Katrina Kaif: ক্যাটরিনা কাইফের জীবনের নানাদিক! ক্যাটরিনার লাইফ স্ট্রাগলের কথা জানেন? বলিউডের শীলার জওয়ানির প্রশংসা নিশ্চয়ই করেছেন, তাই তো তিনি গ্ল্যামার জগতের অন্যতম তারকা ক্যাটরিনা কাইফ (the personal details of Katrina Kaif)।
হিন্দিটা ঠিক করে বলতে পারতেন না, প্রচুর সমালোচনা হয়েছে সেইসময়। ক্যাটরিনা কাইফ আদৌ অভিনয় করতে পারেন কিনা তা নিয়েও সমালোচনা হয়েছিল বিস্তর। প্রথম শট শেষ হতেই ক্যাটরিনাকে বের করে দেওয়া হয় স্টুডিও থেকে। ভেঙে পড়েছিলেন ক্যাটরিনা,মনে হয়েছিল ক্যারিয়ার বুঝি শেষ আর কিছু হবার নয়। আজ সেই ক্যাটরিনা কাইফের জীবন নিয়ে কথা বলবো (Biography Katrina Kaif)।
ক্যাটরিনা কাইফের জীবনের নানাদিক!
বিনোদন শুধুমাত্র একটা শব্দ নয়। এর অনেকগুলো দিক আছে অনেকগুলো প্রান্তর আছে যা সহজে বোঝা যায় না। আপাতদৃষ্টিতে বিনোদন জগতের সঙ্গে যুক্ত মানুষদের জীবনটা একেবারে ক্যামেরার ফ্লাশ লাইটের গ্ল্যামার এর মতো মনে হলেও, খুব কম মানুষই তাদের সত্যিকারের জীবনটা সম্পর্কে প্রকৃত তথ্য জানতে পারেন।
ব্যাপারটা বাইরে থেকে যতটা ঝা চকচকে, ভেতর থেকে ততটাই কঠিন। কিন্তু সেই কাঠিন্য সবার সামনে প্রকাশ করা যায় না। তা না হলে সেটা আবার নিউজ হয়ে যাবে। সারাক্ষণ একটা গোপনীয়তা বজায় রেখে মোড়কের মধ্যে থাকা খুব একটা সহজ কাজ নয়। আর গ্ল্যামার জগতের অন্যতম তারকা ক্যাটরিনা কাইফ। আজ তার জীবন নিয়ে কথা।
ক্যাটরিনার লাইফ স্ট্রাগলের কথা জানেন?
ঝকঝকে গ্ল্যামারাস নায়িকা, কিন্তু হিন্দিটা ঠিক করে বলতে পারেন না। ক্যারিয়ারের শুরুর দিক থেকেই এই কথাটা বারবার করে ক্যাটরিনাকে শুনতে হয়েছে। প্রচুর সমালোচনা হয়েছে তার কথাবার্তা বলা কিংবা তার অভিনয় দক্ষতা নিয়ে। প্রশ্ন উঠেছে তিনি আদৌ অভিনয় করতে পারেন কিনা তা নিয়ে।
সলমান খানের হাত ধরে উত্থান শুধু নয়, বলিউডের ভাইজানের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে জড়িয়ে পড়া নিয়েও কম জল্পনার বিতর্ক দানা বাঁধেনি। কিন্তু সবকিছু পেরিয়ে গিয়ে আজ তার সব থেকে বড় পরিচয় তিনি একজন সাকসেসফুল অভিনেত্রী।
আরো পড়ুন – বলিউড অভিনেতারা সিনেমা করার জন্য কত টাকা পান? এক নম্বর পারিশ্রমিক অভিনেতা কে?
আজ তার জীবনের অনেক অজানা কথা জানাবো আপনাদের। কথায় বলে প্রত্যাখ্যান না পেলে সঠিক কোন পদক্ষেপ জীবন গড়ার কাজে আসে না। বিষয়টিকে সমর্থন করেন ক্যাটরিনা। তাইতো এক সাক্ষাৎকারে এসে নিজের প্রত্যাখ্যাত হওয়ার কথা প্রকাশ্যে আনলেন।
ক্যাটরিনা কাইফের (katrina kaif) ছবি ‘ফোন ভূত’। মজাদার ভুতের চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিদ্ধান্ত চতুর্বেদী এবং ইশান খট্টর রয়েছেন সেই ছবিতে। তারই প্রচারে এসে ক্যাটরিনা নিজের কেরিয়ারের শুরুর দিকের কিছু অভিজ্ঞতা সংবাদ মাধ্যমের সঙ্গে শেয়ার করেছেন।
আরো পড়ুন – Front of laptop: দীর্ঘক্ষন ল্যাপটপের সামনে বসে কাজ করতে হয়? সাবধান!
নিজের প্রথম ছবিতেই একটা টেক দেওয়ার পরই কার্যত তার মুখের ওপর দরজা বন্ধ করে দেওয়ার মতো ঘটনাও ঘটেছিল। ভাবতে পারেন বর্তমানে একাধিক বিজ্ঞাপনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ক্যাটরিনা কাইফকে শুটিং ফ্লোর থেকে বের করে দেওয়া হয়েছিল । বলা হয়েছিল অভিনয় তার জন্য নয়।
অভিনেত্রী বলছেন ছবির নাম ‘শায়া’। পরিচালক অনুরাগ বসুর সেই ছবিতে জন আব্রাহাম ও তারা শর্মার শ্যুটিংয়ের কথা। প্রথম শট শেষ হতেই ক্যাটরিনাকে বের করে দেওয়া হয়। প্রথম দিনের শ্যুটিং নয়। ভেঙে পড়েছিলেন ক্যাটরিনা মনে হয়েছিল ক্যারিয়ার বুঝি শেষ আর কিছু হবার নয়।
আরো পড়ুন – টাইলস ছাড়া রান্নাঘর? তেল চিটচিটে রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে হিমসিম খাচ্ছেন?
নিজেই বলছেন প্রতিদিন বিছানায় শুয়ে শুয়ে কাঁদতে হতো তাকে। তবুও ধৈর্য হারান নি আর পরিশ্রমের উপর আস্থা রাখা ছাড়েননি। লড়াইটা চলছিল দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর চলতে চলতে অবশেষে সাফল্য এসে ধরা দিল।
এখন ক্যাটরিনা কাইফ নামটাই যথেষ্ট আর কোন পরিচয় এর প্রয়োজন হয় না। কথাটা বলতে দুটো বা চারটে লাইন লাগলেও ঘটনাগুলো ঘটতে জীবনের অনেকগুলো গুরুত্বপূর্ণ বছর কেটে যায়। সেই সময় দাঁতে দাঁত চেপে লড়াই করার মানসিকতা সবার থাকে না।
আরো পড়ুন – Menstrual cup: ঋতুস্রাবের সময় ‘মেনস্ট্রুয়াল কাপ’ মেয়েদের কেন পছন্দ ?
অথচ ক্যাটরিনা সেটা করতে পেরেছিলেন বলেই আজ তিনি সাফল্যের শীর্ষে। প্রফেশনাল জীবন হোক কিংবা বাস্তব জীবন দুটোকেই দারুন ভাবে মানিয়ে গুছিয়ে এগিয়ে চলেছেন ক্যাটরিনা। কাজ এবং ঘর দুটোই সামলাচ্ছেন নিজের বুদ্ধিমত্তার সাহায্যে।