SUV গাড়ি Tata Punch: টাটা পাঞ্চের ইলেকট্রিক ভার্সন বাজারে আসছে সে কথা জানেন? এবার বড় সুখবর, বাজারে খুব তাড়াতাড়ি আসতে চলেছে সাবকম্প্যাক্ট SUV গাড়ি Tata Punch এর ইলেকট্রিক ভার্সন।
আর ইলেকট্রিক গাড়ির দৌড়ে একধাপ এগোনর লক্ষ্যে টাটা মোটরস। এবার জনপ্রিয় কম্প্যাক্ট SUV এর বৈদ্যুতিক ভার্সন আসছে এ দেশে। আজকের এই প্রতিবেদনে আমরা সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরব (Tata Punch EV Launch 2023)।
আপনি কি ‘ইলেকট্রিক গাড়ি’ কিনতে আগ্রহ প্রকাশ করেন? তাহলে এই প্রতিবেদন সম্পূর্ণটাই আপনার জন্য। যেভাবে পেট্রোল আর ডিজেলের দাম বাড়ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন সবাই সাশ্রয় খুঁজছে আর সেটাই স্বাভাবিক। যত সময় যাবে ততই ইলেকট্রিক ভেইকেল তার বাজার গরম করবে।
গাড়ি প্রস্তুতকারী বিভিন্ন সংস্থা এক্সপেরিমেন্ট করতে শুরু করে দিয়েছে। এমনিতেই এখন অনেক বেশি করে ইলেকট্রিক গাড়ির দিকে মানুষের ঝোঁক বেড়েছে। আরো বেশি করে ইকো ফ্রেন্ডলি ভাবনা চিন্তার প্রসার ঘটাতে এখন পেট্রোল ডিজেল অতীত।
টাটা পাঞ্চের ইলেকট্রিক ভার্সন (Tata Punch EV):
আপনি কি জানেন ভারতে ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে সবচেয়ে বেশি মডেল রয়েছে টাটা মোটরসের ঝুলিতে? বিক্রিতেও সবার থেকে এগিয়ে এই সংস্থা। এমনিতেই TATA নামটার সঙ্গে আমাদের একটা ভরসা জড়িয়ে আছে ।এদের প্রোডাক্ট মানেই ভরসা আর বিশ্বাস।
জানেন লাইনআপে রয়েছে Tata Nexon EV মত জনপ্রিয় ইলেকট্রিক SUV এবং সস্তা ইলেকট্রিক গাড়ি Tata Tiago EV। শুধুমাত্র যাত্রীবাহী গাড়িই নয়, পাশাপাশি বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে রয়েছে ইলেকট্রিক বিকল যা হল Tata Express T EV।
আরো পড়ুন – Buying a white car: গাড়ির রং সাদা! এই সাদা রঙের ‘চার চাকা গাড়ি’ কেনার রহস্যটা কি?
এবার বড় সুখবর, বাজারে খুব তাড়াতাড়ি আসতে চলেছে সাবকম্প্যাক্ট SUV গাড়ি Tata Punch এর ইলেকট্রিক ভার্সন। আসলে এই ইলেকট্রিক গাড়ি টেস্টিংয়ের জন্য রাস্তায় নামানো হতেই লুক ক্যামেরা বন্দি হয়েছে।
টাটা পাঞ্চের ইলেকট্রিক ভার্সনে কী কী ফিচারস রয়েছে?
কোম্পানি সূত্রে খবর Tata Punch EV-তে রিয়ার ডিস্ক ব্রেক, ইলেকট্রনিক পার্কিং গেট এবং নেক্সনের মত ড্রাইভ সিলেক্টর থাকবে। আলফা প্ল্যাটফর্মের অধীনে এই গাড়ি তৈরি করা হবে। আরো বড় খবর ইনফোটেনমেন্ট স্ক্রিনের ক্ষেত্রে থাকতে চলেছে 10.25 ইঞ্চি টাচস্ক্রিন। চোখ রাখুন নিম্ন লিখিত বয়ানে।
আরো পড়ুন – হন্ডা সাইন এবং টিভিএস রেডিওন – এই দুই বাইক নিয়ে এক্সপেরিমেন্ট? টিভিএস না হন্ডা, কে এগিয়ে?
MG Comet : প্রতি হাজার কিমিতে এর জন্য মাত্র ৫১৯/ টাকা খরচ! টাটা টিয়াগো-র থেকে খানিক সস্তায় লঞ্চ হল এমজি কমেট। পাওয়ারট্রেনের ক্ষেত্রে এই চার চাকা পেতে চলেছে সংস্থার Ziptron পাওয়ারট্রেন। এখানে পাবেন লিকুইড কুল্ড ব্যাটারি। জেনে রাখুন ব্যাটারির ক্ষেত্রে একাধিক বিকল্প হাজির করতে পারে টাটা মোটরস।
Tata Punch EV কোন সময় থেকে এটা পাওয়া যাবে?
এখনও পর্যন্ত যা খবর তাতে চলতি বছর জুন মাস থেকে এই ইলেকট্রিক গাড়ির উত্পাদন শুরু করবে টাটা মোটরস। উৎসবের সময় এই গাড়ি পাবেন।
আরো পড়ুন – স্বাস্থ্য সাথী কার্ড-এ ক্যান্সারের চিকিৎসা কি সম্ভব? স্বাস্থ্য সাথী কার্ডে নয়া বদল আনল রাজ্য সরকার?
Tata Nexon পেট্রল চালিত ও বিদ্যুৎ চালিত গাড়ির দাম যথাক্রমে – 7.80 লাখ টাকা এবং 14.49 লাখ টাকা।সেখানে মনে করা হচ্ছে এই ইলেকট্রিক গাড়ির দাম আরম্ভ হতে পারে সাড়ে ৯ লক্ষ টাকা। সেভিং করা শুরু করে দিন তাহলে। ভাল সময় অপেক্ষা করছে আপনার জন্য।।