The secret of buying a white car: গাড়ির রং সাদা! এই সাদা রঙের ‘চার চাকা গাড়ি’ কেনার পেছনের রহস্যটা কি? গাড়ি কেনার সাইকোলজি জানলে অবাক হবেন! বড় হয়ে গাড়ি চালাবার শখ সবারই থাকে। কিন্তু যখন এই গাড়ি কেনার কথা ওঠে তখন চার চাকার ক্ষেত্রে সাদা রঙ পছন্দ করেন কেন?
আপনি হয়তো রাস্তাঘাটে চোখ মেলে তাকালেই বুঝতে পারবেন ভারতবর্ষে সবথেকে বেশি কোন রঙের চার চাকা বিক্রি হয়। রাস্তা দিয়ে হাঁটলে অধিকাংশ গাড়ির রং দেখবেন সাদা। পরিসংখ্যান বলছে এই দেশের সবথেকে বেশি সাদা রঙের গাড়ি বিক্রি হয়।
সাদা রংয়ের গাড়ি কেনার রহস্য:
মানে যদি দিনে দুটো গাড়ি বিক্রি হয় উদাহরণ হিসেবে, তাহলে বলা যায় যে তার মধ্যে একটি গাড়ির রং সাদা। বছরের পর বছর ধরে এই সাদা রংয়ের গাড়ি কেনার পেছনের রহস্যটা কি? সেটাই জানার চেষ্টা আমাদের।
আসলে এটা মনে করা হয় যে ভারতীয়রা ঝলমলে রং এর পরিবর্তে একটু হালকা রঙ পছন্দ করেন। সেই কারণেই নাকি সাধারণটি অনেক বেশি নজর কাড়ে এবং সেই রঙের গাড়ি কিনতেই আগ্রহ বোধ করেন ভারতীয়রা। আমাদের আশেপাশে অনেকেই সাদা রং পছন্দ করেন।
গাড়ির রং পছন্দ করার ক্ষেত্রে বৈজ্ঞানিক যুক্তি কি?
আসলে কালো বা অন্য কোনো ডার্ক রঙের গাড়ি প্রচন্ড পরিমাণে তাপ শোষণ করে। এতে গরম অনুভূত হওয়ার সম্ভাবনা বেশি। সেই তুলনায় ‘সাদা রঙের গাড়ি অনেক ঠান্ডা থাকে’। তাই খুব স্বাভাবিকভাবেই এই রঙের প্রতি মানুষের প্রবণতা দেখা যায়।
সাধারণের গাড়ি একটু পুরনো হয়ে গেলেও সেকেন্ড হ্যান্ড হিসেবে বাজারে দ্রুত বিক্রি করা যায়। এই গাড়িকে রক্ষণাবেক্ষণ করতে খুব একটা বেশি খরচ হয় না কিন্তু রঙিন গাড়ি হলে যতটা ঝলমলে সেই গাড়ির রং হবে ততই বাজার মূল্য বাড়বে। এটা অবশ্য উত্তর ভারতে একটু আলাদা।
আরো পড়ুন – Pure EV ePluto: চলে এল সেভেন জি স্কুটার? নয়া স্কুটার লঞ্চ করল ‘পিউর ইভি’। সিঙ্গেল চার্জে 150 কিমি?
সেখানকার গ্রাহকরা অন্য রং পছন্দ করেন। আসলে একেক জন মানুষের একেক রকমের পছন্দ হওয়ার কারণে খুব স্বাভাবিকভাবেই নানা ধরনের বৈচিত্র আমাদের চোখে পড়ে। উত্তরের দিকে একটু ডার্ক রং লাল বা মেরুন গাড়ি বেশিরভাগ মানুষের পছন্দ। বিপণন সংস্থা বলছে ৬৬ শতাংশ বিক্রি হওয়া গাড়ির রং সাদা।
মহিলাদের পছন্দের গাড়ি কি?
তাহলে দক্ষিণ ভারতের দিকে এবার তাকানো যাক। এই অঞ্চলে মানে ভারতের দক্ষিণ প্রান্তে সাদা রঙের গাড়ির সংখ্যা তুলনামূলকভাবে অনেকটাই কম। মহিলারা সাদা রং নাকি পছন্দ করেন না। এবার বাড়ির মহিলাদের পছন্দের গাড়ি কিনতে গেলে তাদের কথার দিকে একটু নজর তো দিতেই হবে (Women’s favorite car)।
আরো পড়ুন – স্বাস্থ্য সাথী কার্ড-এ ক্যান্সারের চিকিৎসা কি সম্ভব? স্বাস্থ্য সাথী কার্ডে নয়া বদল আনল রাজ্য সরকার?
যদিও সমীক্ষা বলছে মহিলা গ্রাহকদের সাদা থেকে অন্য রঙের দিকে চোখ বেশি হওয়ায় ভারতে খুব দ্রুত সাদা রংয়ের চাহিদা ফুরোবে। এমনিতে ‘সাদা গাড়ি নাকি খুব তাড়াতাড়ি নোংরা’ হয়ে যায় (White cars get dirty very quickly)।
আসলে বাজারে মহিলাদের গাড়ি কেনার প্রবণতা বেড়েছে। আগে ১০০ জনের মধ্যে পাঁচ মহিলা গাড়ি কিনলে এখন প্রায় ১৪ থেকে ১৫ জন মহিলা গাড়ি কিনতে যান। এবার তাহলে ভেবে দেখুন কিভাবে গাড়ির রং পরিবর্তিত হয়ে চলেছে।
আরো পড়ুন – জমির সঙ্গে নিজের বাড়ি? তাহলে আপনার জন্য ‘নিজ গৃহ নিজ ভূমি’ প্রকল্প!
আপনি যদি গাড়ি কিনতে যান তাহলে ভেবে দেখুন ঠিকই কোন রঙের গাড়ি আপনার পছন্দ। সাদা যদি পছন্দ হয় তাহলে আগে থেকেই ঠিক করে রাখুন তা না হলে হাতের সময় আর বেশি নেই।