Breaking Bharat : পেনশনের (Pension benefits) ক্ষেত্রে অনেকেরই ধারণা রয়েছে, প্রবীন নাগরিকরা ছাড়া এই সুবিধা পাওয়া যায় না। কিন্তু এটি সর্বৈব সত্য নয়। ৬০ বছর না হলেও মিলতে পারে পেনশনের সুবিধা। এই স্কিমের মাধ্যমে মাত্র ৪০ বছর বয়স থেকেই এই সুবিধা পেতে পারবেন নাগরিকরা। চাকরির ক্ষেত্রে পেনশনের সুবিধা পেতে গেলে, তার নিয়মকানুন বা বয়সসীমার কথা সবাই অল্পবিস্তর জানেন।
এমনকী, বিভিন্ন সরকারি প্রকল্পেও পেনশনের সুবিধা (Pension benefits) পেতে গেলে গ্রাহককে ৬০ বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়। কিন্তু এক্ষেত্রে সেই দীর্ঘ অপেক্ষা নেই। শুধু তা-ই নয়, মাসিক প্রায় ৫০ হাজার টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন গ্রাহকরা।
এই পেনশন স্কিমের সুবিধা (Pension scheme benefits) পেতে গেলে এককালীন টাকা জমা করতে হবে গ্রাহককে। আর বিনিয়োগ করা সেই রাশির ভিত্তিতে ন্যূনতম ১,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পেনশন পাওয়া যাবে। এমনই পেনশন স্কিম এনেছে লাইফ ইন্সিওরেন্স অফ ইন্ডিয়া (Life Insurance of India)। সরল পেনশন যোজনা মূলত একক প্রিমিয়াম পেনশন প্ল্যান। এই যোজনায় টাকা বিনিয়োগ করা মানেই চালু হয়ে যাবে পেনশনের সুবিধা।
আরো পড়ুন- Car tires : গাড়ির টায়ারে কেন বারে বারে হাওয়া দিতে হয় ? নিরেট টায়ার কেন বানানো হয় না?
এলআইসি-র দুর্দান্ত এই প্রকল্পে আপনি কীভাবে পেনশন নিতে চান, তা পছন্দ করার সুযোগও গ্রাহক পাবেন। অর্থাৎ কেউ চাইলে প্রতি মাসে যেমন পেনশনের টাকা পেতে পারেন, কেউ চাইলে তিনমাস অন্তরও টাকা পেতে পারেন। আবার ছ’মাস বা একবছর ছাড়াও পেনশন পেতে পারেন গ্রাহক (Customer can get pension)। প্রতি মাসে ন্যূনতম ১,০০০ টাকা পেনশন নিতে হবে গ্রাহককে।
আরো পড়ুন- আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কোনটি? যাকে ছাড়া আপনি অচল?
এই হিসেবে তিনমাসে কমপক্ষে ৩,০০০ টাকা, ৬ মাসে ৬,০০০ টাকা এবং একবছরে ১২,০০০ টাকা পেনশন নিতেই হবে। তবে এ তো গেল ন্যূনতম পেনশনের রাশি। সর্বোচ্চ ৫০ হাজার ২৫০ টাকাও পেনশন পাওয়া যেতে পারে এই স্কিমে। তবে এই সুবিধা পেতে গেলে এককালীন ১০ লক্ষ টাকা জমা করতে হবে গ্রাহককে।
তবে এই বিষয়ে অনেকেই আশঙ্কা প্রকাশ করেন, বিনিয়োগকারীর মৃত্যু হলে এককালীন জমা করা টাকা কীভাবে পাওয়া যাবে? সেক্ষেত্রেও সমাধান বাতলে দিয়েছে এলআইসি। লাইফ ইন্সিওরেন্স অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, পলিসি হোল্ডারের মৃত্যুর পর বিনিয়োগ করা অর্থরাশি পাবেন নমিনি। অর্থাৎ একদিকে যেমন এলআইসি-র নিশ্চয়তা, অন্যদিকে সুরক্ষিত থাকবে আপনার সঞ্চিত অর্থও।
আরো পড়ুন- Horses Sleep Standing Up : ঘোড়া কেন দাঁড়িয়ে ঘুমায়? কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোনো যায় কি?
শুধু তা-ই নয়, গ্রাহক চাইলে মেয়াদের আগেই তাঁর বিনিয়োগ করা অর্থ তুলে নিতে পারবেন। যদিও সেক্ষেত্রে বিনিয়োগের ৫ শতাংশ টাকা কেটে নেওয়া হবে বলেই লাইফ ইন্সিওরেন্স অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে। তবে কেউ যদি মেয়াদের আগে টাকা না তুলে বিনিয়োগ করা অর্থের বিনিময়ে ঋণ নিতে চান, সেই সুবিধাও দেবে এলআইসি। জরুরি পরিস্থিতিতে সরল পেনশন যোজনা থেকে ঋণের সুযোগও থাকছে বলে জানিয়েছে তারা।