Breaking Bharat : বিয়েতে পেট্রল উপহার (Wedding Gift) ? কিন্তু ঠিক কী কারণে বন্ধুরা বোতল-ভর্তি পেট্রল-ডিজেল (Petrol-diesel) উপহার দিলেন? কারণ জানলে অবাক হবেন!
জ্বালানির ক্রমবর্ধমান দামের জেরে হাঁসফাঁস অবস্থা মধ্যবিত্তের। এবার বিয়ে বাড়িতে ‘বহুমূল্য’ পেট্রল-ডিজেল নিয়েই অভিনব বার্তা দিলেন বন্ধুরা। এক বন্ধুর বিয়েতে উপহার হিসেবে দু’বোতল পেট্রল ডিজেল দিয়ে রীতিমত হইচই ফেলে দিলেন তামিলনাড়ুর কয়েকজন যুবক (Friends gave a fancy message about petrol and diesel)।
ইতিমধ্যেই সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে নবদম্পতিকে তেলের বোতল তুলে দেওয়ার ছবি। মূল্যবৃদ্ধির বাজারে এর থেকে ভাল উপহার আর কী বা হতে পারে!
ঠিক কী কারণে বন্ধুরা বোতল ভর্তি পেট্রল ডিজেল উপহার দিলেন ?
অনেকে মনে করছেন, এই মুহূর্তে পেট্রল-ডিজেলের দাম আকাশছোঁয়া বলেই উপহার হিসেবে দিয়েছেন বন্ধুরা। কেউ বলছেন, মশকরা করে দেওয়া হয়েছে উপহার। কিন্তু আসল কারণটা মজারই বটে। আসলে বেশ কিছুদিন ধরেই ক্রমাগত বেড়েই চলেছে জ্বালানির দাম। যার জেরে পাল্লা দিয়ে বেড়েছে নিত্যপ্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম৷
আরো পড়ুন- in a relationship : প্রেম,ভালবাসা আসলে কি ? মানুষ কেন প্রেম করে ? কী বলছেন বিজ্ঞান?
নবদম্পতিকে কী উপহার দেওয়া যায় তা নিয়ে দ্বন্দ্বে ছিলেন তামিলনাড়ু কয়েকজন যুবক (Gift Ideas for Newlyweds)। এমনিতেই অনুষ্ঠান বাড়িতে কী উপহার দেওয়া যায়, তা নিয়ে অনেকেই সমস্যায় পড়েন। কী দেওয়া যায়, তা ভেবেই অস্থির অবস্থা হয় (Unique Gifts for the Newlyweds)। তামিলনাড়ুর ওই যুবকদের মধ্যেও একই অবস্থা হয়েছিল। পরে আইডিয়াটা আসে তাঁদেরই একজনের মাথায় (Thoughtful Wedding Gifts for Newlyweds)।
আরো পড়ুন- Iceland : পৃথিবীর সবচেয়ে শান্তির দেশ, নেই কোন অশান্তি ! কিন্তু এমন জায়গা আদৌ আছে কি?
এরপর যেমন ভাবা তেমন কাজ (surprise newlyweds)। বিয়ের আসরে বন্ধুরা হাজির হলেন হাতে দু’বোতল পেট্রল আর ডিজেল নিয়ে। তারপর চলল দেদার ফটোসেশন। আর সেই ছবি নিমেষেই ভাইরাল হল সোস্যাল মিডিয়ায়। আর এই মুহূর্তে এই উপহার নিয়েই ঠাট্টা চলছে নেটদুনিয়ায়।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, প্রচলিত উপহারের থেকে কিছুটা ভিন্নধর্মী উপহার পেয়ে খুশি নবদম্পতিও (The Best Gifts for Newlyweds That Will Surprise)৷ পেট্রল ডিজেলের বোতল হাতে নিয়ে বেশ হাসি মুখেই পোজ দিতে দেখা গেছে তাঁদের।
সংবাদসূত্রে জানা গেছে, নবদম্পতিকে বোতল ভরা পেট্রল উপহার দেওয়ার কারণ একটাই। শুভাকাঙ্ক্ষী হিসেবে তাঁরা তেলের দামের মতো বন্ধুর দাম্পত্য জীবনেও‘শ্রীবৃদ্ধি’ কামনা করেছেন এই অভিনব উপহার দিয়ে।