসছে। এর উলটো ঘটনাও দেখা গেছে। অনেক শিশুদের ছোটবেলায় চর্বির কারণে টোল দেখা যায়। বয়স বাড়লে সেই টোল আবার অদৃশ্য হয়ে যায়।
আরো পড়ুন- Rachna Banerjee : রচনা ব্যানার্জি কেমন ছিলেন ছোটবেলায়? জনপ্রিয় দিদির জীবনের নানা কথা!
আরো পড়ুন- Statue of Liberty: বিশ্বের বিস্ময় স্ট্যাচু অব লিবার্টির রহস্য উন্মোচন করব আজ
মা-বাবা দুজনের-ই থাকলে সন্তানের থাকার সম্ভাবনা ৫০-১০০%। আর মা বাবা কারোর না থাকলে টোল পড়বে না সন্তানের। অবশ্য বিজ্ঞান যখন আছে, ব্যতিক্রম বলেও কিছু আছে। এই ক্ষেত্রেও দেখা যায় জেনেটিক মিউটেশন হলে মা বাবা কারোর টোল না থাকলেও, সন্তানের তা থাকে। তবে তা নিয়ে বিশেষ ভাবার দরকার নেই।
আরো পড়ুন- Love the mountains : বেড়াতে যেতে চাইলে সমুদ্র নয়,পাহাড়কে পছন্দের শীর্ষে রাখতে পারেন,কেন ?
মনে রাখবেন , বাইরের রূপ নয় অন্তরের গুণ হল আসল পরিচয়। ভালো মানুষ হলে আপনি এমনিতেই সেরার সেরা।