Breaking Bharat: গান শিখতে চান (to learn music) ? গায়ক বা গায়িকা হওয়ার স্বপ্ন আছে ? মন থেকে গান গাওয়ার ইচ্ছে থাকলে এই প্রতিবেদনটি আপনার জন্য আপনি কি শিল্পকলার সঙ্গে যুক্ত? গান ভালবাসেন বুঝি? তাহলে গান ভালোবেসেই গান
জীবনটা শুধু মন দিয়ে লেখাপড়া করলেন আর একটা বড় চাকরি পেলেন এতে বোধহয় আটকে নেই। জীবনের পূর্ণতা তার শিল্পগুনে। আর আপনি যদি শিল্পী হন তাহলে আপনার সত্তাকে কাজে লাগান। গান বা নাচ কিংবা বাচিক শৈল্প সত্তা। আপনি যদি আঁকায় পারদর্শী হন তাহলেও আপনি স্পেশাল।
এবার নিজের সেই গুণকে সম্মান করুন। আবার এমনও হতে পারে যে আপনি হয়তো জানেন না আপনার মধ্যে কী সুপ্ত প্রতিভা আছে। হয়তো বিশেষ কিছু করতে ইচ্ছে করে। তাই না? আজ সেরকম বিশেষ কিছু করতে চাওয়ার ইচ্ছে নিয়ে এই প্রতিবেদন।
অনেকেই গান ভালোবাসেন (Many people love music)। ভালোবেসে দু এক কলি গুনগুন করেন অনেকেই তবে প্রকাশ্যে গান শেখার বা হওয়ার ইচ্ছে সবাইকে জানাতে পারেন না। তাদের পাশে আছি আমরা। আপনি যদি গান শিখতে চান তাহলে আপনাকে গলায় সুর আছে কিনা সেটা বুঝতে হবে (There is a melody in the throat)। তাল লয় সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
এই বিষয়ে আপনার উপযুক্ত শিক্ষাবিদ এর প্রয়োজন হবে। যিনি আপনাকে ঠিক ভুল ধরাবেন। সবার প্রথমেই দেখতে হবে, গান শুনে, নিজের মন থেকে গান গাওয়ার ইচ্ছে জাগে কী না। আসলে কী বলুন তো , আপনি কী পারেন আর কতটা পারেন সেটা জানা বোঝা দরকার।
আসলে শিক্ষকের অধীনে শিক্ষা, অভ্যাস, এসব কোনোকিছুই তেমন গুরুত্বপূর্ণ হয়ে উঠবে না যদি, নিজের কন্ঠস্বরটি গান গাওয়ার উপযোগী না হয়। যদি, কণ্ঠস্বরের দিক থেকে কোনো রূপ অসুবিধে না থাকে, তবে একজন সংগীত শিক্ষকের অধীনে, শিক্ষা গ্রহণ করতে হবে।
গান শেখার ক্ষেত্রে, কী কী বিষয় খেয়াল রাখতে হবে?
কী ভাবে নিজের কন্ঠস্বরকে স্বরের বিভিন্ন সপ্তক বা স্কেলে তৈরী করতে হবে, সে সব শিক্ষকই বিস্তৃতভাবে বুঝিয়ে দেবেন। প্রাথমিক স্তরে প্রয়োজন হবে, একটি হারমোনিয়াম। আজকাল গান শেখার অনেক মাধ্যম হয়েছে বিশেষ করে অনলাইনে গান শেখার চেষ্টা করেন অনেকেই (Trying to learn music)। আবার অনেকে বিশ্বাস করেন তালিম নিতে গেলে গুরু গৃহে যেতে হয় এক্ষেত্রে চয়েজটা আপনার।
আরো পড়ুন- Patharkuchi plant: হঠাৎ করে পাথরকুচি গাছ হয়ে গেল কেন? আর এই পাথরকুচি গাছ যদি কেউ খায় কী হয়?
মনে রাখবেন শিক্ষার কোনও শেষ নেই। তাই যেটাই করবেন সেটা মন দিয়ে করবেন। না হলে সমস্যা বাড়বে, বিরক্তি বাড়লে ইচ্ছেটা চলে যায় আর তখন কোনও কিছুই সঠিকভাবে করা বা শেখা যায় না। গান গাওয়ার ক্ষমতা বিশেষ ক্ষমতা (ability to sing), সবার সেটা থাকে না।
আরো পড়ুন- Computer : কম্পিউটারের এই কোর্স গুলো ভালো করে শিখে রাখুন ভবিষ্যতে কাজে লাগবে
তাই আপনি যদি এই প্রতিভা সম্পন্ন হন তাহলে অবশ্যই তার বিকাশ ঘটান। কারণ শিল্পী ছাড়া পৃথিবী বাঁচেনা। অনেকেই টিভিতে রিয়ালিটি শো দেখে গায়ক বা গায়িকা হওয়ার স্বপ্ন দেখেন (Dream of becoming a singer)।
আরো পড়ুন- Stuttering problem : সবাই তোতলা বলে? কথা বলতে গিয়ে যদি তোতলামির সমস্যা হয় তাহলে কি করবেন?
কিন্তু মনে রাখতে হবে গ্ল্যামারে ভেসে থাকা নয়, আসলে যোগ্যতা দরকার হয়। তাই বিজ্ঞাপন বা প্রচারে নয় যা আসল যা খাঁটি তাকে গুরুত্ব দিন এবং সেই মতো এগিয়ে চলুন।