Breaking Bharat : শনিবার মহিষাদলের সাঁতারের কোচ তপন প্রাণিগ্রাহীকে রাষ্ট্রপতি ভবন থেকে রাষ্ট্রপতি দ্রোণাচার্য পুরস্কারে (Dronacharya Award) সম্মানিত করেন। ভারত সরকারের দেওয়া ‘ দ্রোণাচার্য ’ ( লাইফ টাইম ) অ্যাওয়ার্ড পেয়েছেন বিখ্যাত সাঁতার প্রশিক্ষক পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের বাসিন্দা তপন কুমার পানিগ্রাহী ।এই ধরনের পুরস্কার পাওয়ায় খুশি ক্রীড়া মহল, খুশি মহিষাদলবাসী। তপনবাবু মহিষাদল রাজ হাইস্কুলে পড়াকালিন আন্ত : স্কুল সাঁতার প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন । সালটা তখন ১৯৭৪ । সেই যে সাফল্য , তারপর তাকে পিছন ফিরে তাকাতে হয়নি ।
রাজ্য এবং এবং জাতীয় স্তরে বহু সাফল্য অর্জন করেছেন তিনি । বাড়ির পুকুর থেকেই তার সাঁতার শুরু তারপর মহিষাদল রাজ হাইস্কুলের পুকুরে প্রশিক্ষণ এবং হিজলি টাইডাল ক্যানেলেও তিনি প্রশিক্ষণ করতেন। ১৯৯১ সালে স্পোর্টস অথোরিটি অফ ইণ্ডিয়ার গুজরাটের গান্ধীনগর কমপ্লেক্সে সাঁতার প্রশিক্ষক হিসেবে যোগ দেন তিনি । পরে সংস্থার দিল্লি এবং মহারাষ্ট্রের পঞ্চভেলি সাই কমপ্লেক্সে সাঁতার প্রশিক্ষক হিসেবে ছিলেন ।
আরো পড়ুন- Eyes are jumping: ডান চোখ না বাঁ চোখ ? কোন চোখ লাফাচ্ছে ? চোখের সমস্যা না তো?
অনন্যা পানিগ্রাহী , কোমল আথারে , প্রশান্ত কর্মকার , পুলকিত কুমারদের মতো প্রতিষ্ঠিত নামি সাঁতারু তাঁর হাতে তৈরি । এমন প্রশিক্ষণ পর্বে জাতীয় স্তরে আড়াইশো এবং আন্তর্জাতিক স্তরে ষাট জন প্রতিভাবান সাঁতারুকে তিনি তালিম দিয়েছেন । আর এত কিছুর জন্য তাঁর স্বীকৃতি সম্মানের তালিকাও বেশ লম্বা ।
আরো পড়ুন- রুটি না লুচি? আটা না ময়দা? তফাৎ টা ঠিক কোথায় বলুন তো ?
আরো পড়ুন- কেউ অল্পেতেই উফ আফ! কেউ আবার লঙ্কার পর লঙ্কা খেয়েও ঝাল স্বাদ পান না,কেন জানেন?
২০০৪ সালে সাই – এর সেরা কোচ পুরস্কার , ২০১২ মহারাষ্ট্র সরকারের ছত্রপতি শিবাজী পুরস্কার , ২০১৮ ফিজিক্যাল এডুকেশন ফাউন্ডেশন অফ ইণ্ডিয়ার বেস্ট কোচ পুরস্কার পেয়েছেন । স্পোর্টিস প্রমোশন ২০২০ তপন পাণিগ্রাহী । ইন্টারন্যাশনাল স্পোর্টস এক্সেলেন্স অ্যাওয়ার্ডে সম্মানিত এই বঙ্গসন্তান । আর ২০২১ এই দ্রোনাচার্য পুরস্কারে খুশি তার পরিবারের লোকেরা।