Breaking Bharat : প্রধানমন্ত্রী আবাসযোজনার (Pradhan Mantri Awas Yojana) সুবিধা পেতে যে অনেকক্ষেত্রে নানা সমস্যার মুখে পড়তে হয়, এমন অভিযোগ নতুন নয়। তাছাড়া পঞ্চায়েত বা পুরসভার লাইনে দাঁড়িয়ে অপেক্ষা সত্ত্বেও অনেকে বঞ্চিত হন এই যোজনা থেকে। এবার সেই সমস্যা থেকে মুক্ত। প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পেতে ঘরে বসে নিজের মোবাইল থেকেই সরাসরি আবেদন করতে পারেন।
খাদ্য-বস্ত্রের মতো প্রত্যেক নাগরিকের জন্য বাসস্থানের দিকটিও সুনিশ্চিত করা প্রয়োজন। আর সেই ভাবনা থেকেই প্রত্যেক ভারতীয়ের বাড়ির ছাদ যাতে পাকা হয়, সেদিকে বিশেষ নজর দিয়েছে কেন্দ্র। প্রধানমন্ত্রী আবাস যোজনার (pradhan mantri awas yojana) নামে নাগরিকদের সেই সুবিধা দিচ্ছে কেন্দ্র। পাকা বাড়ির জন্য দরিদ্র পরিবারকে আর্থিক সাহায্য করে সরকার। যদিও এই সুবিধা পেতে গেলে বহুক্ষেত্রেই নানা সমস্যার মুখে পড়তে হয় নাগরিকদের। নির্ভর করতে হয় স্থানীয় পঞ্চায়েত বা পুরসভার ওপর।
তাদের মুখ চেয়ে থেকেও শেষমেশ জোটে না নিজেদের প্রাপ্যটুকু। এবার সেই সমস্যা লাঘব হতে চলেছে। যোগ্য নাগরিকরা এবার সরাসরি আবেদন করতে পারেন প্রধানমন্ত্রীর এই যোজনার জন্য। সেক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ নথি থাকতে হবে আবেদনকারীর কাছে। তারপর নির্দেশিত পদ্ধতি মেনে আবেদন করলেই নাম নথিভুক্ত হবে প্রধানমন্ত্রী আবাস যোজনায়।
এক্ষেত্রে প্রথমেই হাতের নাগালে থাকতে হবে কয়েকটি দরকারি নথিপত্র। আইডি ও অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট থাকা বাঞ্ছনীয়। এছাড়াও ইকনমিকাল উইকার সেকশন সার্টিফিকেট, আইটি রিটার্ন সার্টিফিকেট, প্রপার্টি ভ্যালুয়েশন সার্টিফিকেট প্রয়োজন আবেদনের জন্য। সব ঠিক থাকলে এই যোজনার নিয়ম অনুসারে যে অর্থ আবেদনকারী পাবেন, তা ব্যাঙ্ক অ্যাকাউন্ট মারফত পাওয়া যাবে কেন্দ্রের তরফে। তার জন্য আবেদনের সময় ব্যাংক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে আবেদনকারীকে।
আরো পড়ুন- Narendra Modi : ডিপোজিট বিমা নিয়ে বড় সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
কীভাবে ঘরে বসেই আবেদন করবেন এই সুবিধা পেতে? প্রথমেই কেন্দ্র সরকারের ওয়েবসাইট https://pmaymis.gov.in/ যেতে হবে আবেদনকারীকে। এরপর যে ইন্টারফেস খুলবে, সেখানে ওপরের ‘মেনু’ বা ‘ক্যাটাগরি’ বারে ‘সিটিজেন অ্যাসেসমেন্ট’ নামে একটি অপশন থাকবে। সেখানে ক্লিক করলে ‘অনলাইন অ্যাপ্লাই’ নামে একটি অপশন পাওয়া যাবে।
আরো পড়ুন- Stop Spam call: বারবার স্প্যাম কল আসছে ? কী ব্যবস্থা নিয়েছেন? জানেন কারা করছে এই কাজ?
সেই অপশনে ক্লিক করেই আবেদন করতে হবে। যাঁদের বাড়ি শহরে, তাঁদের ক্ষেত্রে ‘ইন সিটু স্লাম রি-ডেভেলপমেন্ট’ বিকল্প এবং যাঁরা গ্রামে বসবাস করেন, তাঁরা নিজের জায়গায় বাড়ি বানাতে চাইলে ‘অ্যাফর্ডেবল হাউজিং ইন পার্টনারশিপ’ অপশন বেছে নিতে হবে। ‘অ্যাপ্লাই অনলাইন’-এ ক্লিক করলেই একটি ফর্ম দেখা যাবে, যেখানে আবেদনকারীর আধার কার্ড নম্বর সাবমিট করতে হবে।
আরো পড়ুন- Savings bank Account: ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খোলার সুবিধা কী?
আধার নম্বরের পাশেই যে বক্স দেখা যাবে, সেখানে টাইপ করতে হবে আবেদনকারীর নাম। এক্ষেত্রে মাথায় রাখতে হবে, নামের যে বানান আধার কার্ডে রয়েছে, সেই অনুসারেই যেন নিজের নাম টাইপ করেন আবেদনকারীরা। ভুলভ্রান্তি হলে এই যোজনার সুবিধা পেতে অসুবিধার মুখে পড়তে হতে পারে। নির্দেশিত নিয়ম অনুযায়ী ফর্মটি সম্পূর্ণ পূরণ করার পর একটি ক্যাপচা কোডের ছবি দেখা যাবে, সেই কোডটি হুবহু টাইপ করতে হবে ওই ছবির পাশের বক্সে।
আরো পড়ুন- Tea shop: বাঙালি মানেই আড্ডা,হুল্লোড়, তবে চায়ের দোকানে আড্ডা স্পেশাল, কেন জানেন?
তারপর করতে হবে সাবমিট। ফর্মটি ফিল আপের সময় সতর্ক থাকা প্রয়োজন। তবে আবেদনের ক্ষেত্রে একান্তই যদি ভুলভ্রান্তি হয়, সেক্ষেত্রে পরে সংশোধন করারও সুযোগ থাকবে। এমনকী, সঠিকভাবে পূরণের পর আবেদনপত্রের স্ট্যাটাসও চেক করতে পারবেন আবেদনকারীরা। স্বাভাবিকভাবেই এই পদ্ধতির জন্য কারও মুখাপেক্ষী হয়ে বসে থাকার প্রয়োজন নেই। নাগরিকরা চাইলেই কোনও ঝক্কি ছাড়া নিজের আবেদন নিজেই করে প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পেতে পারেন।