Breaking Bharat Web Desk: বিনামূল্যে রেশন নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। লকডাউন পরিস্থিতিতে শুরু হওয়া ফ্রি রেশন ব্যবস্থা এবার বন্ধ হতে চলেছে। হাতে গোনা আর মাত্র কয়েকমাস। তারপর থেকে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা বা পিএমজিকেএওয়াই-এর অন্তর্গত বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়ার প্রকল্প বন্ধের সিদ্ধান্ত জানাল কেন্দ্রীয় খাদ্য সচিব। সূত্রের খবর, দেশের অর্থনীতির ওপর চাপ কমাতেই গত শুক্রবার এই সিদ্ধান্ত জানিয়েছে কেন্দ্র। তবে কর্মহীনতার জেরে সাধারণ মানুষের যা পরিস্থিতি, তাতে ফ্রি রেশন বন্ধ হলে তাঁদের একটা বড় অংশ যে চূড়ান্ত অসুবিধায় পড়বেন, সেই আশঙ্কাই করছেন বিশিষ্টজনেরা।
করোনার মতো মহামারী পরিস্থিতির জেরে লকডাউনের সময় যখন গোটা বিশ্ব জুড়ে যখন ব্যবসা-বাণিজ্যে ক্ষতি হয়েছে, মানুষের জীবিকার সঙ্কট দেখা দিয়েছে, সেই পরিস্থিতিতে দেশের কোনও নাগরিক যাতে অভুক্ত না থাকেন, তা সুনিশ্চিত করেছে নরেন্দ্র মোদীর সরকার। পরিসংখ্যান বলছে, প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা চালু করার মাধ্যমে ২ লক্ষ কোটি টাকার বেশি অর্থ ব্যয় করে মহামারীর সময় ৮০ কোটির বেশি মানুষকে রেশন দেওয়া হয়েছে।
এই প্রসঙ্গে খোদ প্রধানমন্ত্রীকে বলতে শোনা গেছে, ২ টাকা কেজি দরে গম, ৩ টাকা কেজি দরে চালের পাশাপাশি প্রত্যেক সুবিধাভোগীকে ৫ কেজি গম বা আটা বিনামূল্যে দেওয়া হয়েছে। এই প্রকল্প চালু হওয়ার আগে রেশন কার্ডধারীরা যতটা পরিমাণ খাদ্যশস্য পেতেন, বর্তমানে তাঁরা তার দ্বিগুণ পরিমাণ খাদ্যশস্য পাচ্ছেন।
তবে এই প্রকল্প বন্ধের কথা শুনে রীতিমতো কপালে ভাঁজ সমাজের একটা শ্রেণির মানুষের। কারণ হিসেবে বিশিষ্টজনেরা বলেছেন, করোনার তৃতীয় ঢেউ নিয়ে এখনও আতঙ্কে দেশবাসী। অদূর ভবিষ্যতে কী হতে চলেছে, তা সম্পূর্ণ অজানা। এরই মধ্যে বিনামূল্যে রেশন প্রদানের ব্যবস্থা তুলে নিলে ফের সঙ্কটের মুখে পড়বেন দরিদ্র মানুষ। যদিও এই প্রকল্পটি যে দীপাবলি পর্যন্ত চালু থাকবে, তা আগেভাগেই জানানো হয়েছিল কেন্দ্রের তরফে। সেই সুরেই কেন্দ্রীয় খাদ্য সচিব সুধাংশু পান্ডে সম্প্রতি জানিয়েছেন, নভেম্বরের পরে বিনামূল্যে রেশন দেওয়ার কর্মসূচি জারি করার কোনও রকমের প্রস্তাব নেই ৷ অর্থাৎ চলতি মাসেই বন্ধ হবে এই প্রকল্প। কারণ হিসেবে কেন্দ্রীয় খায় সচিব আরও বলেন, দেশবাসীর আর্থিক অবস্থা ধীরে ধীরে শুধরোতে শুরু করেছে। তাই বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়ার বিষয়টি চালু রাখার কোনও ভাবনা নেই।
চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত সময়সীমা আগে বলা হলেও অনেকেই ভেবেছিলেন, উত্তরপ্রদেশ-সহ একাধিক রাজ্যের ভোটের কথা মাথায় রেখে হয়তো আগামী বছরের মার্চ মাস পর্যন্ত চালু থাকবে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা। কিন্তু সেই ভাবনাকে একপ্রকার বুড়ো আঙুল দেখিয়ে গত শুক্রবার ফ্রি রেশন বন্ধের সিদ্ধান্ত জানিয়ে দিল কেন্দ্রীয় সরকারের খাদ্য আর উপভোক্তা সচিব শুধাংশু পাণ্ডে