Breaking Bharat : এই মুহূর্তে গোটা বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দু একটাই: রাশিয়া ও ইউক্রেনের (Russia and Ukraine) মধ্যে তৈরি হওয়া যুদ্ধের পরিস্থিতি। আর সেই সূত্রেই বারবার উঠে আসছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নাম। তবে যুদ্ধের আবহে তাঁকে নিয়ে দুনিয়া জুড়ে চর্চা হলেও রাষ্ট্রনায়ক হিসেবে তাঁর উত্থান যেকোনও সিনেমাকে হার মানাবে। অভিনেতা থেকে রাতারাতি রাষ্ট্রপ্রধান পদে বসার কাহিনিই জেলেনস্কিকে বিশ্বরাজনীতির মঞ্চে বর্ণময় চরিত্র হিসেবে পরিচিত করে তুলেছে। কৌতুক অভিনেতা থেকে কীভাবে রাজনৈতিক মঞ্চে এলেন জেলেনস্কি?
আরো পড়ুন- Sukanya Samriddhi Yojana : মাত্র এক টাকা বিনিয়োগে করে আপনার কন্যাসন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিত করুন
এক ইহুদি পরিবারে জন্মগ্রহণ করা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (President of Ukraine Volodymyr Zelenskyy) ছিলেন কৌতুক অভিনেতা। যদিও পড়াশোনা তাঁর আইন নিয়ে। আইনজীবী হওয়ার আগ্রহ না থাকলেও আইন বিষয়ে কিয়েভ ন্যাশনাল ইকনমিক ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। আর তারপরই অভিনয় জগতে পা রাখেন জেলেনস্কি।
একটি টিভি শোয়ে তাঁর অভিনয় মন কাড়ে ইউক্রেনবাসীর (Ukrainian)। মূলত কৌতুক অভিনেতা হিসেবেই তাঁকে দেখা গিয়েছিল অভিনয় জীবনে। অভিনেতা হিসেবে গোটা দেশে নিজেকে পরিচিত করে তুলেছিলেন ‘সারভেন্ট অফ দ্য পিউপিল’ নামে একটি টেলিভিশন শোয়ের মাধ্যমে। সেখানেও তিনি ব্যঙ্গাত্মক দৃষ্টিভঙ্গিতে দেশেরই নানা সমস্যার কথা তুলে ধরেছিলেন বলেও সূত্রের খবর। কিন্তু কীভাবে এলেন রাজনীতিতে? তাও আবার দেশের প্রধানের আসনে কীভাবে পৌঁছলেন জেলেনস্কি?
আরো পড়ুন- Russia-Ukraine Conflict : রাশিয়া-ইউক্রেন বিবাদ !কোন কোন জিনিসের দাম বাড়তে পারে, কী বলছেন বিশেষজ্ঞরা?
এই কাহিনিও হয়তো অবাক করবে অনেককে। সংবাদসূত্রে জানা গেছে, রাজনীতির মঞ্চে সেরকম কোনও বড়সড় অভিজ্ঞতা ছিল না তাঁর। তবুও ২০১৪ সাল থেকে ধীরে ধীরে ইউক্রেনের রাজনৈতিক ময়দানে সক্রিয় হতে দেখা যায় জেলেনস্কিকে। ওই বছর ইউক্রেনের রুশপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকভিচ ক্ষমতাচ্যুত হয়েছিলেন। অন্যদিকে জেলেনস্কি রুশপন্থী ছিলেন না।
ভিক্টর ইয়ানুকভিচের ক্ষমতাচ্যুত হওয়ার পরই প্রেসিডেন্ট নির্বাচন পদের জন্য মনোনীত হয়েছিলেন তিনি। আর তাতেই বাজিমাত। বড়সড় মার্জিনে জয়লাভও করেন তিনি। জেলেনস্কি সেই ভোটে ৭৩ শতাংশেরও বেশি ভোট পেয়েছিলেন। যেখানে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী পোরোশেঙ্কো পেয়েছিলেন মাত্র ২৪ শতাংশ ভোট। সেই সময়ের ক্ষমতাসীন প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কোকে হারিয়ে ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জেলেনস্কি।
আরো পড়ুন- ভারত সরকারের দেওয়া ‘দ্রোণাচার্য’ অ্যাওয়ার্ড পেলেন বিখ্যাত সাঁতার প্রশিক্ষক
এভাবেই আচমকা ইউক্রেনের রাজনীতির আকাশে আবির্ভাব জেলেনস্কির (Volodymyr Zelenskyy)। তবে রুশপন্থী না হওয়ায় প্রেসিডেন্ট পদে থাকাকালীন বারবার রাশিয়ার সঙ্গে সঙ্ঘাতে জড়িয়ে পড়েন তিনি। সেই বিরোধ ক্রমেই জটিল পরিস্থিতির সৃষ্টি করে। বর্তমানে সেই পরিস্থিতি যুদ্ধের দিকে। যদিও রুশ আগ্রাসন রুখতে নাগরিকদেরও আহ্বান জানিয়েছেন তিনি। তবে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতাচ্যুত হওয়া কেবল সময়ের অপেক্ষা, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল।