Breaking Bharat: টেলিপাড়ার মন খারাপ? বন্ধের মুখে এতগুলো জনপ্রিয় সিরিয়াল? টি আর পি কম হওয়ার কারণে বন্ধ হচ্ছে সিরিয়াল? কিন্তু জানেন কত সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে। আর সেই জায়গা নিতে কতটা সক্ষম হবে নতুনরা।
বিনোদন জগতের মানুষ সব সময় মধ্যবিত্তের ড্রয়িং রুমে বিশেষ জায়গা করে নেন। সেই কারণেই সিরিয়াল সিনেমা মানুষের বড্ড কাছের হয়ে যায় এবং সেটা সহজেই হয়। একটার পর একটা সিরিয়ালের প্রমো প্রমাণ করে দেয় জনপ্রিয়তা কতটা বাড়ছে।
প্রায় প্রতিদিন দেখবেন নতুন নতুন সিরিয়াল আসছে বলে আপনার কাছে বিজ্ঞাপন চলে আসে। সেটা টিভিতে বা ইউটিউব চ্যানেলে আপনি পেয়ে যাবেন। কিন্তু জানেন কত সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে। আর সেই জায়গা নিতে কতটা সক্ষম হবে নতুনরা।
টি আর পি কম হওয়ার কারণে বন্ধ হচ্ছে সিরিয়াল?
বাংলা সিরিয়ালের একের পর এক পট পরিবর্তন হয়েই চলেছে। তার মধ্যে মিঠাই শেষ, গোধূলি আলাপ শেষ। মানে শুটিং শেষ আর কয়েকদিনেই টেলিকাস্ট শেষ হয়ে যাবে। সেখানে স্টার জলসাতে অনেক সিরিয়ালের আপডেট এসে গেছে।
আরো পড়ুন – Kawasaki কোম্পানির বাইক পছন্দ করেন? এসে গেল 300cc-র সবচেয়ে শক্তিশালী স্পোর্টস বাইক!
মিঠাই -এর সেট ভেঙে ফেলা হয়েছে। আগামী ১১ জুন ওই ধারাবাহিকের শেষ এপিসোড সম্প্রচারিত হবে। মনোহরা ভেঙে গেছে। তাহলে কি শুধু টি আর পি কম হওয়ার কারণে বন্ধ হচ্ছে সিরিয়াল? গোধূলি আলাপের নাম উঠে এসেছে এই তালিকায়। অন্যদিকে মেয়েবেলা বন্ধ হবে বলে শোনা যাচ্ছে।
আরো পড়ুন – Hero HF Deluxe: হিরো ক্যানভাস ব্ল্যাক এডিশন মোটরসাইকেল এবার প্রকাশ্যে! কী চমক যুক্ত হল?
অবশ্য চ্যানেল কিছু বলেনি এটা নিয়ে। গাঁটছড়া ধারাবাহিককে অন্য স্লটে পাঠানো হচ্ছে। সেখানে আসছে তুঁতে। ফ্যাশন ডিজাইনারের গল্প এলেবারে বাঙালি মোড়কে। জগদ্ধাত্রীকে টেক্কা দেবে এই সিরিয়াল। লড়াই জি বাংলা বনাম জলসা।
আবার সান বাংলায় বিয়ের ফুল এবং রূপসাগরে মনের মানুষ নামের দু’টি নতুন সিরিয়াল শুরু হচ্ছে। মুকুট, ইচ্ছেপুতুল শেষ হচ্ছে। মেয়েবেলা শেষ হচ্ছে, সন্ধ্যাতারা আসছে। ১২ জুন থেকে জি বাংলার ফুলকিদেখা যাবে সাড়ে সাতটার স্লটে ।
আরো পড়ুন – অনেকটাই দাম কমল Redmi কোম্পানির বিভিন্ন ফোনের? জেনে নিন আকর্ষণীয় অফার
আপনি কি জানেন বেশ কিছু সিরিয়ালের সময় সীমা বাড়ছে। মানে আগে হতো সোমবার থেকে শুক্রবার তারপর বেড়ে হল শনিবার পর্যন্ত। এবার মনে করা হচ্ছে রবিবার পর্যন্ত হবে। অনুরাগের ছোঁয়া এবং হরগৌরী পাইস হোটেল সপ্তাহে রোজ দেখা যাবে। তবে TRP বেশি থাকলেও অনেক সিরিয়াল সরানো বা বন্ধ করা হচ্ছে কেন তা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে।