Breaking Bharat : মিডডে মিল (Mid-day Meal) নিয়েও রাজ্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে একাধিকবার সরব হতে দেখা গেছে গেরুয়া শিবিরকে। তবে স্কুলের ছাত্রছাত্রীদের খাবারে বরাদ্দ খরচের খুঁটিনাটি হিসেব নেওয়ার কথা এর আগে কখনও ঘোষণা করেনি কেন্দ্র। এবার সেই সংক্রান্ত ঘোষণা করল নরেন্দ্র মোদী সরকার (Narendra Modi Govt)। এবার থেকে মিডডে মিলের খাতে কেন্দ্র কত টাকা রাজ্য সরকারকে দিচ্ছে এবং তার ব্যয় কতটা হচ্ছে, সেসবের ওপর রীতিমতো নজরদারি চালাবে কেন্দ্রীয় সরকার।
স্কুল পড়ুয়াদের খাবারের জন্য মিড ডে মিল প্রকল্পে রাজ্য সরকার খরচ করে শতকরা ৪০ টাকা, বাকি ৬০ টাকা দেয় কেন্দ্র। তবে বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগ শোনা যায়, কেন্দ্রের বরাদ্দ সম্পূর্ণ অর্থ খরচ করে না রাজ্য। সূত্রের খবর, মিড ডে মিলের খাতে দেওয়া কেন্দ্রের অব্যবহৃত অর্থের এতদিন হিসেব নিত না কেন্দ্র। এবার সেই হিসেব তারা নেবে। এমনকী, হিসেবে গরমিল থাকলে পরবর্তী পদক্ষেপ কী হবে, সেই বিষয়েও জানানো হয়েছে কেন্দ্রের তরফে।
কেন মিড ডে মিল নিয়ে এত বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র?
মিডডে মিল সংক্রান্ত সেই ঘোষণায় জানানো হয়েছে, কেন্দ্র যে ৬০% অর্থ রাজ্যকে দেবে, তা এবার একটি বিশেষ অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া হবে। শিক্ষা দফতরের বক্তব্য, এর জন্য প্রথমে একটি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলা হবে। সেই অ্যাকাউন্টে বরাদ্দের ৬০% টাকা কেন্দ্র এবং রাজ্য দেবে ৪০% টাকা। বছরের শেষে তাদের দেওয়া মোট রাশি থেকে কতটাকা খরচ করা হয়েছে, সেই হিসেব দেখতে চাইবে কেন্দ্র।
আরো পড়ুন- Stop Spam call: বারবার স্প্যাম কল আসছে ? কী ব্যবস্থা নিয়েছেন? জানেন কারা করছে এই কাজ?
সেই হিসেবে যদি দেখা যায় কেন্দ্র যে টাকা দিয়েছিল, সেই সমস্ত রাশি খরচ না হয়ে থাকে অর্থাৎ কিছুমাত্রও অবশিষ্ট থাকে, তাহলে পরের বছরের বরাদ্দ অর্থ কমবে। সেক্ষেত্রে যত টাকা অবশিষ্ট থাকবে সেই রাশি বাদ দিয়ে ৬০%-এর বাকি অর্থ পাঠানো হবে। নতুন ঘোষণা অনুযায়ী একটি ব্যাংক এই প্রকল্পের নোডাল ব্যাংক হিসেবে কাজ করবে। রাজ্যের তহবিল তো থাকবেই, এছাড়াও জেলা, ব্লক এবং স্কুল স্তরে তহবিল কার্যকর করা হবে।
আরো পড়ুন- Savings bank Account: ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খোলার সুবিধা কী?
আরো পড়ুন- Tea shop: বাঙালি মানেই আড্ডা,হুল্লোড়, তবে চায়ের দোকানে আড্ডা স্পেশাল, কেন জানেন?
কেন মিড ডে মিল নিয়ে এত বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র? কেউ বলছেন, রাজ্য সরকারকে চাপে ফেলার জন্যই এই পদক্ষেপ করেছে নরেন্দ্র মোদী সরকার। কেউ আবার বলছেন, যেকোনও প্রকল্পেই স্বচ্ছতা থাকা প্রয়োজন। সেদিক থেকে একদম সঠিক পদক্ষেপ কেন্দ্রের। তবে বিশেষজ্ঞদের একাংশ দাবি করেছেন, মিডডে মিলের মতো এত বড় একটা প্রকল্পে যাতে একটা শৃঙ্খলা বজায় থাকে, সেই জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। তবে একথাও অস্বীকার করার উপায় নেই যে, মিডডে মিল নিয়ে দুর্নীতির যে অভিযোগ শোনা যায়, সেক্ষেত্রে কিছুটা হলেও লাগাম পড়বে।
আরো পড়ুন- Avoid these people: এই ধরনের মানুষদের কখনো পাত্তা দেওয়া উচিত নয়, কেন জানেন ?
তবে রাজ্যের শিক্ষা দফতরের তরফে একটি আঞ্চলিক সংবাদসংস্থাকে জানানো হয়েছে, ‘মিডডে মিল প্রকল্পে কেন্দ্র যেহেতু বেশি টাকা দিচ্ছে, তাই কর্তৃত্ব বজায় রাখার চেষ্টা করছে তারা। রাজ্য সরকার যাতে তাদের অংশের টাকা ঠিকঠাক দেয়, সেই চাপ সৃষ্টি করতে এই পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্র।’ তবে কেন্দ্রের এই পদক্ষেপে গেরুয়া শিবিরে উচ্ছ্বাস ধরা পড়েছে। তাদের কেউ কেউ বলছেন, এই পদক্ষেপে চাপে পড়বে রাজ্য সরকার।