Breaking Bharat : করের ক্ষেত্রে কেন্দ্রের শিথিলতায় কিছুটা হলেও স্বস্তি দেখা গেছে নেটিজেনদের মধ্যে। রান্নার গ্যাস (LPG Gas Cylinder) নিয়ে জেরবার অবস্থা ছিল দেশবাসীর। এবার সেক্ষেত্রেও কিছুটা স্বস্তি মিলতে চলেছে! তবে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জের এখনও অব্যাহত। কেন্দ্র করে কিছুটা ছাড় দিলেও সমস্ত রাজ্য এখনও এক্ষেত্রে সদর্থক কোনও পদক্ষেপ করেনি।
সূত্রের খবর, ৯২৬ টাকা নয়, বরং মাত্র ৬৩৩ টাকায় মিলবে রান্নার গ্যাস। আসছে কম্পোজিট সিলিন্ডার (Composite cylinder)। যেখানে হাঁফিয়ে ওঠা মধ্যবিত্তরা তো কম দামে সিলিন্ডার পাবেনই, পাশাপাশি এই ধরনের সিলিন্ডার যে উপকরণে তৈরি, তাতে বাইরে থেকেই বোঝা যাবে যে, সিলিন্ডারে কতটা গ্যাস রয়েছে। স্বাভাবিকভাবেই গ্যাস অপচয় হওয়ার সমস্যা থেকেও এবার মিলবে মুক্তি। ৬৩৩ টাকায়া রান্নার গ্যাস পেতে হলে বুকিং কীভাবে করবেন, জানেন!
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির জেরে দুর্ভোগে মধ্যবিত্তরা। বিশেষ করে বাড়ির মহিলারা অত্যন্ত অসুবিধায় পড়ছেন। এবার তাঁদের জন্য সুখবর। এলপিজি সিলিন্ডার মিলবে মাত্র ৬৩৩ টাকায়। কেন সিলিন্ডারের দাম কমল? সূত্রের খবর, এর কারণ অন্য কিছু নয়, শহর কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় একতলা বাড়ির সংখ্যা নেহাতই হাতে গোনা। ফলে বহুতল বাড়িতে সিলিন্ডার ওঠানামায় রীতিমতো কষ্টে পড়তে হয়। সেই কষ্ট লাঘবের জন্যই পাওয়া যাবে এই কম্পোজিট সিলিন্ডার।
বর্তমানের হিসেবে রান্নার গ্যাসের সিলিন্ডারের জন্য ৯২৬ টাকা ব্যয় করতে হয় গ্রাহককে। অন্তত কলকাতার হিসেব তো তেমনটাই বলছে। তবে কম্পোজিট সিলিন্ডারের ক্ষেত্রে গ্রাহককে দিতে হবে মাত্র ৬৩৩ টাকা। সিলিন্ডার পিছু ৯২৬ টাকার ক্ষেত্রে সরকার ভর্তুকি দেয় ২০ টাকা। তবে এক্ষেত্রে কোনওরকম ভর্তুকি বহন করবে না সরকার। তাছাড়া ৫ ও ১০ কেজির সিলিন্ডার পাওয়া যাবে এবার। ফলে বহুতল বাড়িতে সিলিন্ডার ওঠানামায়ও কষ্ট পোহাতে হবে না।
আরো পড়ুন- Pain after period : পিরিয়ডের এর পরে সমস্যা বাড়ছে ,যন্ত্রণা কমছে না? কী করবেন?
তবে এলিপিজি সিলিন্ডারের ক্ষেত্রে প্রতি মাসে দাম পরিবর্তিত হয়, এটা সবাই জানেন। এক্ষেত্রেও ব্যতিক্রম হবে না। এই মুহূর্তে ৬৩৩ টাকায় পাওয়া গেলেও পরবর্তী ক্ষেত্রে বাজার অনুযায়ী বাড়বে বা কমবে দাম। চলতি মাসে ১০ কেজি গ্যাসের কম্পোজিট সিলিন্ডারের দাম দাম ৬৩৩ টাকা ৫০ পয়সা। নতুন ও পুরনো সব গ্রাহকরাই পাবেন এই সুবিধা।
আরো পড়ুন- ‘লাগে টাকা দেবে গৌরী সেন’! কেন টাকা দেবেন তিনি ? কে তিনি? কত টাকা আছে তার কাছে?
নতুন গ্রাহকদের ক্ষেত্রে ১০ কেজি কম্পোজিট সিলিন্ডারের সুবিধা নিয়ে হলে ৩ হাজার ৩৫০ টাকা দিতে হবে। ৫ কেজি সিলিন্ডারের ক্ষেত্রে জমা দিতে হবে ২ হাজার ১৫০ টাকা। তবে পুরনো গ্রাহকরাও চাইলে এই সুবিধা পেতে পারেন। সেক্ষেত্রে সিকিউরিটি বাবদ জমা রাখতে হবে ২ হাজার টাকা। যা পরবর্তীতে গ্রাহকদের ফেরৎ দিয়ে দেওয়া হবে।
আরো পড়ুন- Black spots under the eyes: চোখের তলায় কালো দাগ, তাহলে কি চোখে চোখে কথা হবে না?
দাম কম এবং ওঠানামার সমস্যার পাশাপাশি পুরনো গ্যাস সিলিন্ডারের তুলনায় নতুন এই কম্পোজিট সিলিন্ডারের অন্যান্য সুবিধা রয়েছে। আকারে ছোট হওয়ায় পুরনো সিলিন্ডারের তুলনায় ওজনে অনেকটাই হালকা হবে। তাছাড়া এই ধরনের সিলিন্ডারে বাইরে থেকেই দেখা যাবে, সিলিন্ডারে কতটা গ্যাস রয়েছে । সেই অনুযায়ী গ্রাহকরা নতুন করে বুকিং করতে পারবেন।
আরো পড়ুন- ছোটরা দুষ্টুমি করে খেতে চায় না, এমনটা হলে আপনার বাচ্চাকে খাওয়াবেন কি করে?
আগে এক্ষেত্রে সমস্যা থাকায় অনেকসময়ই গ্যাস থাকতে থাকতেই সিলিন্ডার ফেরত দিতে হতো গ্রাহককে। নতুন নিয়মের ফলে গ্যাস অপচয় থেকে মুক্তি পাবেন গারহকরা। তাছাড়া ৫ কেজি ও ১০ কেজি কেনার বিকল্প থাকায় গ্রাহকরা নিজেদের প্রয়োজনমতো কিনতেও পারবেন সিলিন্ডার।