Tecno Camon 20: টেকনো ক্যামন সিরিজ় স্মার্ট ফোন লঞ্চ হল, আপনি কি আপডেটেড স্মার্ট ফোন ভালোবাসেন? জানেন কি কত দামে Tecno Camon 20 সিরিজ় লঞ্চ হল? Tecno Camon 20 সিরিজের স্পেসিফিকেশন কী?
স্মার্টফোনে জগতে প্রতিমুহূর্তে একের পর এক পরিবর্তন আসছে। আমরা সেই মতো আপডেট তুলে ধরছি আপনার কাছে। আজকে মাত্র পনের হাজার টাকার মধ্যে অসাধারণ স্মার্টফোনের কথা এই প্রতিবেদনে উল্লেখ করবো। Tecno Camon 20 Series সম্পর্কে অনেকেই হয়তো জেনে গেছেন।
এর বিশেষত্ব থেকে শুরু করে সঠিক নাম এবং ফিচারস এর আধুনিক ভার্সন নিয়ে কথা বলবো আমরা। তবে শুরুতেই জানিয়ে রাখি এই স্মার্টফোনে ম্যাজিক স্ক্রিন ব্যবহার করা হয়েছে যেটা নিঃসন্দেহে একটা বড় চমক।
Tecno Camon 20 সিরিজ় স্মার্ট ফোন:
শুরুতেই আপনাদের জানিয়ে দেবো যে Tecno Camon 20 (টেকনো ক্যামন) মোবাইলের জগতে একটা আলোরণ তৈরি করতে চলেছে। যারা প্রতিমুহূর্তে প্রযুক্তি সংক্রান্ত আপডেট নিয়ে ব্যস্ত থাকেন তারা জানেন যে Tecno Mobile এই দেশে তাদের নতুন স্মার্টফোন সিরিজ Tecno Camon 20 সিরিজ লঞ্চ করেছে।
সেক্ষেত্রে Camon 20, Camon 20 Pro 5G, এবং Camon 20 5G প্রিমিয়ার সিরিজের অধীনেই চালু করা হয়েছে এই নতুন চমক। আপনি যদি একটু ইতিহাস ঘেঁটে দেখেন তাহলে বুঝবেন যে এই কোম্পানিটি অনেক কমে দুর্দান্ত ফিচার সহ স্মার্টফোন বাজারে আনে। তাই এদের একটা নিজস্ব ফ্যান ফলোয়ার্স আছে।
এই সিরিজের দাম রাখা হয়েছে মাত্র 15,000 টাকা। ম্যাজিক স্ক্রিনের কথাটা আগেই বলেছি এছাড়াও ফোনটিতে AMOLED ডিসপ্লে এবং বড় ব্যাটারি রয়েছে। চলুন জেনে নেওয়া যাক ফিচার ও স্পেসিফিকেশন।
আরো পড়ুন – Nothing phone 2: সম্প্রতি লঞ্চ হতে চলেছে নাথিং ফোন 2? জেনে নিন ফিচারস সংক্রান্ত আরো আপডেট!
আমরা আপনাদের জানিয়ে দিতে চাই যে TECNO ভারতে তার বাজেট স্মার্টফোন Camon 20-এর দাম মাত্র 14,999 টাকা রেখেছে। এই স্মার্টফোনটিতে 8GB RAM এবং 256GB ইন্টারনাল মেমরি পেয়ে যাবেন আপনি। চারটি কালার কম্বিনেশন রয়েছে, প্রেডন ব্ল্যাক, সেরেনিটি ব্লু এবং গ্লেসিয়ার গ্লো কালার।
আপনাদেরকে জানিয়ে দেব যে Camon 20 Pro 5G দু’টি ভ্যারিয়েন্ট 8GB RAM, 128GB ইন্টারনাল মেমরি এবং 8GB RAM তার সঙ্গে 256GB মেমরির অপশন পাবেন। দুটো ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে প্রথমটার 19,999 টাকা এবং দ্বিতীয়টা 21,999 টাকা।
আরো পড়ুন – Money on Telegram: টেলিগ্রাম থেকে উপার্জন করার সুযোগ! কী ভাবে টেলিগ্রাম থেকে আয় করবেন?
গ্রাহকরা চাইলে সেরেনিটি ব্লু এবং ডার্ক ওয়েলকিন কালার অপশনে কিনতে পারবেন Camon 20 Pro 5G । অবশ্য এখানে বলে রাখা দরকার যে কোম্পানি এখনও Tecno Camon 5G প্রিমিয়ারের দাম ঘোষণা করেনি। আগামী মাসে অর্থাৎ জুনের তৃতীয় সপ্তাহে দাম প্রকাশ করা হবে ।
Tecno Camon 20 সিরিজের স্পেসিফিকেশন কী?
প্রথমে জানিয়ে দেব যে Tecno Camon 20 Series er amoled ডিসপ্লে 6.67 ইঞ্চি । এতে আপনি 500 নিটের ব্রাইটনেস পেয়ে যাবেন। কোম্পানির তরফ থেকে জানা যাচ্ছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সিরিজটিতে IP53 রেটিং রয়েছে।
আরো পড়ুন – BGMI লাভারদের বড় সুযোগ! BGMI ‘প্রিলোড’ করতে চান? এসে গেছে মুশকিল আসান!
কাস্টমাররা এতে MediaTek Helio G85 প্রসেসর পাবেন এবং জানিয়ে রাখি যে VC লিকুইড কুলিং এর পাশাপাশি হাই পলিমার জেল ব্যবহার করা হয়েছে। এবার একটু ক্যামেরার প্রসঙ্গে আসা যাক, Tecno Camon 20 এবং Camon 20 Pro-এ 64-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 2-মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা এবং ম্যাক্রো ক্যামেরা সহ একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে।
আরো পড়ুন – মাত্র ৮০০০/ টাকায় স্মার্ট টিভি? LG-র 32 ইঞ্চি স্মার্ট টিভির অফার সম্পর্কে জানেন কি?
যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য এই ফোন নিঃসন্দেহে মনের কোণে বিশেষ জায়গা করে নেবে কারণ Tecno Camon 20 Premier 5G-তে রয়েছে একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8-মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি 2-মেগাপিক্সেল ডেপথ সেন্সর। তাহলে এবার নতুন ফোন কেনার প্ল্যানিং করে ফেলুন।