Breaking Bharat: তীর্থ ভ্রমণে গিয়ে টাকার চিন্তা! এবার হরিদ্বার (Haridwar) গেলে থাকা খাওয়ার কোন খরচ লাগবে না! তীর্থ ভ্রমণ বা হরিদ্বারের মত জায়গায় যাওয়ার কথা ভাবলেই তো হলো না, থাকা খাবার খরচ যে প্রচুর সামাল দেয়া যাবে কি? ঠিক এই জায়গাতেই এবার মুশকিল আসান হয়ে এলো এই প্রতিবেদন।
তীর্থ ভ্রমণে পাপের মুক্তি, এমনটাই হিন্দু ধর্মে মানা হয়। আগেকার দিনে মানুষ বয়স বাড়লে তীর্থ ভ্রমণের সিদ্ধান্ত নিতেন। কিন্তু যত সময় যাচ্ছে মানুষের কর্মক্ষমতার আয়ু ততই কমছে। আগেকার দিনের ৭০-৮০ বছরের মানুষ যতটা পরিশ্রম করতে পারতেন এখনকার দিনে পঞ্চাশের দোরগোড়ায় প্রবেশ করলেই কাজ করার ক্ষমতা কমতে থাকে।
তীর্থ ভ্রমণ বা হরিদ্বারের মত জায়গা:
তাই অনেকেই ভাবেন বুড়ো বয়সে জন্য তীর্থ ভ্রমণ ব্যাপারটা ফেলে রেখে লাভ নেই। সুতরাং যা করার তা ক্ষমতা থাকতে থাকতেই এবং কম বয়সেই করতে হবে। এছাড়া আরও একটা বিষয় মাথায় রাখা দরকার। দুর্গম স্থানে যত বয়স বাড়বে, যাওয়াটা তত কষ্টসাধ্য হবে শারীরিক এবং পরিবেশগত কারণে।
কিন্তু সমস্যা একটাই হঠাৎ করে তীর্থ ভ্রমণ বা হরিদ্বারের (Haridwar) মত জায়গায় যাওয়ার কথা ভাবলেই তো হলো না, থাকা খাবার খরচ যে প্রচুর সামাল দেয়া যাবে কি? ঠিক এই জায়গাতেই এবার মুশকিল আসান হয়ে এলো এই প্রতিবেদন (the best time to visit Haridwar)।
তীর্থক্ষেত্র হরিদ্বারে বিনামূল্যে খাওয়া দাওয়া:
আপনি জানেন সাধ্য এবং সাধ খুব কম মানুষেরই মেলে। কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান করলে যাতায়াতের ভাড়া টা ম্যানেজ হলেও থাকা খাওয়ার টাকা জোগাড় নিয়ে একটা বেসিক চিন্তা ঘিরে ধরে। কিন্তু ধরুন যদি বলি তীর্থক্ষেত্র হরিদ্বারের মত জায়গায় বিনামূল্যে থাকতে এবং খাওয়া দাওয়া করতে পারবেন।
কিছু জিনিস ভাবতে অবাক লাগলেও মাঝে মধ্যে সত্যি হয়ে ধরা দেয়। ঠিক তেমনি ঘটনা এটি। আজকালকার দিনে বাইরে গিয়ে কোন হোটেলে থাকতে গেলে এবং খাওয়া-দাওয়া করতে গেলে মোটামুটি একদিনেই আপনাকে খুব কম করে হলেও আড়াই থেকে তিন হাজার টাকার ধাক্কা ধরে রাখতে হবে।
হিন্দুদের পবিত্র তীর্থক্ষেত্র বলা হয় এই হরিদ্বারকে:
যদিও জায়গা বিশ্বাসে হোটেলের দাম হেরফের হয়। কিন্তু আমরা আপনাকে বলব বিশেষ এক জায়গার কথা বা একাধিক থাকার জায়গার কথা, যেখানে থাকার মতই খাওয়াটাও একেবারে বিনামূল্যে। উত্তরাখণ্ডের অনেক দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম হরিদ্বার (Haridwar is one of the many places to visit in Uttarakhand)। কারণটা খুব সহজ এটা শুধু দেখার বা ঘোরার জায়গা নয় পূর্ণ অর্জনের জায়গা, তাই তো হিন্দুদের পবিত্র তীর্থক্ষেত্র বলা হয় এই হরিদ্বারকে।
আরো পড়ুন- child in womb : গর্ভে সন্তান এলে অনেকেরই যৌন সম্পর্কে লিপ্ত হতে ইচ্ছে হয় কিন্তু সেটা কি সম্ভব?
