Breaking Bharat : Smart & i phone: আইফোনের প্রতি আগ্রহ? কিন্তু বাজেটের জন্য পিছিয়ে যাচ্ছেন! এবার অ্যান্ড্রয়েড ফোনেই পাবেন আইফোনের স্বাদ! আর তার জন্য আলাদা কোনওরকম খরচও করতে হবে না ব্যবহারকারীকে। অ্যান্ড্রয়েড ফোনেই (Android phone) আইফোনের (IPhone) ফিচার আনছে গুগল, সম্প্রতি ঘোষণা করল বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন সংস্থা।
আইফোনের (IPhone) নিরাপত্তা বরাবরই ঈর্ষণীয়। এখন স্মার্টফোন (smart phone) বিনা জীবন অচল। স্মার্টফোনেই রাখা থাকে যাবতীয় গুরুত্বপূর্ণ নথি। তাই নিরাপত্তা বা সুরক্ষার প্রশ্ন বারবারই ওঠে। এই পরিস্থিতিতে এই তথ্য সুরক্ষার কথা ভেবে অনেকেই আইফোন কেনার আগ্রহ প্রকাশ করেন। কিন্তু আগ্রহ প্রকাশ করলেই তো হয় না।
বাজেটের প্রশ্ন এলেই বহু মানুষকে নিজের ইচ্ছের জলাঞ্জলি দিতে হয়। তবে এবার সেই চিন্তা দূর হবে বলেই মনে করছেন প্রযুক্তি বিশারদরা। কারণ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের (Android phone) ব্যক্তিগত তথ্য আরও বেশি সুরক্ষিত রাখতে অভিনব সিদ্ধান্ত নিল গুগল। যে ফিচারটি গুগল (Google) আনতে চলেছে তা আইফোন ব্যবহারকারীদের জন্য কিছুদিন আগেই লঞ্চ করেছিল অ্যাপেল। একই পথে হাঁটছে গুগল।
এর ফলে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের কোটি কোটি সদস্য অনাবশ্যক হাত থেকে রেহাই পাবেন। উল্লেখ্য, মার্কিন মুলুকের জনপ্রিয় সংস্থা Apple,
আরো পড়ুন- Withdraw money from ATM : সাবধান! এটিএম থেকে টাকা তুলে স্লিপ ফেলে দেন? ভুলেও এই কাজ একদম করবেন না
সম্প্রতি একটি ব্লগ পোস্টে গুগল জানিয়েছে ‘Privacy Sandbox’ প্রকল্পের কথা। এর ফলে অনাবশ্যক বিজ্ঞাপন বা ওই জাতীয় বিষয় তো রোধ করা যাবেই, আর আটকানো যাবে ক্রস-সাইট এবং অ্যাপ্লিকেশন ট্র্যাকিংও।
এমনিতেই যেকোনও মোবাইল অ্যাপ (Mobile app) ইনস্টল করলে ব্যবহারকারীদের ফোনের যাবতীয় তথ্যের অ্যাকসেস চায় অ্যাপ্লিকেশনগুলি। আর তা না দিয়েও উপায় নেই। অ্যাকসেস না দিলে অ্যাপগুলি ব্যবহার করা যায় না। আর সেই সুযোগে হ্যাকাররা ব্যবহারকারীর তথ্য চুরি করে বলে অভিযোগ। গুগলের নতুন ফিচার অ্যান্ড্রয়েড গ্রাহকদের প্রাইভেসি রক্ষা করবে।
আরো পড়ুন- Abdominal pain : পেটে ব্যথা বা পেট গরম সমস্যা! শরীরকে ভালো রাখতে নিয়মিত পেটে তেল মালিশ করেন?
ইন্টারনেট ব্যবহারের সময় বিজ্ঞাপনদাতাদের বাড়বাড়ন্তকে রোধ করবে এই ফিচারটি। স্বাভাবিকভাবেই বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশন (Mobile application) মারফত ব্যবহারকারীর ব্যক্তিগত ডেটা সংগ্রহ করার যে নিরাপত্তা বিষয়ক সমস্যা ছিল, তা আর থাকবে না বলেই আশা করা যাচ্ছে।
কিছুদিন আগে অ্যাপল আইওএস ১৪.৫ ভার্সনের ক্ষেত্রে ট্র্যাকিং ট্রান্সপারেন্সি বা এটিটি ফ্রেমওয়ার্ক নামে ফিচার আনে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সুরক্ষা বাড়ানোর জন্য ফিচার আনা হলেও সূত্রের খবর, এই ফিচারে Facebook, Twitter, Youtube সহ আরো একাধিক প্ল্যাটফর্মের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে দিনের শেষে প্রায় একই ধরনের ফিচার গুগল আনায় স্বস্তি ব্যবহারকারীদের মনে। তাঁদের তথ্য এবার থেকে থাকবে সুরক্ষিত।