Breaking Bharat: কোভিড পরিস্থিতি পুরোপুরি না কাটলেও একের পর এক সিনেমার অভাবনীয় ব্যবসায়িক সাফল্য। দক্ষিণী সিনেমা (south indian cinema) তো এই তালিকায় প্রথম দিকে আছেই। তবে পিছিয়ে নেই বলিউডও (bollywood)। অন্তত ‘দ্য কাশ্মীর ফাইলস’ (‘The Kashmir Files’) নিয়ে চর্চা তুঙ্গে। দর্শকদের মনে তো আলাদা জায়গা করে নিয়েছেই, পাশাপাশি আলোচনায় উঠে আসছে ব্যবসায়িক সাফল্যের নিরিখেও। কেউ কেউ তো সরাসরি বলছেন, যে হারে জনপ্রিয় হয়ে উঠছে ‘দ্য কাশ্মীর ফাইলস’, তাতে ১০০ কোটি টাকার গণ্ডি পেরোনো শুধু সময়ের অপেক্ষা। সত্যিই কি ১০০ কোটির ক্লাবে জায়গা পাবে ‘দ্য কাশ্মীর ফাইলস’?
একের পর এক সাউথ ইন্ডিয়ান সিনেমা যখন দর্শকদের মন কাড়ছে, বলিউডের ভূমিকা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন এই পরিস্থিতিতে। প্রশ্ন উঠছিল, বলিউড কি দমে গেল? দক্ষিণী সিনেমা ও বলিউড নিয়ে যখন কাটাছেঁড়া চলছে, ঠিক তখনই কাশ্মীরের ঘটনাকে কেন্দ্র করে সিনেমাপ্রেমীদের কাছে উপহার এল ‘দ্য কাশ্মীর ফাইলস’ (‘The Kashmir Files’ is a gift to movie lovers about the Kashmir incident.)।
কাশ্মীর (Kashmir) নিয়ে যে এর আগে বলিউডে সিনেমা হয়নি, তা নয়। তবে কাশ্মীরের বুকে হিন্দু পুরোহিতরা কীভাবে অত্যাচারিত হয়েছিলেন, তা হয়তো অনেকেই জানতেন না। সিনেমা নির্মাতাদের কথায়, এই সিনেমাটি সেই সত্যের আধারেই তৈরি হয়েছে।
তবে আদৌ সত্যনির্ভর সিনেমা কি না, তা বলবেন সমালোচকরা। কিন্তু নির্মাতাদের তরফে যে সত্যতার দাবি করা হয়েছে, সেই বিষয়ে কোনও দ্বিমত নেই। কাশ্মীরের এই গল্পই সিনেমার পর্দায় তুলে ধরেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Director Vivek Agnihotri has brought this story of Kashmir to the screen)। কম বাজেটের সিনেমা হওয়া সত্ত্বেও মন কেড়েছে বহু দর্শকের।
ব্যবসায়িক সাফল্যের কেন আশার আলো দেখছেন বিশেষজ্ঞরা? কারণ হিসেবে পরিসংখ্যানে চোখ রাখলেই সবটা পরিষ্কার হয়ে যাবে। সূত্রের খবর, সিঙ্গেল ডিজিটে ওপেন করার পর তৃতীয় দিনে দুর্দান্ত মুনাফা লাভ করেছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। সিনেমাটি মুক্তি পেয়েছে ১২ মার্চ। প্রথম দিনে 3.55 কোটি টাকা, শনিবার 8.50 কোটি টাকা, রবিবার 27.15 কোটি টাকা আয় করে ফেলেছে। ইতিমধ্যেই ভারতবর্ষের 561টি সিনেমা হল এবং 113টি বিদেশী স্ক্রিনে মুক্তি পেয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। তাই অনেকেই মনে করছেন, খুব শিগগিরই ১০০ কোটির ব্যবসা করে ফেলবে এই সিনেমাটি।
‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমাতে অভিনয় করেছেন অনুপম খের, পুনিথ ইসার, মিঠুন চক্রবর্তী এবং দর্শন কুমারের মতো তাবড় তাবড় অভিনেতারা। সিনেমাটির প্রশংসায় পঞ্চমুখ খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।