মন্দির দর্শন, প্রাকৃতিক সৌন্দর্য তো আছেই পাশাপাশি রিভার রাফটিং, বাঞ্জি জাম্পিং, জিপ লাইনিং এই সবকিছুর আনন্দ উপভোগ করতে পারবেন আপনি। আসলে আপনাকে কিছু আশ্রমের কথা বলব আমরা যেখানে আপনি স্বেচ্ছাসেবক হয়ে সম্পূর্ণ বিনামূল্যে থাকতে পারবেন।
হরিদ্বারে সপ্ত ঋষি আশ্রম, যা হরিদ্বারের প্রাচীনতম:
আর অবশ্যই খাওয়া-দাওয়া তেও কোনও সমস্যা হবে না বা অর্থ খরচ নেই। হরিদ্বারে সপ্ত ঋষি আশ্রম, যা হরিদ্বারের প্রাচীনতম এবং সবচেয়ে সুন্দর আশ্রমগুলির মধ্যে একটি এবং অনেকেই হয়তো এর নাম জেনে থাকবেন। গঙ্গার খুব কাছে এই আশ্রম তাই মানুষের কাছে খুব তাড়াতাড়ি জনপ্রিয়তা পেয়ে গেছে।
আরো পড়ুন- Guava Market : জমিতে নয় বাজার ভেসে আছে জলে! এহেন অদ্ভুত বাজারের দেখা মিলল, কোথায় জানেন?
সাধারণত সাধু সন্ন্যাসীরাই এখানে থাকেন। কিন্তু আপনার এখানে থাকার একটা বিকল্প রাস্তায় রয়েছে আর সেটা হল এখানে স্বেচ্ছাসেবক হয়ে যাওয়া। এবার তাহলে বলি প্রেম নগর আশ্রমের কথা। এই আশ্রমের নৈসর্গিক সৌন্দর্য চোখে পড়ার মতো। আশ্রমে প্রায় আটশ ঘর আছে বলে জানা যায় সন্ধ্যের দিকে লঙ্গর বসানোর ব্যবস্থা করা হয়।
এই আশ্রমে খাওয়া-দাওয়া ও থাকার সুবিধা দেওয়া হয়:
জল ঝরনা এমনকি আশ্রমের ভেতরেই আছে পার্ক। অনেকে অবশ্য বলেন এখানে থাকতে গেলে নাকি? দিন রাতের জন্য পঞ্চাশ টাকা করে দিতে হয়। যদিও এর সত্যতা আমরা যাচাই করিনি। হর কি পাউরি থেকে প্রায় ৭ কিমি দূরে শান্তিকুঞ্জ আশ্রমে বিনামূল্যে থাকার জন্যও অনেক বিকল্প রয়েছে।
আরো পড়ুন- Women’s shirts : মেয়েদের শার্ট কেনার চল আছে? ছেলেদের ও মেয়েদের শার্টের পার্থক্য কোথায় জানেন?
কথিত আছে এই আশ্রমে খাওয়া-দাওয়ার পাশাপাশি থাকার সুবিধাও দেওয়া হয় একেবারে বিনামূল্যে। তবে অনেকেই বলেন এখানে বিনামুলে থাকার শর্ত একটাই আর সেটা হল আশ্রমের স্বেচ্ছাসেবক হয়ে কিছু কাজ করা। অর্থাৎ কিনা আশ্রমের জন্য কিছু প্রয়োজনীয় কাজ করলে আপনি বিনামূল্যে এখানে থাকতে পারবেন।
আরো পড়ুন- Drone : হাতের কাছে ওষুধপত্র পৌঁছে দেবে ড্রোন? অনলাইন ডেলিভারির দুনিয়ায় অত্যাধুনিক যন্ত্র!
আমরা প্রতিবেদনে কয়েকটা উদাহরণ দিলাম মাত্র। এর সঙ্গে ব্যবসায়ী বা বাণিজ্যিক কোনও সম্পর্ক নেই।পবনধাম আশ্রম, পরমার্থ আশ্রম এবং শ্রী জয়রাম আশ্রমের মতো আশ্রম রয়েছে , যেখানেও খুব ভালোভাবে থাকতে পারবেন আপনি। অনেক জায়গা রয়েছে যেখানে মাত্র ৫০ বা ১০০ টাকা প্রতিদিনই দিলেই আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। এই বাজারে এমন কাণ্ড ভাবা যায়?