Breaking Bharat : সমৃতি স্মরণ : সৌমিত্র”- কাকু প্রসঙ্গে (Soumitra Chatterjee) কি বলি বলুন তো ? যাই বলি সেখানেও কম বলা হবে ! কবি সুনীল গঙ্গোপাধ্যায় রবীন্দ্র সদন”- এ ওনার সাথে আমার আলাপ করে দিয়ে ছিলেন ! কথা প্রসঙ্গে সেদিন জানতে পেরেছিলাম , উনি আমার কবিতার খোঁজ বলছি , এটা আমার সৌভাগ্য ৷ হঠাৎ করে যে উনি না ফেরার দেশে চলে যাবেন , এটা সত্যিই স্বপ্নেও আমি ভাবিনি ! আমার তাঁর প্রতি অন্তরের শ্রদ্ধা মাখা প্রণাম ও ভালোবাসা নিবেদন করে Breaking ভারত”- কে উপহার দিলাম তাঁকে নিয়ে লেখা একটি সামান্য কবিতা ৷ উনি যেখানেই থাকুন শান্তিত বিদ্যুৎ ভৌমিক ১০/ ০৮/ ২০২১
“বর্তমান সময়ে তরুণ প্রজন্মের কবিদের মধ্যে অন্যতম কবি হলেন বিদ্যুৎ ভৌমিক ৷ আমি এই সৃজন শ্রীমানটির কবিতা বিভিন্ন পত্র পত্রিকা এবং ওর কাব্যগ্রন্থ
কথা না রাখার কথা”- বইতে
পড়েছি ৷ শুধুযে কবিতা লেখা
তা কিন্তু নয় , তাঁর সহজ সত্য
উচ্চারণ অর্থাৎ কবিতাকে ঠিক কবিতার মতই বলার
যোগ্যতা কবি বিদ্যুৎ ভৌমিক
এর আছে ৷ তাঁকে আমার স্নেহ আশির্বাদ , আরও বড় হন আমার অন্যতম প্রিয় কবি
বিদ্যুৎ ভৌমিক ৷ ” সৌমিত্র চট্টোপাধ্যায়
১১/০৫/২০১৫ কবিতা :~
তোমাকে চলে যেতেই হল ~বিদ্যুৎ ভৌমিক
এভাবে মৃত্যুর নাম উচ্চারিত হলে ধুলো হয়ে যাওয়া পথ আমার চোখের জলে ভিজে ওঠে !
এই যে মায়া ভুবন ; এখানে অবলিলায় খেলেছ তুমি কতই না খেলা ,অথচ অকস্মাৎ কেউ যে নিঃশব্দের ভেতর খবর দিয়ে ছুট্টে পালিয়ে গেল তোমার অনিবার্য মৃত্যু সংবাদ !
সেদিন অহর্নিশ আমার একা ও একক হয়ে যাবার সঙ্গী ছিল নৈঃশব্দের রঙ মেশা সময় ! এভাবে নাই বা গেলে ,যদিও অবধারিত মৃত্যুর কথা বলে নি অন্তর্যামী বেতারবাণী ও সাদা পৃষ্ঠার শব্দ ও অক্ষর গুলো ;
অন্তরের ফেরিঘাটে পাড়াপাড় করেনি অদেখা স্বপ্ন গুলো !
আরো পড়ুন- Rachna Banerjee : রচনা ব্যানার্জি কেমন ছিলেন ছোটবেলায়? জনপ্রিয় দিদির জীবনের নানা কথা!
অথচ অবশিষ্ট স্মৃতি গুলো তুমি হারানো দুঃখে সেই সমস্ত দিন চোখের জল ফেলেছে চোখ ভেজা বোবা কান্নায়,কবিতার কাছাকাছি আমার আসতে দেরি হলে , তুমি সুনীল দাকে বলে ছিলে কী ব্যাপার বিদ্যুৎ আসেনি ? সেই যে রবীন্দ্র সদন তোমার অভাবে কঠিন নির্জন !
আরো পড়ুন- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবদাস’! প্রেম – বিরহের জীবন্ত সংজ্ঞা
এখন এ বহতা সময় ; অনেক গুলো দিন কেটে গেছে ! তুমি শূন্য কবিতা গুলো শোকে ও তাপে আমারি মত নিঃসঙ্গ ! এভাবে প্রিয়জন আড়াল হলে ব্যক্তিগত স্মৃতিরাও অপরিচিত সময়কে ঘেন্না করে ! অথচ আমার কবিতার পথে তুমি যতবার হেঁটেছো ; তখন মনে হয়েছে তুমি যেন প্রীতিস্নিগ্ধ ঈশ্বরের ছদ্মবেশ নিয়ে আমার কাব্য ভাবানার সাথে পাশাপাশি চলেছো এক বুক কবি হৃদয় নিয়ে ! ভালো থেকো তুমি,এভাবেই চলে এসো না জানিয়ে আমার না লেখা কবিতার সাদা পৃষ্ঠায় ! লেখনীকাল :~ ২০২১,স্থান :~ কবির বাসগৃহ – ছায়ানীড় ৷ শ্রীরামপুর,হুগলী