Breaking Bharat : টানা পাঁচ দিন ধরে চাকরির দাবিতে অনশন করা পরিবার গুলোর সাথে দেখা করলেন জেলা বিজেপি (Bjp ) নেতৃত্ব। দ্রুত প্রশাসন ব্যবস্থা নিক দাবি বিজেপি নেতৃত্বর। প্রতিশ্রুতি মত চাকরির দাবিতে ধর্না অনশনে বসেছে গত বুধবার থেকে ১৩ টি পরিবার। মালদার মানিকচক ব্লকের অন্তর্গত মথুরাপুর PHE দপ্তরের সামনে ধর্ণা অনশন চালাচ্ছে জমিদাতা পরিবারগুলি।
যতক্ষণ না প্রতিশ্রুতি মত চাকরির দেওয়া হচ্ছে ততক্ষণ চলবে এই ধরনা অনশন বলে জানাচ্ছেন জমিদাতা পরিবারগুলি। বেশ কয়েকজন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু হাল না ছেড়ে নিজেদের দাবিতে অনড় জমি দাতা পরিবারগুলি।
জানা গেছে,১৯৯৬ সালে মানিকচক জুড়ে পানীয় জলের সমস্যা দূর করতে তৎকালীন বামফ্রন্ট সরকার আর্সেনিকমুক্ত পানীয় জল প্রকল্প তৈরীর উদ্যোগ গ্রহণ করে। প্রকল্প বাস্তবায়িত করতে জমির জন্য প্রশাসন এলাকাবাসীর কাছে আবেদন করে। সেই সময় মথুরাপুর ধরমুটোলা এলাকার 13 টি পরিবার এগিয়ে আসে জমিদানের জন্য। জমিদারের প্রায় 40 বিঘা জমির উপর নির্মাণ করা হয় আর্সেনিকমুক্ত পানীয় জলের PHE এর দপ্তর।
আরো পড়ুন- Black spots under the eyes: চোখের তলায় কালো দাগ, তাহলে কি চোখে চোখে কথা হবে না?
সেই জমির বদলে তেরোটি পরিবারকে চাকরির আশ্বাস দিয়েছিল প্রশাসন বলে অভিযোগ। কিন্তু দীর্ঘ প্রায় 25 বছর পার করলেও সেই আশ্বাস পূরণ হয়নি। বারংবার প্রশাসনিক দপ্তরের চক্কর কেটেও জমি দাতা পরিবারের কেউই এখনো চাকরি পাননি বলে অভিযোগ। আর এই পরিস্থিতিতে গত ৮ তারিখ থেকে ধর্ণা অনশন কর্মসূচিতে বসে পড়েছেন জমিদাতা পরিবারের সদস্যরা।
আরো পড়ুন- কী বিড়ম্বনা! শেষমেশ আলোচনায় হাটে হাঁড়ি ভাঙা? এমন হাড়ি ভেঙেছেন কখনো?
আরো পড়ুন- Ants never sleep: আপনার ঘুম পেয়েছে ?কিন্তু জানেন কি পিঁপড়ের চোখে ঘুম নেই?
রবিবার বিকেলে অনশনকারী পরিবারগুলোর সাথে দেখা করতে আসেন জেলা বিজেপি নেতৃত্ব। ছিলেন জেলা বিজেপি সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল, জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা বিজেপি নেতা গৌড় চন্দ্র মন্ডল, মন্ডল বিজেপি সভাপতি বিশ্বজিৎ মন্ডল সহ জেলা বিজেপির অন্যান্য নেতৃত্বরা।অনশনকারী পরিবারগুলোর সাথে কথা বলেন। দ্রুত প্রশাসন ব্যবস্থা নিক এমনই দাবি করেন জেলা বিজেপি সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল।
আরো পড়ুন- Pain after period : পিরিয়ডের এর পরে সমস্যা বাড়ছে ,যন্ত্রণা কমছে না? কী করবেন?
তিনি জানান, এই 13 টি পরিবারের সর্বস্ব নিয়ে বঞ্চিত করে রাখা হয়েছে। তৃণমূল সরকারের কেউই পরিবারগুলোর সাথে দেখা করেননি। রাজ্য সরকারের ও জেলা প্রশাসনের কর্তাদের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি মানিকচক বিধানসভার তৃণমূল বিধায়িকা সাবিত্রী মিত্র এই পরিবারগুলোর জন্য কিছু করুক বলে দাবি তোলেন তিনি। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পরিবারগুলোর যে করুণ অবস্থার কথা পৌছাক তার নেতারা।