Breaking Bharat News Desk: কবি বিদ্যুৎ ভৌমিক এর একটি অন্যতম শ্রেষ্ঠ কবিতা
প্রাক্তন স্বপ্ন সমীপেষু : বিদ্যুৎ ভৌমিক (Bidyut Bhowmick)
যদিও হেঁটে আসতে দেরি হলে ; নত
জানু হয় পুনশ্চ চিন্তা ! এখন স্মৃতিস্বপ্ন , তার থেকে গুপ্ত সুড়ঙ্গ ; এভাবেই মনন বাইপাস ধরে ক্যানভাসে দু’একটা স্বয়ং জলজ্যান্ত প্রিয় মুখ ও শরীর ! ওখানে চলে গেছি ; অনেকটা আগের মতই একই অভ্যাসে ! গ্রন্থের তুমিহীন শূন্যতা বুক সেল্ফ থেকে সোজা চোখ ; এভাবেই ঐতিহাসিক কালো নির্মম !
এতটা আসার জন্য থামতে হয়নি সময় অন্তরে ৷ যদিও প্রাচীন আয়নায় সমৃতি নগ্ন ছিল,রাতভোর বৃষ্টির ভেতর !ওধারে ঠোঁটের মধ্যে ঠোঁট চুপ একেকার সোহাগ চিহ্ন আঁকা সহজ নান্দনিক ৷ এভাবেই স্বপ্ন ছুঁয়ে ছুঁয়ে চলে যায় নির্ঘুমে একক নির্জন !
Poet Bidyut Bhowmick : কবি বিদ্যুৎ ভৌমিক এর পৃষ্ঠা ছেড়া অসম্পূর্ণা কবিতা
কবিতার পৃষ্ঠা থেকে কবেকার অন্তর কাঁদে হৃদয়ের অপমৃত্যু দেখে !
না জানিয়ে চলে এলে ওধারের উৎসবের চাঁদ কাছের শূন্যতাকে দৃশ্যমান জ্যোৎস্নায় সাজায় ; যদি তুমি এসে বল ,কবি চেয়ে দেখ এই তো আমি !কত দিনের একলা থাকা রাত এভাবেই আক্কেলদাঁত ভেঙে একক নিঃশব্দে পোড়ায় সমবেত স্মৃতিস্বপ্নের গল্পগুচ্ছ ! সহজ ভাবে ঘর ছেড়ে চলে এলে ; বেইমান সময় নৈঃশব্দের ডালী সাজায় গোটা রাস্তায়,মন থেকে দূরে অন্য এক শরীর রচনায় !
কিছু কিছু স্মৃতি ইঙ্গিতহীন ; আকাশলগ্না ! ওখানে অন্তরীক্ষ্য নিঃস্ব ; নিষেধহীন কিছুটা অর্ধেকনিঃশব্দ ৷
প্রতিতুলনায় নতুন কেনা দর্পণে ডুবে যায় স্পন্দমান কিছু ছায়া , কিছু অচেনা প্রেত !
এতকালের অতলান্ত জবরদস্ত মাতাল ; সমস্ত রাত এক দিনেই পুরোটা আকাশের বৃষ্টি পান করেছিল ! ঘুমন্তে যন্ত্রণা নিয়ে বেঁচে থাকা অর্ধেক স্তব্ধতায় নিঃস্ব একক !
A famous poet of Bharat and Bangladesh Bidyut Bhowmick : সহজ সত্য নির্মাণ
এই হাত ছুঁয়েছে তোকে প্রতিরাতে অপলক নির্ঘুমে ; ওখানে বন্ধ দরজার কাছে প্রেম ভিক্ষা চাইতে এসেছিল গত জন্মের আমি ! ওখানে ছড়িয়ে ছিল সবটুকু নীরবতা এবং প্রচীন জন্মের নানাবিধ সমৃতি ৷
সেই রাস্তা থেকে পথ পেরিয়ে ব্যক্তিগত দীর্ঘশ্বাসের মুখোমুখি ; আমি এবং আমার এতকালের প্রতিটা মরণ ! শেষ রাতের বৃষ্টিতে ফিরিঙ্গি ডাঙা লেনের রাস্তাটা ডুবে যায় ; সমুদ্র তুচ্ছ হয় এর কাছে !
যদি এরপরও মরি ; সূর্যদ্বয় এবং সূর্যান্তেরমধ্যেই আমার প্রতিটা মৃত্যুর শেষ হাহাকার শুনে তবেই পদবীহীন এভাবেই মরবো ৷
লেখনীকাল : ১০/০৩/২০০১, স্থান : কবি বিদ্যুৎ ভৌমিক এর বাসগৃহ ছায়ানীড় ৷ শ্রীরামপুর , হুগলী , ভারত , পশ্চিমবঙ্গ