Breaking Bharat: গ্রাহকদের নিরাপত্তার প্রশ্নে কোনও ছাড় নেই। তাই ২২ লক্ষেরও বেশি ব্যবহারকারীর অ্যাকাউন্টে কোপ হোয়াটসঅ্যাপের। সাবধান! সাম্প্রতিক রিপোর্টে উঠে এসেছে সেই তথ্য। অবাঞ্ছিত মেসেজ করার জেরে হোয়াটসঅ্যাপের তরফে সেপ্টেম্বর মাসেই বন্ধ করা হয়েছে এই বিশাল সংখ্যক অ্যাকাউন্ট। সবচেয়ে অবাক করার পরিসংখ্যান হল, বন্ধ হওয়া ২২ লক্ষ অ্যাকাউন্ট আসলে ভারতীয়রাই।
সোস্যাল মিডিয়ার (Social media) দৌলতে হিংসাত্মক কার্যকলাপের ঘটনা বহুবার খবরের শিরোনামে উঠে এসেছে। ভুয়ো খবর ছড়ানোরও আখড়া হয়ে উঠেছে নেটদুনিয়া। এমন অভিযোগও সর্বত্র শোনা যায়। ভুয়ো খবর ছড়ানোর দিক থেকে বিশ্বের মধ্যে যেসব দেশের নাম ওপরের সারিতে রয়েছে, ভারত সেই তালিকার ওপরের দিকেই আছে। এমনকী, সম্প্রতি ফেসবুকের (Facebook) তরফেও জানানো হয়েছে যে, ভারতে যে হারে এই ধরনের ঘটনা বেড়ে চলেছে, তা মোকাবিলায় রীতিমতো হিমসিম খাচ্ছে সংস্থা।
তবে নেটদুনিয়ার এই সমস্ত সংস্থারা গ্রাহকের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি যে বরাবরই খেয়াল রাখে, সেই কথা বারবার জানিয়েছে তারা। যদিও কার্যক্ষেত্রে তা কতটা দেখা যায়, তা নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনদের অনেকাংশই। তবে এবার ভারতীয়দের অ্যাকাউন্টের ওপর নজরদারি চালিয়ে হোয়াটসঅ্যাপ যে কড়া পদক্ষেপ করল, তাতে তাজ্জব বনেছেন অনেকেই।
আরো পড়ুন- Diabetes :সাবধান ! ডায়াবেটিস, ব্লাডপ্রেসার রুখতে মুঠো মুঠো ওষুধ খাচ্ছেন?
এই মুহূর্তের সর্বাধিক জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (Whatsapp)। সোস্যাল মিডিয়ার ইতিহাসে যুগান্তকারী এই অ্যাপ যে অদূর ভবিষ্যতে অফিসিয়াল ক্ষেত্রে ই-মেলেরও বিকল্প হয়ে উঠতে পারে, এমন কথাও শোনা যায়। আর সেই কারণেই কি গ্রাহকদের নিরাপত্তা ও সুরক্ষার কথা ভেবে ২২ লক্ষেরও বেশি অ্যাকাউন্ট বন্ধ করল সংস্থা? সূত্রের খবর, গ্রাহকের কথা ভেবেই এই কড়া পদক্ষেপ করল হোয়াটসঅ্যাপ।
তথ্য প্রযুক্তি বিধি ২০২১-এ হোয়াটসঅ্যাপের (Whatsapp) মাসিক কমপ্লায়েন্স রিপোর্ট উঠে এসেছে। সেখানে বলা হয়েছে, চলতি বছরের সেপ্টেম্বর মাসে ২.২০৯ মিলিয়ন বা ২২.০৯ লক্ষ ভারতীয়ের অ্যাকাউন্ট ব্যান করেছে সংস্থা। এছাড়াও চতুর্থ মাসিক ট্রান্সপারেন্সির পরিসংখ্যান অনুসারে, সেপ্টেম্বর মাসে ব্যবহারকারীরা এবং গ্রিভেন্স আধিকারিকরা মোট ৩০৯টি অ্যাকাউন্ট ব্যান করার পরামর্শ দিয়েছেন। শুধু তা-ই নয়, ওই ৩০৯টি অ্যাকাউন্টের মধ্যে ৫০-টি অ্যাকাউন্টের ওপর কঠোর পদক্ষেপ করেছে নিয়েছে হোয়াটসঅ্যাপ। একইসঙ্গে ৫০০ টিরও বেশি ব্যবহারকারী রিপোর্ট পেয়েছে হোয়াটসঅ্যাপ থেকে।
আরো পড়ুন- Narendra Modi : ডিপোজিট বিমা নিয়ে বড় সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
আপনিও কি হোয়াটসঅ্যাপের (Whatsapp) নির্দেশিকা অমান্য করে মেসেজ আদানপ্রদান করেন? তাহলে সাবধান! জানেন, কীভাবে হোয়াটসঅ্যাপ চিহ্নিত করে সেই সমস্ত অ্যাকাউন্ট? আসলে হোয়াটসঅ্যাপ মেসেজিং অ্যাপের অপব্যবহার রুখতেই বদ্ধপরিকর সংস্থা। তাই তারা ওই ধরনের নির্দেশিকা অমান্যকারী অ্যাকাউন্টের ওপর চালায় নজরদারি। নিজস্ব টুলস ও টেকনিক ব্যবহার করে সনাক্ত করা হয়ে তাদের। আর তার পরেই সেই অ্যাকাউন্টগুলির ওপর পড়ে কোপ।
অপব্যবহার রোখা এবং অবাঞ্ছিত মেসেজ পাঠানোর জন্যই এহেন সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। তাছাড়া হোয়াটসঅ্যাপ-সহ একাধিক সোস্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনের তরফে ব্যবহারকারীর নিরাপত্তা অক্ষুন্ন রাখার প্রতিশ্রুতি দেওয়া হয় সবসময়। যদিও এই নিয়ে মতপার্থক্য রয়েছে। তবে প্রাথমিকভাবে জানা গেছে, ব্যাপক পরিমাণে অবাঞ্ছিত ও ক্ষতিকারক মেসেজ আদানপ্রদানের জেরেই এমন সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ। ভারতেরই ২.২০৯ মিলিয়ন, অর্থাৎ ২২ লক্ষ ৯ হাজার অ্যাকাউন্ট বন্ধ হল এবার। তাই আপনিও যদি এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত হন, তাহলে এখনই সাবধান হোন। হোয়াটসঅ্যাপের নজরদারি এড়ানো মুশকিল।