Breaking Bharat : বেশ কয়েকবছর ধরেই দেশবাসীর স্বার্থে নতুন নতুন আকর্ষণীয় বিমা প্রকল্প চালু করেছে কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে পরিচিত সুরক্ষা বিমা যোজনা তার মধ্যে অন্যতম। যে যোজনায় বছরে মাত্র ১২ টাকা অর্থাৎ মাস পিছু মাত্র ১ টাকা দিলেই ভারতীয় নাগরিকরা এই বিমার সুবিধা পেতে পারেন। এই বিমা যোজনায় নাম নথিভুক্ত করলে দুর্ঘটনার কবলে পড়লে প্রায় ২ লক্ষ টাকার সুবিধা পাবেন গ্রাহকরা, এমনটাই বলা হয়েছে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনায় বা পিএমএসবিওয়াই-এ (Pradhan Mantri Suraksha Bima Yojana)।
গত প্রায় দেড় বছর ধরে করোনা পরিস্থিতি গোটা বিশ্ববাসীর কাছে আতঙ্কের নাম। কোভিড পরিস্থিতি আমাদের সবাইকেই চোখে আঙুল দিয়ে জীবনের অনিশ্চয়তা দেখিয়েছে। বিশেষত সাধারণ মানুষের অবস্থা যে চরম সঙ্কটে, তা আর নতুন করে বলার প্রয়োজন পড়ে না। তাছাড়া দুর্ঘটনা তো আর বলেকয়ে আসে না! তাই যেকোনও পরিস্থিতিতেই সমস্যা মোকাবিলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হয়। আর তার জন্যই দলমতধর্ম নির্বিশেষে প্রত্যেক নাগরিককে বিভিন্ন ধরনের বিমার আওতায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
আরো পড়ুন- Poet Bidyut Bhowmick : কবি বিদ্যুৎ ভৌমিক এর কলমে দুটি আন্তর্জাতিক মানের কবিতা
কিন্তু অনেকক্ষেত্রেই দেখা যায়, বিমার সুবিধা পেতে যে পরিমাণ টাকা বিনিয়োগ করতে হয়, তা সাধারণ দিন আনা দিন খাওয়া মানুষের পক্ষে সামলানো মুশকিল হয়ে পড়ে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা কিছুটা হলেও স্বস্তিতে রাখবে সাধারণ নাগরিককে। কারণ এখানে যে টাকা বিনিয়োগ করতে হয়, তা খুবই সামান্য। মাসে মাত্র ১ টাকা করে জমা করলেই পাওয়া যাবে এই সুবিধা। বছরে ১২ টাকা জমা করে প্রায় ২ লক্ষ টাকার দুর্ঘটনাজনিত বিমার সুবিধা পেতে পারেন নাগরিকরা।
বছর পিছু মাত্র ১২ টাকায় দু’লক্ষ টাকার জীবন বীমা কভারেজ (Life insurance coverage of two lakh rupees for only 12 rupees per year)। এই যোজনার ক্ষেত্রে গ্রাহককে মে মাসের শেষে প্রিমিয়ামের টাকা জমা দিতে হয়। তবে এই টাকা জমা করতে আপনাকে ব্যাঙ্কে ছুটতে হবে না। পিএমএসবিওয়াই যোজনায় (Pradhan Mantri Suraksha Bima Yojana) বলা হয়েছে, গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সরাসরি সংযুক্ত থাকবে বিমাটি।
ফলে প্রতি বছরের মে মাসে আপনার অ্যাকাউন্ট থেকেই কেটে নেওয়া হবে ওই নির্ধারিত প্রিমিয়াম। এক্ষেত্রে শুধু খেয়াল রাখতে হবে, যেন ব্যাঙ্ক অ্যাকাউন্টটি যেন বন্ধ না হয়ে যায়। অনেকেই ন্যূনতম ব্যালেন্স অ্যাকাউন্টে রাখতে পারেন না বলে সাময়িক স্থগিতাদেশের মুখে পড়েন। তাই প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার সুবিধা পেতে গেলে ব্যাংক অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখার বিষয়টি নজরে থাকা জরুরি।
আরো পড়ুন- Bidyut Bhowmick : কবি বিদ্যুৎ ভৌমিক এর কাব্যগ্রন্থ ” কথা না রাখার কথা”- র সত্যাসত্য আলোচনা
১৮ থেকে ৭০ বছরের মধ্যে যেকোনও ভারতীয় নাগরিকই প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার (Pradhan Mantri Suraksha Bima Yojana) সুবিধা পেতে পারেন। আর একটি শর্ত হিসেবে এই যোজনায় বলা হয়েছে, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড সংযুক্ত করে রাখতে হবে গ্রাহককে। জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রেও এই সুবিধা পাবেন গ্রাহকরা। আর দুর্ঘটনাজনিত কারণে ২ লক্ষ টাকার বিমা কভারেজ পেয়ে যান। তাই দেরি না করে মাত্র ১২ টাকায় নিজের এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখুন!