The Secret of women’s Beauty: মহিলারা কেন নিজের মুখে সৌন্দর্যের রহস্য স্বীকার করতে চান না জানেন? নারীর রূপ তার অহংকার কিন্তু সেই রূপের সিক্রেট কী? এটা খুব একটা মহিলারা সকলের সামনে প্রকাশ করতে চান না। কিন্তু কেন?
নারী চরিত্র বোঝা খুব একটা সহজ নয়। তবে তো ঠিক পুরুষ এবং নারী দুই মিলে এই পৃথিবীটাকে সুন্দর করে রেখেছে। একজন নারী মানে তার যেমন কর্মগত পরিচয় ঠিক তেমনি বিধাতার আশীর্বাদে তার সৌন্দর্যগত পরিচয়ও একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। কিন্তু দেখুন মহিলারা তাদের সৌন্দর্যের রহস্য কী সেটা খুব একটা শেয়ার করতে বা ফাঁস করতে চান না। কেন বলুন তো?
মহিলারাদের সৌন্দর্যের রহস্য:
নারী এবং পুরুষ দুই মিলে সমাজ তৈরি হয়েছে সেখানে একই অন্যের প্রতি আকর্ষণ থাকাটা খুব স্বাভাবিক একটা ঘটনা। কিন্তু এটা ঠিক যে নারীর প্রতি পুরুষ দুর্বল হলেও বারবার নারিকে নিয়ে নানা সমালোচনা হয়েছে এই পুরুষ শাসিত সমাজের।
নারীর রূপ তার অহংকার কিন্তু সেই রূপের সিক্রেট কী এইটা খুব একটা মহিলারা সকলের সামনে প্রকাশ করতে চান না। অনেকে বলেন মহিলারা যদি কাউকে খুন করে ফেলেন হয়তো সে কথাটাও আত্মসমর্পণ করে বা সকলে জিজ্ঞাসা তিনি জানিয়ে দিতে পারবেন অথচ কী ভাবে বা কোন পদ্ধতিতে তিনি এত সুন্দরী হয়ে উঠেছেন সেটা তিনি কাউকে জানাবেন না।
এটা পজিটিভ দিক না নেগেটিভ দিক সেটা আমাদের আলোচ্য বিষয় নয় তবে মূল ব্যাপারটা হল যে আজকালকার দিনে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বিজ্ঞান প্রযুক্তি অনেক উন্নত হয়েছে। সেক্ষেত্রে যারা beauty treatment করিয়ে থাকেন তারা কিন্তু নানা ধরনের থেরাপি ব্যবহার করেন এই সৌন্দর্যকে বজায় রাখার জন্য।
যদিও ‘মেয়েদের সৌন্দর্যের আসল রহস্য‘ সকলের সামনে উদঘাটিত হয় না। বাইরের রূপ নিয়ে অত বেশি মাতামাতি না করাটাই ভালো। আসলেই নারীর আসল সৌন্দর্য তার অন্তর।
মেয়েরা মেয়েদের বেশি হিংসা করে?
ওরে কি বলেন! মেয়েরা মেয়েদের বেশি হিংসা করে, আর প্রতিটা মেয়ে নিজেকে সুন্দরী দেখতে আর দেখাতে অবশ্যই চায়। সেক্ষেত্রে একজনের বিউটি সিক্রেট যদি অন্যজনের কাছে চলে যায় সেক্ষেত্রে তার কি আকর্ষণ কমে যাবে এই একটা অনিশ্চয়তা কাজ করে বলে অনেকে মনে করেন।
আরো পড়ুন – দিল্লির হেড কনস্টেবল কী ভাবে সাফল্য পেলেন? কী তার নাম, কীভাবে বদলালো জীবন?
যদি এটা সম্পূর্ণটাই যে যার নিজস্ব ব্যাপার এতে কারোর হস্তক্ষেপ করা উচিত নয়। এটাও ঠিক যে বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করেও অনেক সময় সেজেগুজে সুন্দরী হওয়া যায়। তবে স্বাস্থ্যের ক্ষেত্রে তার গভীর প্রভাব পড়ে।
আরো পড়ুন – কেন ভেঙেছিল জব উই মেট জুটি? করিনা কে নিয়ে কী বলছেন শাহিদ?
আসলে মেয়েরা বরাবরই একটা নিশ্চয়তা খোঁজে এবং সেই নিশ্চয়তাকে খুঁজতে গিয়ে সে নিজেকে অন্যদের থেকে স্পেশাল করে তুলতে চায় সমাজের কাছে। রূপ যদি তার অস্ত্র হয় তাহলে তাতেই ঘায়েল করতে হবে সকলকে।
এমন ভাবনা থেকেই অন্য মেয়ের থেকে নিজেকে আলাদা করতে প্রস্তুতি শুরু করে দেয় একটা মেয়ে। সেখান থেকেই নানা রকম ভাবে একের পর এক স্বার্থপরতা বা কোনও কথা লুকিয়ে যাওয়া এইসব ভাবনা চিন্তা হয়।
আরো পড়ুন – সোনার আংটি সহজেই ভাগ্য বদলে দিতে পারে কি? সোনা, সকলের সহ্য হয় না, জানেন তো?
আসলে সৌন্দর্য যে যার মনের মধ্যে থাকে আর সেটা শিক্ষা আদর্শ সংস্কৃতির মধ্য দিয়ে তৈরি হয় ছোটবেলা থেকে। মনে রাখবেন বাংলা প্রবাদই বলে ‘উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, যিনি মধ্যম তিনি চলেন তফাতে’ । এটা কর্মগত যোগ্যতা হোক বা সৌন্দর্যের বৈশিষ্ট্য সব ক্ষেত্রেই প্রযোজ্য।