Breaking Bharat: Tarkata: বাংলা ভাষা খুব মিষ্টি। যুগ যুগ ধরে নানা জাতির কাছে নানান মানুষের কাছে একেবারে নিজের মত করে বাংলা ভাষা ব্যবহৃত হয়ে আসছে। প্রতিটি মানুষ নিজের সুবিধা মত এই ভাষার স্টাইল অদল বদল করেছে। কথা বলতে বলতে কখনও কখনও এমন শব্দ উঠে এসেছে যার সঠিক উৎস বা অর্থ খোঁজার সময় হয়না। অথচ তা হয়তো বিপুল ব্যবহৃত। সেরকমই একটা শব্দ বা বলতে পারেন কথার কথা নিয়ে আজকের প্রতিবেদন কথা (tarkata meaning in bengali)।
কোন মানুষ যদি কোন কিছু দেরিতে বোঝেন, তাহলে ইয়ার্কি ঠাট্টা করে তাকে কি তারকাটা (Tarkata ) বলেছেন? কথাটা ঠিক কোথা থেকে এলো বলুন তো? ব্যাকরণগত মানেই বা কী? বন্ধু-বান্ধবদের মধ্যে এই ধরনের কথা বার্তার চল দেখা যায়। তার অর্থাৎ ইলেকট্রিক কেবল, সেটি যদি কাটা থাকে স্বভাবতই যথাস্থানে বিদ্যুৎ পৌঁছাবে না । এতো গেল বিজ্ঞানসম্মত ব্যাখ্যা, এবার আসি কথার প্রসঙ্গে কথা বলায় (tarkata meaning)।
সাধারনত এমন কোনো ব্যক্তি যার কথার বা কাজের এবং চিন্তাভাবনার কোনো তালমেল নেই। সে কখন উত্তেজিত হয়ে কী করে বসবে, বা লম্ফঝম্প শুরু করবে, তার কোনো ঠিকঠিকানা নেই এমন গুণাগুণ-সম্পন্ন ব্যক্তিকে ‘তার-কাটা’ বলে আখ্যায়িত করা হয়। বাংলা ব্যাকরণের ব্যাখ্যা নিয়ে বলতে গেলে, মাথার একটা বা একাধিক তার যার কাটা – বহুব্রীহি সমাস। আপনি এই ধরনের মানুষকে অন্যভাবেও আখ্যায়িত করতে পারেন। তবে সবটাই মজার ছলে অপমান করার উদ্দেশ্যে নয়। ‘খামখেয়ালী ‘ বা ছিটগ্রস্থ’ বলেন অনেকে। স্ক্রু-ঢিলা শব্দ টাও কেউ কেউ ব্যাখ্যা করেন (Tarkatan characters)।
আরো পড়ুন- Molasses : গুড়ের মিষ্টি গন্ধ আর স্বাদ মানুষের মন কেড়ে নেয়, কিন্তু সাবধান ! ভেজাল গুড় খাচ্ছেন না তো?
আসলে কী বলুন তো এগুলো খুব কাছের মানুষকে বলা যায়। যার সাথে খুনসুটি , বন্ধুত্ব , আদর আর মান অভিমানের সম্পর্ক আছে। এইসব শব্দের আরও নিশ্চয়ই প্রতিশব্দ বা সমার্থক শব্দ আছে। ইংরেজিতে বলতে গেলে, ‘whimsical’, ‘eccentric’, ‘capricious’, ‘cranky’, প্রভৃতি বলা চলে। তবে বাংলা কথাগুলো অনেক বেশি পশ্চিমবঙ্গের মানুষের কাছে জনপ্রিয়।
মানে বিষয়টা হয়তো একই কিন্তু বক্তার বক্তব্যে কোন শব্দ উঠে আসবে, তাতে সেই এলাকা বা জেলা বা রাজ্য তথা দেশের ভাষার প্রভাব পড়ে। তাই ইংরেজিতে শব্দগুলোর যে মানে বাংলাতে দেশ বা রাজ্যভিত্তিক শব্দ গুলো আলাদা আলাদা হয়। আমি কি আবার তালকানা বলেও অভিহিত করে থাকেন নির্দিষ্ট মানুষকে। তবে এসবের পুরোটাই হয় প্রেক্ষিতের উপর নির্ভর করে।
আরো পড়ুন- Earphone : ইয়ারফোন ব্যবহার করেন? তাহলে অবশ্যই ইয়ারফোন কেনার আগে এই বিষয়গুলো জেনে নিন
কাকে কখন কোন অবস্থায় কী ভাবে বলছেন এটা গুরুত্বপূর্ণ। আর একটা কথা কি বলুন তো, মনের ভাষা মন বোঝে ।সে ক্ষেত্রে কোনও অনুভূতি ব্যক্ত করতে আদৌ ভাষার প্রয়োজন হয় কি? উত্তরটা জানা থাকলে জানাবেন নিশ্চয়ই।