Breaking Bharat : ‘ইয়র্কারের রাজা’ নটরাজনকে চিনুন (T. Natarajan)! বাইশ গজে সম্মান ছাড়াও আজ ১৫ কোটির মালিক নটরাজন,অভাবের তাড়নায় তাঁদের দুবেলা খাবার জুটত না।। তবে আজকের ‘হিরো’ হয়ে ওঠার নেপথ্যে নটরাজনের যে লড়াই রয়েছে, তা হয়তো সহজে আন্দাজ করাও সম্ভব নয় (T Natarajan profile and biography)।
বর্তমানে ক্রিকেট বিশেষজ্ঞরা তাঁকে ‘ইয়র্কারের রাজা’ বলে তুলনা করছেন (Yorker King T.Natarajan)। টি নটরাজন বর্তমানে দেশের হয়ে চুটিয়ে খেলছেন তিন ফরম্যাটের ক্রিকেটেই। অথচ তাঁর জীবনেই এমন এক কঠিন সময় গেছে, যখন টেনিস বল কেনারও সামর্থ্য ছিল না। মায়ের সঙ্গে রাস্তার পাশে বসে মুরগি বিক্রি করতেন তিনি। নটরাজনের এই লড়াই হার মানাবে সিনেমার চিত্রনাট্যকেও।
পর্দায় নন, ‘রিয়েল হিরো’ নটরাজন। পুরো নাম থাঙ্গারাসু নটরাজন (t. natarajan full name Thangarasu Natarajan)। টি নটরাজন ২৭ মে ১৯৯১, তামিলনাড়ুর সালেমের একটি ছোট গ্রাম চিন্নাপ্পাট্টিতে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পরিবারের আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে অনেক সময় তাঁদের দুবেলা খাবার জুটত না। তাঁর বাবা একটি সামান্য চাকরি করতেন। তিনি এবং তাঁর মা রাস্তার পাশে মুরগি বিক্রি করতেন।
২০২০ সালের আইপিএল-এ তিনি নজর কাড়েন সারা বিশ্বের। একসময় তিনি টেনিস বলে ক্রিকেট খেলতেন। সেই সময় তাঁর অ্যাকশন নিয়ে নানাবিধ প্রশ্ন ওঠে। কিন্তু কীভাবে নটরাজনের জীবনে বদল আসে?(How Natarajan’s life changed)
সংবাদসূত্রে প্রকাশ, নটরাজনের জীবন বদলে যায় পরামর্শদাতা এ. জয়প্রকাশের সংস্পর্শে এসে। তারপর দেখা যায় বড়সড় বদল। একবার এক ওভারে ৬টি ইয়র্কার ছুঁড়ে সবাইকে চমকে দেন তিনি (T Natarajan Cricket Career)।
আরো পড়ুন- Post office : ৫ হাজার টাকা বিনিয়োগে ব্যবসা শুরু করতে চান?
২০১১ সালে তিনি তামিলনাড়ুর হয়ে প্রথম সুযোগ পান এবং নজরকাড়া পারফরম্যান্স করেন। ৫ জনুয়ারি ২০১৫ সালে তামিলনাড়ুর হয়ে প্রথম রঞ্জি খেলেন তিনি। ২০১৭ সালে কিংস ইলেভেন পাঞ্চাব (Kings XI Punjab) তাঁকে ৩ কোটি টাকায় কিনলেও আইপিএল-এ ভাল পারফর্ম করতে পারেননি তিনি চোটের কারণে।
আরো পড়ুন- Phone for Viruses: আপনার ফোনে কি ভাইরাস আছে ?গোপন নথি কেউ হাতিয়ে নিচ্ছে না তো ?
খারাপ পারফর্মেন্সএর কারণে পরে মাত্র ৪০ লাখ টাকায় তাঁকে কেনে সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Hyderabad)। গত মরশুমেও মোট ৬০টি ইয়র্কার করেছেন তিনি। একসময় নিজের বাড়ি ছিল না তাঁর। আইপিএল এর টাকা দিয়ে বাড়ি বানান তিনি৷ শুধু সেখানেই থেমে থাকেনি নটরাজনের স্বপ্ন। নিজের গ্রামে ছোটদের জন্য ক্রিকেট অ্যাকাডেমিও করেছেন টি নটরাজন।
আরো পড়ুন- Father is happy : বাবা হওয়া কি এতই সোজা ? বাবারা কখন আনন্দ পায় জানেন ?
২০২০ আইপিএল এর পর বরুণ চক্রবর্তীর ইনজুরির কারণে তাঁকে ভারতের জাতীয় দলে সুযোগ দেওয়া হয় এবং তিনি সেই সুযোগের সদ্ব্যবহার করেন। (Thangarasu Natarajan is an Indian cricketer) তবে আজকের ‘হিরো’ হয়ে ওঠার নেপথ্যে নটরাজনের যে লড়াই রয়েছে, তা হয়তো সহজে আন্দাজ করাও সম্ভব নয়।