Breaking Bharat : দেশবাসীর কথা ভেবে বেশ কয়েকটি নয়া প্রকল্প (Pension) চালুর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। সেই সূত্রেই পেনশন সংক্রান্ত বিশেষ প্রকল্পের কথা জানিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। এই প্রকল্পের আওতাভুক্ত নাগরিকরা মাসে মাত্র ৫৫ টাকা জমা করার বিনিময়ে মাসিক ৩,০০০ টাকার পেনশন পাবেন।
কেন্দ্র সরকারের এই নয়া প্রকল্পের নাম প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা (Pradhan Mantri Shram Yogi Maandhan Yojana)। যে প্রকল্পগুলির কথা প্রাথমিকভাবে ভাবা হয়েছে, তার মধ্যে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনাই সবার আগে চালু হতে চলেছে বলেই সূত্রের খবর।
সংবাদসূত্রে আরও জানা গেছে, এই যোজনার অন্তর্ভুক্ত কেউ যদি প্রতিদিনের আয় থেকে মাত্র ২ টাকা করে জমা করেন, তাহলে বছরে ৩৬,০০০ টাকা পেনশন পেতে পারেন। মূলত বার্ধক্যকালে অসংগঠিত কর্মীদের পেনশনের নিশ্চয়তার জন্যই এই প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার।
প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনার সুবিধা পাবেন শ্রমজীবী মানুষেরা (Working people)। যারা কাজের ক্ষেত্রে কোনও শ্রমিক সংগঠনের আওতায় পড়েন না, এমন কর্মীরাই এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য। ছোটখাটো বিক্রেতা, নির্মাণকর্মী, রিকশাচালক এবং অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরাই এই পেনশনের সুবিধা পাবেন।এই সুবিধা পেতে গেলে প্রতি মাসে ৫৫ টাকা বা মাসের ২৮ দিনে ২ টাকা করে জমা করতে হবে।
যদি কোনও শ্রমিক ১৮ বছর বয়স থেকে মাসে এই হিসেবে ৫৫ টাকা করে সঞ্চয় করতে শুরু করেন, তাহলে নির্দিষ্ট বয়সের পর মাসে ৩,০০০ টাকার হিসেবে পেনশন পেতে পারেন তিনি। মধ্যবয়স্ক শ্রমিকদের ক্ষেত্রে নিয়মটা একটু আলাদা।
আরো পড়ুন- মেয়েদের মন বোঝা, নয় রে নয় সোজা – একথা কেন বলেন পুরুষেরা?
কেউ চাইলে ৪০ বছর বয়স থেকেই এই প্রকল্পের সুবিধা পেতে পারেন, সেক্ষেত্রে তাঁকে প্রতি মাসে ২০০ টাকা করে জমা দিতে হবে। ৬০ বছর পূর্ণ হওয়ার পরই এই প্রকল্পর নিয়ম অনুযায়ী পেনশন পেতে থাকবেন তিনি। বছরে ৩৬।,০০০ টাকা করে পেনশন পাবেন তিনি।
আরো পড়ুন- Tongue infection: গরম চা-কফি খেয়ে জিভ পুড়ে গেলে কী হবে? জেনে নিন কি করতে হবে ?
এই সুবিধা পেতে গেলে প্রয়োজন কিছু নথির। যদিও তা হাতের নাগালে থাকা নথিই। এক্ষেত্রে আবেদন করতে প্রয়োজন একটি সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার কার্ড (Savings Bank Account and Aadhaar Card) । এই নথিগুলি নিয়ে আবেদন করতে হবে প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনার সুবিধার জন্য।
আরো পড়ুন- স্মার্ট ফোন ছাড়া ঘুমাতে পারেন? বিছানাতে ফোন রেখে ঘুমিয়ে পড়া কি আদৌ নিরাপদ?
প্রথমেই আবেদনকারীকে কমন সার্ভিস সেন্টারে রেজিস্ট্রেশন করতে হবে। নিজেও করতে পারেন। অথবা সাইবার ক্যাফে থেকে CSC পোর্টালে গিয়ে অনলাইনেই এই স্কিমের আওতায় আসার জন্য আবেদন করতে পারেন আগ্রহীরা।
রেজিস্ট্রেশনের শেষ ধাপ হল তথ্যপ্রদান। এই প্রকল্পের জন্য আবেদন করা গ্রাহকের আধার কার্ড নম্বর, মোবাইল নম্বর, সেভিংস বা জনধন ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুকের প্রয়োজন পড়বে। এছাড়া, মাস পিছু যে টাকা জমা করতে হবে, তা গ্রাহক চাইলে অনলাইনেই অটো পেমেন্টের বিকল্পে সম্মতি দিতে হবে। আর আবেদন প্রক্রিয়া সফল হলেই অসংগঠিত ক্ষেত্রের কর্মীরা পেনশন পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।