Breaking Bharat: আজ থেকেই ব্যাঙ্কিং সেক্টরে নতুন নিয়ম (New Rules) চালু হচ্ছে। সেভিং অ্যাকাউন্টে কমছে সুদের হার! কিছু কিছু ক্ষেত্রে দিতে হবে অতিরিক্ত করও। এছাড়া পিএফ গ্রাহকদের জন্যও বড়সড় বদল। সব মিলিয়ে ১ ডিসেম্বর থেকে ব্যাংকিং, আর্থিক এবং অন্যান্য খাতে কী কী বদল এসেছে, জেনে নিন একনজরে:
ইদানীং ইএমআই-এ জিনিসপত্র কেনাকাটার প্রবণতা বেড়েছে অনেকটাই। এই কিস্তির ক্ষেত্রে এতদিন পর্যন্ত ইএমআই-এর ক্ষেত্রে প্রসেসিং ফি নিত না স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (State Bank of India)। তবে ১ ডিসেম্বর থেকে ইএমআই লেনদেনের উপর প্রসেসিং ফি নেবে বলেই জানিয়েছে এসবিআই।
তাছাড়া সংস্থার ক্রেডিট কার্ড পরিচালনায় থাকা এসবিআই কার্ডস অ্যান্ড পেমেন্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেড নয়া নিয়ম সম্পর্কে জানিয়েছে, এসবিআই ক্রেডিট কার্ড হোল্ডারদের যে কর দিতে হতো, তা তো দিতে হবেই, পাশাপাশি অতিরিক্ত ৯৯ টাকা প্রসেসিং ফি হিসেবে দিতে হবে।
অন্যদিকে সুদের হার কমছে পিএনবি-র সেভিংস অ্যাকাউন্টে (savings account) । ১০ লক্ষ টাকার কম অ্যাকাউন্ট ব্যালেন্সের জন্য পিএনবি সেভিংস অ্যাকাউন্ট ডিপোজিটের সুদের হার ১০ বেসিস পয়েন্ট এবং ১০ লক্ষ এবং তার বেশি অ্যাকাউন্ট ব্যালেন্সের জন্য ৫ বেসিস পয়েন্ট কমানোর সিদ্ধান্ত জানিয়েছে সংস্থা। ফলে নয়া নিয়ম অনুসারে বার্ষিক ২.৮% এবং ২.৮৫% করা হয়েছে। যা আজ থেকেই কার্যকরী হচ্ছে।
আরো পড়ুন- জীবনের সবচেয়ে কাছের মানুষগুলো কেন দুঃখ দেয়? এমনটা হলে কি করা উচিত ?
পেনশনের (Pension) ক্ষেত্রেও আজ থেকে বড়সড় বদল। বন্ধ হয়ে যেতে পারে আপনার পেনশন। এই সুবিধা যাঁরা পাচ্ছেন, তাঁদের মধ্যে ৮০ বছরের বেশি বয়সিরা বেঁচে আছেন কি না, তার শংসাপত্র জমা করার কথা জানিয়েছিল সংশ্লিষ্ট দফতর। আর সেই শংসাপত্র জমা করার প্রক্রিয়ার শেষ দিন পেরিয়ে গেছে৷ আপনি যদি পেনশনভোগী হন, সেক্ষেত্রে এই শংসাপত্র জমা না করে থাকেন, তাহলে বন্ধ হতে পারে পেনশন।
আরো পড়ুন- Use of Mirrors: নিজের মুখ আর রূপ দেখার জন্যই কি আয়না? যদি আয়না না থাকতো, তাহলে?
কোভিড পরিস্থিতির জেরে অর্থনীতির ওপর যে প্রভাব পড়ছে, তার জেরেও মূল্যবৃদ্ধির ঘটনা ঘটছে। এবার কোপ পড়ল দেশলাই বক্সের দামেও। কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় প্রায় দেড় দশক পর বাড়তে চলেছে ম্যাচ বক্সের দাম।
১ ডিসেম্বর থেকে ম্যাচবক্সের খুচরো মূল্য ১ টাকার বদলে ২ টাকা হবে। তবে তার বদলে বাক্সে দেশলাই কাঠির সংখ্যাও বাড়ানো হচ্ছে বলে সূত্রের খবর। এতদিন পর্যন্ত একটি ম্যাচবক্সে ৩৬টি দেশলাই কাঠি থাকত। নতুন দামের ম্যাচবক্সে কাঠি থাকবে ৫০ টি।
আরো পড়ুন- Kissing is good for health: চুমু খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো জানেন কি?
এছাড়াও নিয়মে বদল আসতে চলেছে কর্পোরেট সেক্টরেও। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা EPFO-এর সুবিধাভোগী কর্পোরেট সেক্টরের কর্মীদের -এর প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের সঙ্গে আধারের লিঙ্ক অবশ্যই করাতে হবে। নইলে এক্ষেত্রেও বড়সড় সমস্যার মুখে পড়তে পারেন কর্মীরা।