Breaking Bharat: ভ্রমণ প্রেমী মানুষেরা সুযোগ পেলেই বেরিয়ে পড়েন এদিক ওদিক। পৃথিবীর একাধিক দুর্গম স্থানেও পৌঁছে যান তারা, এমন সব জায়গা যার কথা সাধারণ মানুষ কল্পনাও করতে পারেন না। কিন্তু হুট করে বেরিয়ে পড়লেন তো হল না, কারণ বিপদের ঝুঁকি আছে সর্বত্র। তাই আগে থেকেই যাচাই করে নেওয়া দরকার। আজ এমন কিছু দুর্গম বিপদজনক ঝুঁকিপূর্ণ জায়গার কথা বলব যেখানে পর্যটন প্রায় নিষিদ্ধ (Where tourism is still banned)।
আপনি কি ঘুরতে ভালোবাসেন? বিশ্বের সব থেকে বিপদজনক জায়গা চেনেন?
প্রতিবেদনের শুরুতে ভয় পেয়ে যাবেন না, প্রতিবেদনের শেষ পর্যন্ত পড়া অব্দি, দারুন রোমাঞ্চকর কিছু অনুভূতি লাভ করবেন আপনি । প্রথমেই বলব বঙ্গোপসাগরে অবস্থিত উত্তর সেন্টিনেল দ্বীপের কথা । বলা হয় এখানে কেউ ভ্রমণ করতে গেলে আর ফিরে আসার কোন সম্ভাবনা নেই। যদিও বা ফেরা সম্ভব হয় সে ক্ষেত্রে জীবিত অবস্থায় কেউই প্রায় ফেরেন না।
কিন্তু এমন ঘটনা কেন ঘটে বলুন তো ?
এর কারণ এখনকার আদিবাসী অধিবাসীরা। এরা পৃথিবী থেকে সম্পূর্ন বিচ্ছিন্ন। তাই স্বভাবতই বাইরের কেউ এই দ্বীপে এলে কিছু বলার আগেই সব শেষ। এখানকার সেন্টিনেলিজ আদিবাসীরা এতটাই হিংস্র আক্রমণাত্মক স্বভাবের যে কোনো মানুষকে তাদের দ্বীপের ত্রিসীমানায় ঘেঁষতে দেয় না। দেখা মাত্রই মেরে ফেলে এরা।
আরো পড়ুন- এই দেশে কোনদিন সাপ দেখা যায়নি,আজ নেই! কিন্তু এটা কী করে সম্ভব?
এরপর কি আপনি জানতে চান এই দ্বীপ কোথায়?
তাহলে উত্তর দিচ্ছি আমরা । উত্তর সেন্টিনেল দ্বীপ ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত (In the Andaman and Nicobar Islands of India)। পোর্ট ব্লেয়ার থেকে ৫০ কিলোমিটার পশ্চিমের এই ভয়ঙ্কর দ্বীপ।এই দ্বীপ সম্পর্কে বিশেষ তথ্য জানা নেই বিশ্বের কাছে।ভারত সরকারও অনেক চেষ্টা সত্ত্বেও এ দ্বীপ সম্পর্কে তেমন কিছু জানতে ব্যর্থ হয়েছে। অনুমান করা হয় আনুমানিক শ’চারেক আদিবাসী মানুষের বসবাস এই দ্বীপে (Indigenous people live on this island)। প্রায় ৬০ বর্গকিলোমিটারের বর্গাকার দ্বীপটির সুরক্ষার দায়িত্বে ভারতীয় নৌবাহিনী থাকলেও দ্বীপে প্রবেশ করার স্পর্ধা বা চেষ্টা করেন না কেউই। এমনকি এই দ্বীপের ৫ নটিক্যাল মাইলের মধ্যে চলে আসা দণ্ডনীয় অপরাধ।
আরো পড়ুন- নিজের আসল শত্রু বা মুখোশের আড়ালে থাকা মানুষটাকে চিনতে শিখুন! কিভাবে?
আরো পড়ুন- আপনার কি খুব রাগ হয় ? অল্পেতে ভীষণ রেগে যান? কিভাবে নিজের রাগকে নিয়ন্ত্রণ করবেন?
প্রায় কয়েক হাজার বছর ধরে সম্পূর্ণ জনবিচ্ছিন্ন এই দ্বীপ (This island is completely deserted)। কেউ কেউ তো মনে করেন এই দ্বীপে সেন্টিনেলিজরা আসলে হোমো সেপিয়েন্স কিনা। জারয়া গোষ্ঠি তো আছে আন্দামানে সেখানে তো এমন হিংস্রতা নেই। তাহলে ঐ দ্বীপে যারা থাকেন তারা নিয়ান্ডারথালের মতো কোনো মানবপ্রজাতির ডিএনএ নয় তো, এইরকমই নানা অদ্ভুত প্রশ্ন মানুষের মনের মধ্যে গেঁথে গেছে। এই দ্বীপে কোনও ভারতীয় আইন বলবৎ নেই।
আরো পড়ুন- সিঙ্গাপুর হয়ে উঠেছে বিত্তশালী! কিন্তু কীভাবে এই দেশটি এত উন্নত ও ধনী হলো?
আচ্ছা এখানকার জনজাতির খাদ্য কি জানেন ?
জানা যায়, এখানকার জলসীমায় হাঙ্গর, লুপ্তপ্রায় কাঁকড়া, কচ্ছপসহ বিভিন্ন সামুদ্রিক প্রাণীর অস্তিত্ব দেখা যায়। বুনো দাঁতাল ও বিভিন্ন প্রজাতির পাখি সেন্টিনেলিজদের খাদ্যের অন্যতম উৎস।