Breaking Bharat: অনুষ্ঠান ছিল? মেকআপ (Makeup) তুলতে ইচ্ছে করছে না ? জানেন কত বড় ক্ষতি করছেন? আলসেমির ঠেলায় কত বড় ক্ষতি করছেন বুঝতেও পারছেন না। তাহলে চলুন পার্টি বা অনুষ্ঠানের চড়া মেকআপ তোলার সঠিক পদ্ধতি ধাপে ধাপে জানিয়ে দিচ্ছি আপনাকে।
সাজগোজ ব্যাপারটা সঙ্গে নারী চরিত্রের একটা গভীর যোগাযোগ আছে। এটা আজ নতুন ছিল না এটা বরাবর ছিল। অনেকে তো ব্যঙ্গ করে বলেন মেয়েদের সাজগোজ মানে বিশাল ঝুঁকির এবং ঝক্কির একটা ব্যাপার। সব থেকে বড় কথা হল সময় নিয়ে সেজেগুজে রেডি হওয়া, এটা একটা ট্যালেন্ট বটে।
মেকআপ তোলার সময় স্কিনের দফারফা:
কিন্তু যতটা আগ্রহ মেজাজ আর এনার্জি নিয়ে রেডি হওয়া যায় মেকআপ করা যায়, ততটাই ক্লান্তি আর আলস্য লাগে মেকআপ তোলার সময়। অথচ এটাই সবথেকে গুরুত্বপূর্ণ কাজ, না হলে আপনার স্কিনের দফারফা। আজ এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলব আমরা যাতে আপনি বুঝবেন যে ‘মেকআপ তোলাটা’ শুধু নয় সঠিকভাবে তোলাটা কতটা দরকার।
আরো পড়ুন – একটা মেয়েকে বারবার ব্ল্যাকমেইল! তাহলে সেই মেয়ে কি করবে? এবার পাশে দাঁড়াল পুলিশ।
কোন অনুষ্ঠান হোক কিংবা বিশেষ কোনো দিন মেকআপ করে কোথাও গেলে, মেকআপ তুলে ফেলার কাজটা বাড়ি ফিরেই করতে হয়। এই সমস্যাটা ছেলেদের থেকে মেয়েদের বেশি। এক্ষেত্রে বলে রাখা ভালো আপনি যদি নৃত্যশিল্পী হন বা নিয়মিত স্টেজে অনুষ্ঠান করেন তাহলে কিন্তু পুরুষেরও মেকআপ তোলার প্রয়োজন আছে।
পার্টি বা অনুষ্ঠানের চড়া মেকআপ তোলার সঠিক পদ্ধতি:
চট করে এসে মুখে জলের ঝাপটা দেয়া আর সাবান দিয়ে মুখ ঘষে নেওয়া। তারপরই মুখ মুছে নিলেই মেকআপ উঠে যায় না। সবকিছুর একটা উপযুক্ত পদ্ধতি আছে সেটাকে মানতে হয়। তাহলে চলুন পার্টি বা অনুষ্ঠানের চড়া মেকআপ তোলার সঠিক পদ্ধতি ধাপে ধাপে জানিয়ে দিচ্ছি আপনাকে (The right way to remove makeup)।
আরো পড়ুন – বাচ্চা একদম কথা শুনছে না? একটু সাবধানে থাকুন! ‘বাচ্চার জেদ নিয়ন্ত্রণ’ করুন এখনই
সবার আগে হালকা করি তুলো দিয়ে মুখটা মুছে নিন। ইতি ওপরের ‘মেকআপের চড়া ভাব’ খানিকটা হালকা হবে। এবার মুখে বেশি করে জলের ঝাপটা দিন। এরপর ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে হবে। তারপর মেকআপ তোলার রিমুভিং লোশন তুলোতে নিয়ে মুখের উপর আলতো করে ঘষতে থাকুন।
আরো পড়ুন – Gift : প্রিয় মানুষকে ‘শুভ দিনে উপহার’ দিতে চায় মন ! কিন্তু কী ধরনের উপহার দেবেন ?
এক্ষেত্রে আই মেকআপ তোলার জন্য যদি আলাদা কোন লোশন না থাকে তাহলে সে ক্ষেত্রে পেট্রোলিয়াম জেলি দিয়ে কাজ চালাতে পারেন। এরপর আবার শুকনো তুলো দিয়ে মুখটা পরিষ্কার করুন। এরপর নিজের স্কিনের উপযোগী টোনার ব্যবহার করা অবশ্যই দরকার।
টোনার না থাকলে এর পরিবর্তে শসার রসে মধু মিশিয়েও ব্যাবহার করতে পারেন। এরপর আই ক্রিম ব্যবহার করতে হবে চোখের সঠিক যত্ন নেবার জন্য। ময়েশ্চারাইজার ব্যবহার করুন সবশেষে।
আসলে মনে রাখা দরকার আপনার ত্বকের উপর যখন রাসায়নিক পদার্থ ঘন্টার পর ঘন্টা লেগে থাকছে সেখান থেকে বিক্রিয়া হওয়া খুব স্বাভাবিক একটা ঘটনা। এবার সেটা কি আটকাতে গেলে একেবারে সঠিক পদ্ধতি ব্যবহার করে আপনাকে মেকআপ তুলতে হবে।
তা না হলে পরের দিন সকালে শুধুই যে মুখের বিভিন্ন জায়গায় ব্রণ বেরোবে তাই নয় ত্বক আস্তে আস্তে জেল্লা হারাতে থাকবে। তাই ত্বকের যত্ন নিন।