Breaking Bharat: মগরাহাট পূর্ব মগরাহাট পশ্চিম বিধানসভার বাংলা পক্ষের যৌথ উদ্যোগে হিন্দি সাম্রাজ্যবাদী আগ্রাসনের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় আজ বেলা সাড়ে এগারোটায়।
সারাবাংলার বুকে ধীরে ধীরে যেভাবে হিন্দি আগ্রাসন বাদী ছেয়ে গেছে তা ধীরে ধীরে শিক্ষাব্যবস্থা, ব্যবসায়ী ব্যবস্থা,এবং স্বাস্থ্য ব্যবস্থার প্রভাব ফেলেছে যার ফেলেছে। যার ফলে বাঙ্গালীদের বহু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে (Bengalis are facing many problems)।
হাসপাতাল চত্বরে হিন্দি লেখা পোস্টারে (Posters written in Hindi) ছেয়ে গেছে। মগরাহাট হাসপাতাল চত্বর সম্পূর্ণ 100% বাঙালি অধ্যুষিত এলাকা। সেখানে কেন হিন্দিতে লেখা পোস্টার থাকবে যেখানে বাঙালি হিন্দি বোঝেনা পড়তেও পারে না।
প্রসঙ্গত তাত্ত্বিক দিক থেকে হিন্দি ভাষা টাকে বাঙালির উপর জোর করে চাপিয়ে দেয়া হচ্ছে (Hindi language is being forced on Bengalis)। এটাই বাঙালি ও বাংলা পক্ষের প্রতিবাদ। এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিল মগরাহাট পূর্ব ও পশ্চিমের বাংলা পক্ষের সৈনিকগণ।
উপস্থিত ছিলেন মগরাহাট পূর্ব পশ্চিম এর যৌথ বাংলা পক্ষের প্রধান উপদেষ্টা মাননীয় আবু তারিফ মণ্ডল মহাশয়। উপস্থিত ছিলেন মগরাহাট পূর্ব পশ্চিম এর যৌথ বাংলা পক্ষের সম্পাদক মাননীয় ইনজামুল হক মোল্লা মহাশয়, ছিলেন মগ্রহাট পূর্বভাগে বাংলা পক্ষের প্রধান উপদেষ্টা নূরুদ্দিন বেগ মহাশয়।ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বাংলা পক্ষ মগরাহাট রুরাল হাসপাতালের কর্তৃপক্ষকে এ বিষয়ে দরখাস্ত দিয়েছে।
এবং অবিলম্বে সেই হিন্দি পোস্টার গুলো যেগুলো সাধারণ মানুষের দিকনির্দেশ নির্দেশনা স্বাস্থ্যবিধি সম্পর্কিত বিষয়ে লেখা গুলো যেগুলো হিন্দিতে লেখা ছিল।
ফ্রি হিন্দি লেখাগুলো অবিলম্বে সরিয়ে বাংলায় লেখা প্রতিস্থাপন করবেন হাসপাতাল কর্তৃপক্ষ এই আশ্বাস দিয়েছে। বাংলা পক্ষ এই আশ্বাসে খুশি এবং পরিষেবা নিতে আসা রোগী ও জনগণ খুশি।