Breaking Bharat: আপনার হাসি নিয়ে অন্যদের হাসাহাসি? চিন্তা নেই, আপনি সঠিক পথে আছেন! কিন্তু অনেকে আবার হাসির কারণে বিপদে পড়েন, জানেন?
জীবনটা বড় অনিশ্চিতের। আজকে যে জীবন্ত কালকে সে সমাধির ভেতরে চলে যেতে পারে, হয়তোবা এক মুঠো ছাই হয়ে যেতে পারে। তাই প্রত্যেকটা মুহূর্তে জীবনকে সুন্দর করে বেঁচে নেওয়ার মধ্যেই রয়েছে এর সার্থকতা। আপনি যত হ্যাপি থাকবেন আর খুশি থাকবেন ততই আপনার হার্ট ভাল থাকবে। তাই হাসতে থাকুন এই কথা বারবার বলেন চিকিৎসকেরা। কিন্তু অনেকে আবার হাসির কারণে বিপদে পড়েন, জানেন (The importance of a healthy smile)?
হিন্দিতে একটা কথা আছে হাসি তো ফসি, এর মানে কেউ হাসলে বুঝতে হবে সে পটে গেছে। মানে ধরতে পারেন প্রেম ভালোবাসার কারণে এই ঘটনা সবথেকে বেশি করে ঘটে। এই যেমন কোনও মেয়েকে প্রপোজ করল সে যদি হেসে উত্তর দেয় এটার অর্থ তার সম্মতি আছে।
এইভাবেই ভাবনা চিন্তা চলতে থাকে। কিন্তু আপনি যদি প্রচণ্ড হাসেন তাহলে অনেকে আপনাকে পাগল ভাবতে পারে। সেক্ষেত্রে ঠিক কতটা অপমানিত হতে হবে আপনাকে এবং পরিবারকে সেটা হয়তো আপনি কল্পনাও করতে পারছেন না। আসলে যার সঙ্গে এই ঘটনা ঘটে একমাত্র সেই বোঝে।
কিন্তু ডাক্তাররা বলেন সারাক্ষণ হাসিখুশি থাকতে পারলে জীবন ভাল থাকে। দেখুন একজন মানুষ নিশ্চয়ই দুঃখে ভাল থাকতে পারেন না আর হাসিও আসে না। কিন্তু সেটা যদি করার ক্ষমতা কারোর থাকে তাহলে তিনি তো শ্রেষ্ঠ মানুষ। আর সুখের সময় হাসি খুশি থাকাটাই তো আমার আপনার আমাদের সবার একমাত্র উদ্দেশ্য তাই না?
কিছু মানুষ আছেন যারা কারণে বা অকারণে হাসতে পারে। এবার প্রশ্ন এটা তাদের মানসিক কোনও সমস্যা কিনা? যদি ধরুন এমনটাই হয়ে থাকে মানে ধরুন কারোর মানসিক সমস্যা হয়ে থাকে তাহলে তো সেটা তার এবং তার পরিবারের ব্যক্তিগত ব্যাপার। সেখানে আপনার মাথা গলানো বা হাসি ঠাট্টা করার কোনো জায়গা আছে কি?
এই পৃথিবী অনেক বড় প্রতিটা মানুষের অধিকার আছে নিজের মতো করে জীবন বাঁচার। সেক্ষেত্রে তিনি হেসে খেলে থাকবেন নাকি দুঃখে থাকবেন সেটা শুধুমাত্র তিনি নিজেই নির্ধারণ করতে পারেন, অন্য কেউ না। তাই অন্যের দোষ খুঁজতে গিয়ে নিজের জায়গা নষ্ট করবেন না। ঈশ্বর সবাইকে বিশেস বিশেষ কারণে পাঠিয়েছে এই বিশ্বে। অন্তত ধর্মে বিশ্বাসী মানুষ তেমনটাই মনে করেন।।তাহলে আপনি যদি কর্মে বিশ্বাসী মানুষ হন তবে না হয় নিজের কাজে মন দিলেন (Is smile good for health?)।
আরো পড়ুন – Project December AI: মৃত ব্যক্তিদের সঙ্গে কথা বলার সুযোগ! ‘প্রজেক্ট ডিসেম্বরের’ কথা জানলে চমকে উঠবেন
আজকের দিনে কৃত্রিম ভাবে হাসির পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। মানুষ টিকিট কেটে বা মাইনে দিয়ে সেইসব জায়গায় যাচ্ছে আর হাসার চেষ্টা করছে । অথচ বাড়িতে চারপাশে ছড়িয়ে থাকা ‘হাসির রসদ‘ কে নিয়ে জীবনে আনন্দে ভরিয়ে তুলতে পারছে না। মাথা কে ভাল রাখতে, হার্ট সুস্থ রাখতে নিয়ম করে প্রাণ খোলা হাসির কথা প্রেসক্রাইব করে দিচ্ছেন আজকালকার চিকিৎসকেরা।
আরো পড়ুন – বিয়ের মণ্ডপে বরের জুতো চুরি! কী কেলেঙ্কারি তাই না? তাহলে এটা নিয়ে এত উন্মাদনা কেন?
তাই কেউ যদি হাসতে ভালোবাসেন, প্রাণ ভরে বাঁচতে ভালবাসেন তাহলে সমালোচনার ভঙ্গিতে তাকে নিয়ে ‘হাসাহাসি করা‘ বন্ধ করুন। আর বরং নিজে দেখুন শুদ্ধ হাসিতে আপনার আর চারপাশের পরিবেশ ঝলমল করে তুলতে পারেন কিনা,সেটাই হল আসল কথা। মনে রাখবেন এইভাবে না চলতে পারলে ভবিষ্যতে হয়তো হাসির সিরাপ বা ট্যাবলেট খেতে হবে আমাদের। সেই দিন আসতে আর খুব একটা দেরি নেই।