Breaking Bharat: যেখানে অমাবস্যায় যেতে ভয় পান সকলেই? জাদু করে বশ করা হয় মানুষকে? এখানে ব্যাপক হারে কালো জাদু (Black magic) করা হয়, মনে করা হয় এই যাদুবিদ্যা প্রয়োগ করে মানুষকে পশুতে পরিণত করা যায়। ডিজিটাল যুগে দাঁড়িয়েও তন্ত্র মন্ত্রের উপর বেঁচে আছে ভারতের বিশেষ কিছু শহর, এখানে কি গেছেন আপনি?
অন্ধবিশ্বাস কুসংস্কার মানুষকে সব সময় নিচের দিকে টেনে নিয়ে যায়। যারা এই সবে বিশ্বাস করেন তাদের কাছে হয়তো যুক্তি দিয়ে বিজ্ঞানকে প্রবেশ করানো সম্ভব হয় না।
তাই বলে বিজ্ঞান কে অস্বীকার করলে হবে না। আজ বিজ্ঞান অনেকটা এগিয়ে গেলেও পৃথিবীর অনেকগুলো জায়গায় মানুষ এখনো কালা জাদু তন্ত্র-মন্ত্রের শক্তিতে বিশ্বাস করেন। ভারতের মধ্যে পাঁচটি এমন জায়গা আছে যেখানে অন্ধকার নেমে এলে বা অমাবস্যা তিথিতে অনেকেই যেতে ভয় পান।
যেখানে অমাবস্যা যেতে ভয় পান সকলেই?
জাদু বা ম্যাজিক একটা শিক্ষা বটে। যা দিয়ে অনেক মানুষকে কিছু সময়ের জন্য সম্মোহিত করা যায়। কিন্তু সেটার জন্য শিক্ষণ এবং অনুশীলন দুটোই স্পষ্ট করে করা দরকার । অধ্যাবসায় ছাড়া কোন কিছু করা সম্ভব নয়। ভারতের এমন পাঁচটি জায়গা আছে যেখানে অমাবস্য্যায় যেতে ভয় পান সকলেই।
তারা মনে করেন বোধহয় অস্তিত্ব আছে কোন অশরীরির তাই পারদপক্ষে পক্ষে এড়িয়ে চলেন। ভাবতে অবাক লাগে বেনারসের মতো পবিত্র জায়গাতেও কিন্তু এই অন্ধবিশ্বাস আর কুসংস্কারের বিচরণ আছে।মণিকর্ণিকা ঘাট অত্যন্ত পবিত্র একটা জায়গা।
জাদু করে বশ করা হয় মানুষকে?
কিন্তু গোপনে সেখানেও কালো জাদু করে বশ করা হয় মানুষকে এমন বিশ্বাস প্রচলিত আছে। এবার বলবো আসামের একটি গ্রামের কথা। নাম মায়ং গ্রাম, শোনা যায় মুঘল আমল ব্রিটিশ আমল থেকেই কালো জাদুর জন্য এই জায়গা বিখ্যাত (This place is famous for black magic)। এখানে কালো জাদু সম্পর্কে অনেক কুসংস্কার আছে।
মনে করা হয় এই যাদুবিদ্যা প্রয়োগ করে মানুষকে পশুতে পরিণত করা যায়। ব্রিটিশ এখানে যেতে ভয় পেতেন কারণ তারা ও বুঝতে পারতেন না ঠিক কি হচ্ছে তবে অদৃশ্য কিছু উপস্থিতি উপলব্ধি করতেন। প্রজন্মের পর প্রজন্ম ধরেই বিশ্বাস করা হয় যে কালো জাদুর ফলে এখানে মানুষ মারা গেছেন তাই সেই ভয় আজও আছে।
এখানে ব্যাপক হারে কালো জাদু করা হয়:
বাংলার পার্শ্ববর্তী এক রাজ্য উড়িষ্যার কথা যদি বলেন তাহলে সবার আগে পুরীর কথা মনে আসে আমাদের। উড়িষ্যা মানে শুধুই যে সমুদ্র তা নয়, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর চারপাশ। মালভূমি সমভূমির এক মেলবন্ধন হয়েছে উড়িষ্যাতে। এখানেও রয়েছে অন্ধবিশ্বাসের প্রতি বিশ্বাস।
আরো পড়ুন – Kottankulangara : শাড়ি কি শুধুই মহিলাদের পোশাক? ভারতের কোন স্থানে পুরুষ শাড়ি পরে, জানেন কি?
কুশভদ্রা নদীর আশেপাশে মানুষের হাড় এমনকি নর কঙ্কাল পাওয়া যায়। এর থেকেই সবাই মনে করে এখানে ব্যাপক হারে কালো জাদু করা হয়। কলকাতার নিমতলা ঘাটে প্রতিদিন কয়েকশো মানুষের দাহ করা হয়। মধ্যরাতে, অঘোরি বাবা এই জায়গায় এসে মৃতদের দেহের অবশিষ্ট অংশ খান বলে বিশ্বাস।
আরো পড়ুন – Destination Wedding : বাড়িতে বিয়ে এখন অতীত, বিবাহ বাসরেই কেল্লাফতে ডেস্টিনেশন ওয়েডিং-এর?
এবার বলি আরেক নবাবের শহর হায়দরাবাদের কথা। ঐতিহ্যের কেন্দ্র হিসাবে সুলতান শাহী এই জায়গা বেশ বিখ্যাত। কিন্তু কোথাও একটা মনে করা হয় যে এইসব জায়গায় জাদু টোনা অনেক বেশি হয়। কখনো অর্থের বিনিময় কখনো শরীরের বিনিময়। চিত্রিকা, মুঘলপুরা এবং শালিবন্দ – এসবের জন্য বিখ্যাত।
আরো পড়ুন – adventure : অ্যাডভেঞ্চার ভালবাসেন? এক একটা অ্যাডভেঞ্চার করতে প্রায় ৩০ লক্ষের মতো খরচ! জানেন?
যদিও বিজ্ঞান কুসংস্কার কি সমর্থন করেনা কিন্তু মানুষের বিশ্বাস এমনভাবে কিছু মুষ্টিমেয় মানুষ জয় করে নিয়েছেন যে সেখান থেকে এক চুল নড়াবার উপায় নেই। সত্যি সত্যি সভ্যতার আলো পৌঁছয় না সেখানে।
আজকের প্রতিবেদনে এরকম কিছু জায়গার কথা উল্লেখ করলাম আগামীতে আরও নানা বৈচিত্রের সম্ভার সাজিয়ে আপনাদের সামনে একের পর এক প্রতিবেদন নিয়ে আসবো আমরা।