Breaking Bharat: মোবাইল হারিয়ে গেছে, তাই নিয়ে আপনার টেনশন (Tension) ? দেখে তো মনে হচ্ছে যেন বাড়ির কেউ গুরুতর অসুস্থ? মনোবিজ্ঞান একে কি বলে জানেন? মানুষের মন বোঝা বড়ই দুষ্কর! প্রতিদিনের সাধারণ ঘটনার মধ্যে অসাধারণ কিছু সাইকোলজি লুকিয়ে থাকে, জানেন?
কখনো ভেবে দেখেছেন চোখ নাক মুখ ত্বক সব আছে কিন্তু মন বলে কেন কোনও অঙ্গ নেই? পৃথিবীতে যা কিছু ঘটছে সবের সঙ্গেই তো মনের প্রত্যক্ষ যোগাযোগ। এতকিছু সত্বেও মন বলে কোন বডি পার্টস নেই? এইতো ভারী আজব কথা। সাইকোলজিস্টরা বলছেন মন ছাড়া মানুষই হয় না।
আর এই মন নিয়ে প্রতিমুহূর্তে পড়াশুনা গবেষণা চলছে মনোবিজ্ঞানীদের মধ্যে। উঠে আসছে এমন সব চাঞ্চল্যকর তথ্য যা হয়তো তলিয়ে ভেবে দেখার সময় পাইনি আপনি আমি কেউই। সাধারণ কিছু ঘটনার উদাহরণ দিলে আপনি অবাক হবেন। আশা রাখছি আমাদের আজকের প্রতিবেদন আপনার মন ছুঁয়ে যাবে।
আচ্ছা অফিস ছাড়া বাড়ির মধ্যে ঠিক কোন জায়গায় আপনি সবথেকে বেশি সময় কাটান? সার্ভে রিপোর্ট বলছে উত্তরটা বাথরুম। অবাক হবেন হয়তো কিন্তু এটাই সত্যি। আর আরো অবাক করে দেওয়ার মতো সত্যি হলেও ক্রিয়েটিভ আইডিয়ার বেশিরভাগ আসে বাথরুম থেকে। আরেকটা তথ্য শেয়ার করি।
আপনি কি জানেন ১৬-২৮ বছরের মধ্যে হওয়া বন্ধুত্বগুলি বেশি গুরুত্বপূর্ণ এবং এগুলিই পরবর্তীতে স্থায়ী হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। হিউম্যান সাইকোলজি (Human Psychology) বলে যে কাজটা করতে বারণ করা হয় সেই কাজ করার দিকেই প্রবণতা বেশি থাকে। হয়তো সেজন্যই নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ বরাবরই বেশি ।
আচ্ছা এবার তাহলে অঙ্গ ভঙ্গির উপর ভিত্তি করে তৈরি হওয়া সাইকোলজির কথা বলি। ধরুন আপনি কাউকে কিছু বলছেন, কিন্তু শ্রোতা মাথা নিচু করে আপনার কথা চুপচাপ শুনেই যাচ্ছে, তার অর্থ হল- আপনার কথাতে তার কোনো আগ্রহ নেই, আপনি যাতে খারাপ না পান তার জন্যই সে চুপচাপ শুনেই যাচ্ছে।
আবার যদি আপনি দেখেন কেউ কথা বলার সময় আপনার চোখে দেখছে এবং আপনার কথার সঙ্গে সঙ্গে তার মুখের ভঙ্গিও পরিবর্তন হচ্ছে, তার অর্থ হল সেই ব্যক্তিটি আপনার কথায় আগ্রহ প্রকাশ করছে।
আরো পড়ুন- Ayurveda : হজমের গন্ডগোল? পেটের সমস্যা ? অ্যাসিডিটি? আয়ুর্বেদে পেয়ে যান সমাধান!
আমাদের মধ্যে অনেকেই আছেন যারা, সাধারণ ছোট কথাতেই কেঁদে ফেলেন। যদি আপনি দেখেন যে, কেউ আপনার সাধারণ কথাতেও কেঁদে ফেলছে তার অর্থ তার কাছে আপনি খুবই গুরুত্বপূর্ণ । তাকে একটু সময় দিন, জীবনে এরকম মানুষ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার।
আরো পড়ুন- Fish : বাঙালি মাত্রই মাছ প্রিয়। মাছের কাঁটা গলায় না আটকালে চলে, বলুন দেখি?
আর এরকম মানুষের হার্ট অ্যাটাক এর সম্ভাবনা প্রবল থাকে মাথায় রাখবেন। একটু লাভ লাইফ নিয়ে কথা বলা যায়? পরিসংখ্যান বলছে প্রায় ৯২ শতাংশ ভালোবাসার গল্প শুরু হয় স্কুল জীবনে। আপনারটাও কি সেরকম?
আরো পড়ুন- মানুষের নয়, আদর পুতুলের চাহিদা বাড়ছে? সেক্স ডল কি ফ্যান্টাসি না এক্সপেরিমেন্ট?
আচ্ছা যদি দুজন বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড নিয়ে ঘোরেন আর সেখান থেকে একজনকে বেছে নিতে হলে কী করবেন? অবশ্যই প্রথম জনকে ছেড়ে দ্বিতীয় জনকে আপন করে নিন। প্রথম প্রেম মানেই সেটা আপনার জীবনে সেরা ভালোবাসা এটা সবসময় ঠিক নয়। যদি তাই হতো তাহলে দ্বিতীয় জন কি মনের কোণে ঠাই পেত?
অগত্যা মনের বিষয় বড় জটিল এই সিদ্ধান্তেই উপনীত হওয়া যায় প্রতিবেদনের শেষে। কী বলেন আপনি?