Breaking Bharat: প্রথমে হয়তো মনে হব, এ কোনও কাল্পনিক কাণ্ড (fiction is now a reality)। এই সৌরজগতের মধ্যেই রয়েছে পৃথিবীর মতো একটা জগৎ । যদিও দেখতে পৃথিবীর মতো হলেও এই ভূখণ্ডের সঙ্গে বিস্তর ফারাক রয়েছে সেটির। তবুও পৃথিবীর মতো আস্ত একটা জগৎ? (Another world in the solar system) আর তা দেখে অবাক বলে গেছেন খোদ বিজ্ঞানীরাই।
পৃথিবীর আবহাওয়া যেভাবে পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত, (Earth’s climate changes) তাতে অদুর ভবিষতে আমরা কোথায় গিয়ে দাঁড়াব, সে প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানীরা মরিয়া। ভবিষ্যতে বসবাসযোগ্য পৃথিবীর মত স্থান খুঁজে পাওয়া কি সামান্য কথা? সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ শনি। আর এই শনির উপগ্রহ টাইটানেই রয়েছে পৃথিবীর সমতুল্য বাসযোগ্য পরিবেশ (Living environment equivalent to Earth), এমনটাই জানাচ্ছেন বিজ্ঞানীরা।
শনি গ্রহকে নিয়ে জ্যোতির্বিজ্ঞানীদের উৎসাহের শেষ নেই। কেবল জ্যোতির্বিজ্ঞানীরাই নন, যে কোনও মহাকাশপ্রেমীরই দুর্বলতা রয়েছে এই গ্রহটিকে নিয়ে। এবং তার অন্যতম কারণ এর রাজকীয় বলয়। যার ভিতরে পাক খাচ্ছে শনির ৮২টি উপগ্রহ। আর এই ৮২টি উপগ্রহের মধ্য বিশেষ এক উপগ্রহের নাম টাইটান।
পৃথিবীতে আসছে প্রলয়? ভুলের মাশুল দিতে এবার প্রলয়ের সম্মুখীন হতে হবে পৃথিবীকে? কি বলছে নাসা?
নাসা জানাচ্ছে, বৃষ্টি, নদী, হ্রদ এবং সমুদ্র-সহ গ্রহ হিসাবে সৌরজগতে পৃথিবীই একমাত্র নয়,শনির উপগ্রহ টাইটানেও সেগুলি রয়েছে। শুধু জলই নয়, উপস্থিতি রয়েছে তরল মিথেন এবং ইথেনের। এই পৃথিবীর মতোই টাইটানের পৃষ্ঠের নীচে গভীর তরল জলের একটি মহাসাগর লুকিয়ে আছে।
আরও জানা যাচ্ছে পৃথিবীতে টিলার গঠনে প্রধানত সিলিকেট শিলা ও খনিজের ভূমিকা থাকে। সময়ের সঙ্গেই সেই শিলা ক্ষয়ে যেতে থাকে। একসময় চাপ, তাপে সেই পলি পাথরে পরিণত হয়। টাইটানেও একই প্রক্রিয়া দেখা যায়, এমনটাই দাবি বিজ্ঞানীদের। ফলে দূর থেকে দেখলে পৃথিবীর বহিরাবরণের সঙ্গে মিল দেখতে পাওয়া যায় টাইটানের।
কোটি,কোটি বছর আগে পৃথিবীতে দাপিয়ে বেড়াত বিশালাকার এই প্রানীটি।
সম্প্রতি ‘জিওফিজিক্যাল রিসার্চ লেটার্স’ নামের এক জার্নালে প্রকাশিত হয়েছে একটি গবেষণাপত্র। সেই গবেষণাপত্রেই উঠে এসেছে টাইটান সম্পর্কে অনেক অজানা তথ্য। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক ম্যাথিউ ল্যাপোত্রের নেতৃত্বে এক গবেষক দল টাইটানের বুকে শুষ্ক নদী, জলাশয় ও সমুদ্র খুঁজে পেয়েছেন।
আরো খবর পড়ুন–
- জীবনে ভাত আর বিরিয়ানির তফাৎটা বোঝেন? প্রয়োজন আর বিলাসিতা কে এভাবেই ব্যাখ্যা করা যায় না কি?
- সংসারে থেকে বিবেক বৈরাগ্য সম্পর্কে কোন ধারণা পোষণ করেন কি?
- কোথায় কখন কেমন পোশাক পরবেন এই নিয়ে কনফিউজ থাকেন? ঘাবড়াবেন না চোখ রাখুন এই প্রতিবেদনে
- বাবা মায়ের দ্বিতীয় বিয়ে কেন মেনে নিতে পারেন না বেশিরভাগ সন্তান?
- আপনি কি মেয়েদের সঙ্গে কথা বলতে ভয় পান? বিপরীত লিঙ্গের সঙ্গে আলাপ জমাতে লজ্জা লাগে?