Breaking Bharat: আপনি কি এখনও শ্রমিক কার্ড (Eshram Card) করেন নি? মনে রাখবেন এই কার্ড না থাকলে আপনি বঞ্চিত হবেন কেন্দ্রের একধিক সুবিধা থেকে। শ্রমজিবী সাধারন মানুষের সুবিধার্থে কেন্দ্র সরকারের নতুন প্রকল্প এই শ্রমজিবী কার্ড। যার মাধ্যমে আপনি পেয়ে যাবেন একাধিক সু্যোগ সুবিধা।
প্রথমেই আপনাদের জানিয়ে রাখব, সেই শ্রমিক কার্ডের মাধ্যমে কি কি সুবিধা পেতে চলেছেন আপনি। এই শ্রমিক কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট হল eshram.gov.in,আর এই ওয়েবসাইটে গিয়ে আপনি দেখতে পাবেন স্যোসাল সিকিউরিটি ওয়েলফেয়ার স্কিম গুলি।যেখানে আপনি এক কালিন এক্সিডেন্টাল বিমা পেতে পারেন দু লক্ষ্য টাকা।এছাড়াও রয়েছে শ্রমিকদের জন্য একাধিক সুবিধা।
এবার আপনাদেরকে জানিয়ে রাখবো এই শ্রমিক কার্ডের জন্য কারা,কারা আবেদন করতে পারবেন,ই শ্রম কার্ডে আবেদন করতে পারেন অসংগঠিত ক্ষেত্রে সাথে নিযুক্ত কর্মচারীরা যেমন, কৃষক, শ্রমিক, লেবার, টোটো চালক, অথবা অটোচালক, ড্রাইভার, নির্মাণকর্মী, প্রাইভেট টিউটর, আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীরা, রিকশাচালক, রাস্তার যেকোনো বিক্রেতা, ইটভাটা শ্রমিক, গৃহকর্মী, নিজস্ব হিসাব কর্মী, কৃষিশ্রমিক, নির্মাণ শ্রমিক, বা অন্যান্য পেশায় যুক্ত শ্রমিক থেকে শুরু করে অসংগঠিত শ্রমিকের আবেদন করতে পারেন।
আরো পড়ুন- বিয়ে করতে চান? সাবধান! এই বিষয়গুলো না জেনে একদম এগোবেন না।
আরো পড়ুন- Corporate Sector : কর্পোরেট দুনিয়ার মিস্টার পারফেক্ট হওয়া যায় কী করে? আজ বলব আপনাকে
কিভাবে বাড়িতে বসেই অবেদন করবেন?
যদি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক (Mobile number link with Aadhaar card) করা থাকে তাহলে আপনি অনায়াসে ঘরে বসে এই ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারেন। প্রথমে আপনাকে ইন্টারনেট ব্রাউজারে গিয়ে ই-শ্রম পোর্টালের পেজে ঢুকতে হবে। এরপর হোম পেজে গিয়ে ই শ্রম রেজিষ্ট্রেশনে ক্লিক করুন,তারপরই আসবে সেল্ফ রেজিষ্ট্রেশন সেখানে আপনার আধার লিঙ্ক থাকা মোবাইল নাম্বার দিতে হবে।তারপর মোবাইলে আসা ওটিপি দেওয়ার পর আপনার ব্যঙ্ক ডিটেইল গুলি পুরন করুন।
আরো পড়ুন- Smart Phone: মোবাইল ফোন কোথায় বেশি নিরাপদ ও স্বাস্থ্য ঝুঁকি কম হয়? পকেটে নাকি হাতে?
আর যদি আপনার আধার কার্ডের সাথে মোবাইল লিঙ্ক না থালে তাহলে সত্তর যোগাযোগ করুন স্থানীয় তথ্যমিত্র কেন্দ্রে,সেখানে বায়মেট্রীকের মাধ্যমেও আপনি এই শ্রমিক কার্ডের আবেদন করতে পাবরেন।