Breaking Bharat: কোটি কোটি বছর আগে পৃথিবীতে দাপিয়ে বেড়াত বিশালাকার এই প্রানীটি (Dinosaurs)। গভেষনায় মিলছে তার আরও এক নতুন প্রজাতর অস্তিত্ব। ডাইনোসর নিয়ে আমারা অনেক গল্পই শুনেছি,বিশালাকৃতির এই প্রনীটিকে নিয়ে অনেক বিগ বাজেটের সিনেমাও তৈরি হয়েছে হলিউডে।কিন্তু এই প্রানীটিকে নিয়ে যে এখনও অনেক তথ্যই অজানা,সেটা নিয়েই কিছু তথ্য দেওয়া আছে এই প্রতিবেদনে।
প্রায় ১০০ বছররেও বেশি সময় ধরে সকলে জেনে এসেছে ডাইনোসর মুলত দুই প্রজাতির।কিন্তু অতি প্রাচীন বিশালাকার এই প্রানী টি সম্ভন্ধে যে এখনো অনেক কিছু অজানা,সম্প্রতি এক গভেষনায় উঠে আসছে এমনই কিছু তথ্য। প্রায় আট মিটার লম্বা ওজন আনিমানিক ৯০০ কেজিরও বেশি।নাক অনেকটাই দির্ঘ। এমনই এক নতুন প্রজাতির ডাইনোসরের হাড়গোড়ের সন্ধান পেলান প্রত্নতত্তবিদেরা।আর সেই হাড়গোড় গুলো গভেষনার মধ্যমে উঠে আসছে ডাইনোসর নিয়ে আরও কিছু অজানা তথ্য।
সাধারণত এতদিন ধরে আমরা জেনে আসতাম ডাইনোসর মুলত দু ধরনের,যাদের দাঁত ২৩ কিংবা ২৪ টি।নাক সভাবিক দৈর্ঘবিশিষ্ট, কিন্তু নতুন হদিস পাওয়া এই ডাইনোসরে দাতের সংখ্যা ২৮, এর নাকও অন্যন ডাইনোসরের তুলনায় অনেক বড় এবং লম্বা। ডাইনোসর নিয়ে নতুন গবেষণার এই প্রতিবেদনটি সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘জার্নাল অব সিস্টেমেটিক প্যালিঅন্টোলজি’তে ।
আরো পড়ুন- রাজা মানেই কি রাজ্যপাট ? ভারতের এই রাজার কোনো রাজ্য ছিল না!
আরো পড়ুন- Statue of Liberty: বিশ্বের বিস্ময় স্ট্যাচু অব লিবার্টির রহস্য উন্মোচন করব আজ
এই প্রতিবেদনে বলা হয়েছে, ডাইনোসরের হাড়গুলি ১৯৭৮ সালে আবিষ্কৃত। সেগুলি লন্ডনের ‘ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম’ ও ‘আইসল অব উইট’ দ্বীপের ডাইনোসর জাদুঘরে সংরক্ষিত ছিল। জেরেমি চার বছর ধরে এই হাড়গোড় নিয়ে গবেষণা করে আসছেন। করোনাকালে হাড়গুলি পৃথকভাবে বিশ্লেষণ করে তিনি দেখতে পান, এগুলি যে ধরনের প্রজাতির ইঙ্গিত করছে তা আগে সন্ধান পাওয়া প্রজাতির চেয়ে ভিন্ন।