Breaking Bharat : মোদী! মোদী! মোদী! বিশ্ব জুড়ে একটাই নাম, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনপ্রিয়তার নিরিখে পৃথিবীর তাবড় তাবড় রাষ্ট্রনেতাকে পেছনে ফেলে ফের শীর্ষস্থানে নমো। ভারতের প্রধানমন্ত্রীর ধারেকাছেও নেই মার্কিন বা ব্রিটিশ প্রধানমন্ত্রীরা। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়াল একটি পরিসংখ্যান সামনে এনে মোদীর বিশ্বজয়ের খবরটি দিয়েছেন টুইটারে।
সম্প্রতি মার্কিন মুলুকের ডেটা ইন্টেলিজেন্স ফার্ম মর্নিং কনসাল্ট সম্প্রতি বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের একটি তালিকা প্রকাশ করেছে। যেখানে নরেন্দ্র মোদী (Narendra Modi) প্রায় ৭০% অনুমোদনের রেটিং পেয়েছেন। আর সেই অনুমোদনের নিরিখেই তালিকার শীর্ষে ফের এদেশের প্রধানমন্ত্রীর নাম। নেটপাড়ায় এমনিতেই মোদীর জনপ্রিয়তা তুঙ্গে। টুইটার, ফেসবুকের মতো সোস্যাল মিডিয়ায় ফলোয়ার সংখ্যাই প্রমাণ দেয় তাঁর জনপ্রিয়তার। এবার আমেরিকার দেওয়া জনপ্রিয়তার ‘সার্টিফিকেট’ সেই জনপ্রিয়তার মুকুটে যে আরও একটা পালক যোগ করল, একথা বলা বাহুল্য।
৬ নভেম্বর বিকেল ৪.৪৭ নাগাদ কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়াল টুইটারে একটি পরিসংখ্যান তুলে ধরেন। গ্লোব্যাল লিডার অ্যাপ্রুভ্যাল ট্র্যাকার নামে ওই পরিসংখ্যানে ৭০ শতাংশ জনপ্রিয়তা নিয়ে নরেন্দ্র মোদীর নাম দেখা যায় সবার শীর্ষে। কেন্দ্রীয় মন্ত্রীর টুইট করা সেই তালিকায় ৬৬ শতাংশ অ্যাপ্রুভাল পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট অ্য়ান্ড্রেজ লোপেজ ওব্রাডর। তারপরই রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। ৫৮ শতাংশ অ্য়াপ্রুভাল পেয়েছেন তিনি। ৫৪ শতাংশ অ্যাপ্রুভাল রেটিং নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। এদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কল মরিসন আছেন পঞ্চম স্থানে। তাঁর অ্যাপ্রুভাল রেটিং ৪৭ শতাংশ।
বিশ্বের রাষ্ট্রনেতাদের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বা ব্রিটেনের প্রধানমন্ত্রীর নাম আলোচনায় বারবার উঠে এলেও ডেটা ইন্টেলিজেন্স ফার্ম মর্নিং কনসাল্টের তালিকায় প্রথম পাঁচেও নেই তাঁরা। ষষ্ঠ স্থানে রয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। তিনি পেয়েছেন ৪৪ শতাংশ অ্যাপ্রুভাল রেটিং। বাইডেনের চেয়ে ১ শতাংশ কম পেয়ে সপ্তম স্থানে রয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডু। অষ্টম স্থানে রয়েছেন জাপানের প্রধানমন্ত্রী কিশিদা। তাঁর অ্যাপ্রুভাল রেটিং ৪২ শতাংশ। ৪১ শতাংশ রেটিং পেয়ে নবম স্থানে মুন। প্রথম দশের তালিকার সবচেয়ে নীচে রয়েছেন ব্রিটেনের প্রেসিডেন্ট বরিস জনসন।
স্বাভাবিকভাবেই নরেন্দ্র মোদীর গোটা বিশ্বজয় নিয়ে উচ্ছ্বসিত অনুরাগীরা। তবে এবারেই প্রথম নয় এর আগেও জনপ্রিয়তম রাষ্ট্রনেতা হিসেবে নরেন্দ্র মোদীর নাম উঠে এসেছে গত বছরেই। ২০২০ সালের জুন মাসে মার্কিন ডেটা ইনটেলিজেন্স সংস্থা মর্নিং কনসালটান্টের সমীক্ষা প্রকাশিত হয়েছিল। সেবার ৬৬ শতাংশ অ্যাপ্রুভাল রেটিং নিয়ে সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছিলেন নমো।
সেই ধারা এবারেও বজায় তো রয়েছেই, পাশাপাশি অ্যাপ্রুভাল রেটিং ৪% বেড়েছে এবার। যেখানে বিরোধী দলগুলি মোদীকে নিয়ে বারবার সমালোচনায় মুখর হচ্ছে। তারা প্রচার করছে, নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা কমছে। কিন্তু পরিসংখ্যানের হিসেবে শেষপর্যন্ত সেই জনপ্রিয়তার নিরিখেই বিশ্বজয় করলেন ভারতের প্রধানমন্ত্রী। উৎসবের মরসুমে নরেন্দ্র মোদীর এই জয় যে নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ, একথা বলার অপেক্ষা রাখে না।