Breaking Bharat: বেলা বোসকে ফোন করে চাকরি পাবার খবর দেওয়া যুবকটিকে মনে পড়ে? শুধু কথায় বা গানে কেন, সেই রকম যুবক ভুরি ভুরি ছড়িয়ে আছে চারপাশে। একটু খুঁজলেই তাদেরকে দেখতে আর চিনতে পারা যায়। বেকার হওয়ার কত যে জ্বালা সেটা সাকার মানুষ কখনোই বুঝবেন না।
লোকজনের ব্যঙ্গ, অযাচিত উপদেশ আর একের পর এক সিগারেটের ছাই এর সাথে নিজেকে প্রতিমুহূর্তে নিঃশেষিত করা। এই সবকিছুর কম্বিনেশন প্যাক বেকার যুবক। অবশ্য যুবতীরাও বেকার হন, তবে মেয়ে মাত্রই যে পরের ধন। তাই চিরাচরিত ধারণা মেয়ে চাকরি বাকরি না করলে একটা বিয়ে দিয়ে দেব।তবে ছেলেদের ক্ষেত্রে এটা সহজ হয় না।
বেকারত্ব : জীবনের জন্য মহামূল্যবান শিক্ষা দিয়ে গেছে:
আপনি কি বেকার (Are you unemployed)? তাহলে জীবনের মূল্য আপনার থেকে বেশি বোধহয় কেউ বোঝেনা। অন্ধকার যেমন বুঝিয়ে দেয় আলোর গুরুত্ব, তেমনি জীবনে স্বাবলম্বী হওয়া যে কতটা প্রয়োজন সেই শিক্ষা দিয়ে যায় বেকারত্ব। সঠিক মানুষ আর কাছের বন্ধু – এদের আসল পরিচয় পাওয়া যায়, যখন আপনার কাছে তাদের দেবার মতো কিছু থাকেনা। সেই সময় তারা কতটা পাশে অথবা ভালোবেসে আপনাকে উৎসাহ দেয় ? বা ধরুন চেষ্টা করে আপনার জন্য?
বেকারত্ব মানে হতাশা যন্ত্রণা মুখ বুজে সহ্য করে নেওয়া (Unemployment means the pain of despair), যেন এই বিশাল পৃথিবীর বুকে একমাত্র অপরাধী, যার নিজের কথা টুকু বলার কোনও সুযোগ নেই।
বেকারত্ব প্রচুর শিক্ষা দেয় বুঝিয়ে দেয় নিজের যোগ্যতা:
বেকারত্ব প্রচুর শিক্ষা দেয় (Unemployment teaches a lot), বুঝিয়ে দেয় নিজের যোগ্যতা, দক্ষতা, শিক্ষা-সংস্কৃতি কোনটাই কোনও মূল্য পায় না যতক্ষণ না নিজেকে স্বাবলম্বী করা যায় উপার্জন করা যায়।
প্রেমিক বা প্রেমিকা বিশেষ করে কিছুটা বোঝে আর অনেক বেশি অবুঝ হন তার পার্শ্ববর্তী মানুষেরা। অনেকটা বেলা বোসকে মনে করায় এই সময়। বেশিরভাগ ক্ষেত্রেই প্রেম টেকে না। প্রতিদিন তো আর হাওয়া খেয়ে সময় কাটানো যায় না আর এর ওর থেকে টাকা চেয়ে কতক্ষণই বা প্রেমিকাকে তুষ্ট রাখা যায়,যদি নিজের পকেটের একটা সঠিক রোজগার না থাকে?
বেকারত্বের ট্যাগলাইন নিজের স্ট্যাটাস থেকে মুছে ফেলে দেয়:
জীবনের চাকরি করা ব্যবসা করা বা নিজে উপার্জন করে, বেকারত্বের ট্যাগলাইন (Unemployment tagline) নিজের স্ট্যাটাস থেকে মুছে ফেলে দিয়ে, সাকার হওয়ার আত্মগর্বে বলীয়ান না হওয়া যাচ্ছে ততদিন দুর্ভোগের শেষ নেই। ধরুন কোনও অনুষ্ঠানে এমন কোনও বিষয় নিয়ে কথা হচ্ছে যে ব্যাপারে আপনি জানেন,কিন্তু ওই যে আপনার জ্ঞান কে প্রাধান্য দেওয়া হবে না কারণ আপনার পরিচয় হ্যাশট্যাগ বেকার (The time of unemployment)।
আরো পড়ুন- Teaching Tuition : টিউশনি পড়াতে গিয়ে শিক্ষক-শিক্ষিকাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয়?
আরো পড়ুন- ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় – ঠিক কখন মনে হয়? Breaking Bharat
তখন আপনি যাই বলুন না কেন, আপনি অযোগ্য , অপদার্থ, কোনও কাজের নন- এই বলেই আপনার পরিচিতি প্রকাশিত হবে সমাজে। অনুষ্ঠান বাড়িতে নিজেকে গুটিয়ে রাখতে হবে, অপমান সহ্য করার শক্তি অর্জন করতে হবে, ব্যঙ্গ বিদ্রুপ হজম করার কৌশল রপ্ত করতে হবে,তবে না আপনি বেকার। তারপর একদিন উপার্জন করতে পারবেন যখন দেখবেন চারপাশটা হঠাৎ করে কেমন বদলে গেছে।
আরো পড়ুন- আপনার জীবনের সেরা সময় বা সেরা মুহূর্ত কোনটা? নাকি বুঝতেই পারছেন না?
যারা সরে গেছিলেন দৌড়ে তারাই এসেছেন। প্রকৃতির না হলেও এটাই হয়তো জীবনের নিয়ম। তবে নিঃসন্দেহে জীবনের প্রতিটা পর্যায়গত বেকারত্বের সময়টাও আপনাকে অনেক মূল্যবান শিক্ষা দিয়ে যাবে। আপনি নিজেকে আর নিজের বলে দাবি করা মানুষদের চিনতে শিখবেন।