Breaking Bharat : Allu Arjun : মহেশবাবুকে পেছনে ফেলে একনম্বরে আল্লু অর্জুন! সেরা ১০ তারকার তালিকায়ও ‘পুষ্পা’ঝড়? দু’নম্বরে প্রভাস বলিউডও (Bollywood) যেন কিছুটা ফিকে পড়ে গেছে। গত কয়েকবছর ধরে দক্ষিণী তারকারা দেশবাসীর মনে আলাদাই জায়গা করে নিয়েছেন। তবে এবার লড়াই জমেছে দক্ষিণী সুপারস্টারদের মধ্যেই (South Indian superstars)।
মহেশবাবু আগাগোড়া অনেকটা এগিয়ে থাকলেও সাম্প্রতিক তালিকা অবাক করে দিয়েছে অনেককেই। কারণ মহেশবাবুকে পেছনে ফেলে এক নম্বরে জায়গা করে নিয়েছেন আল্লু অর্জুন (Allu Arjun)। বড়সড় টক্করে নাম রয়েছে প্রভাসেরও (Prabhas)। তবে কি সাউথ ইন্ডিয়ান সুপারস্টারদের মধ্যে আল্লু অর্জুনকেই দেখা যাবে তালিকার শীর্ষে (Allu Arjun tops the list of South Indian superstars)? যদিও মহেশবাবুর ভক্তরা অন্য কথা বলছেন।
ফেব্রুয়ারি মাসের ভিত্তিতে দক্ষিণের সেরা ১০ তারকার জনপ্রিয়তার একটি পরিসংখ্যান সম্প্রতি প্রকাশ করেছে Ormax মিডিয়া। এই রেটিং এজেন্সির সর্বশেষ প্রতিবেদনে উঠে আসা তথ্য নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে। আর তার প্রধান কারণ, তালিকার শীর্ষে থাকা নামটি। অরম্যাক্স মিডিয়ার পরিসংখ্যান অনুসারে এর আগে পর্যন্ত মহেশবাবু ছিলেন তালিকার শীর্ষে। দক্ষিণী সুপারস্টারদের মধ্যে তাঁর জনপ্রিয়তা আলাদা (The popularity of South indian super stars) করে বলার অপেক্ষা রাখে না।
তবে এবার সেই রেকর্ড ভেঙে তালিকার শীর্ষে জায়গা করে নিলেন আল্লু অর্জুন। এই র্যাংকিং দেখে সিনেমাপ্রেমীদের অধিকাংশই বলছেন, অরম্যাক্স মিডিয়ার রিপোর্টেও ‘পুষ্পা’ঝড়! সিনেমাপ্রেমীরা কেন একথা বলছেন?
আরো পড়ুন- Lung Cancer : সাবধান! কোন কোন উপসর্গ দিয়ে চিনবেন ফুসফুসে ক্যানসারের ঝুঁকি?
আসলে এর আগে মহেশবাবুই ছিলেন তালিকার শীর্ষে। কিন্তু গত একমাসের কিছু সময় বেশি ধরে এই পরিসংখ্যান ওলটপালট হতে শুরু করে বলেই অনুমান সমালোচকদের। এমনিতেই সোস্যাল মিডিয়া থেকে শুরু করে রিয়েল লাইফেও ‘পুষ্পা’ নিয়ে হইচই পড়ে গেছিল। সেই ধারা একেবারে যে দমেছে, তাও বলা যায় না। অনেকেই তাই মনে করছেন, ‘পুষ্পা’র (Pushpa:The Rise) অভাবনীয় জনপ্রিয়তাই আল্লুকে তালিকার শীর্ষে নিয়ে গেছে।
এদিকে এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন সুপারস্টার প্রভাস (South Indian superstar Prabhas)। এরপর স্থান হয়েছে মহেশ বাবুর। একনম্বর থেকে তিননম্বর নেমে আসার বিষয়টি যদিও ভালভাবে দেখছেন না মহেশবাবুর ভক্তরা। কেউ কেউ আবার বলছেন, মহেশবাবুকেই ফের দেখা যাবে দক্ষিণের সেরা ১০ সুপারস্টারের তালিকার শীর্ষে। এই তালিকার চার নম্বরে রয়েছেন তিনি পবন কল্যাণ। এদিকে জুনিয়র এনটিআর রাম চরণকে পেছনে ফেলেছেন। Ormax মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, রাম চরণের চেয়ে জুনিয়র এনটিআর-এর জনপ্রিয়তা বেড়েছে।
আরো পড়ুন- Smart & i phone : অ্যান্ড্রয়েড ফোনেই পাওয়া যাবে আইফোনের সুবিধা? আসছে নতুন এই ফিচার!
অভিনেতা রাম চরণ (Ram Charan) এই তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন। তালিকায় সপ্তম স্থানে রয়েছেন চলচ্চিত্র তারকা ননী। সম্প্রতি, তার আসন্ন ছবি দশরার দুর্দান্ত লুক প্রকাশিত হয়েছে। অষ্টম স্থানে রয়েছেন সুপারস্টার বিজয় দেবেরকোন্ডা। নবম স্থানে তারকা চিরঞ্জীবী। এছাড়া ১০ নম্বরে রয়েছেন রবি তেজা।