Breaking Bharat: সবাই তো আর সব্যসাচী নন যে দুহাত-পা সমান চলে। কিন্তু সামনে পিছনে হাত-পা চলেই বা কেন?মানে দ্বি-পদ বিশিষ্ট প্রাণী । মানে দুটো পা আছে বাকি দুটি হাত। পা দিয়ে মানুষ এগিয়ে চলে আর হাতটাও নড়ে সমান তালে। কখনও ভেবে দেখেছেন এত সুন্দর ব্যালেন্স হয় কি করে আর কেনই বা হয়?(Swinging arms while walking)
পৃথিবীতে কোন কিছুই কার্য কারণ ছাড়া হয় না। আর শারীর বিদ্যা মানে শরীরের গঠন নিয়ে যে শিক্ষা তাহলে ফিজিওলজি। সেখানে বলা হয় মানুষের দেহের গঠনগত যে পরিকাঠামো আছে তা নির্দিষ্ট বৈজ্ঞানিক ব্যাখ্যা দ্বারা আলোচিত। সব কিছুর পিছনে কারণ থাকে। এই যেমন চোখের পাতা নড়া বা দুটো পা একসঙ্গে ফেলতে না পারা। এই সব কিছুরই নির্দিষ্ট যুক্তি এবং বিজ্ঞানসম্মত ভিত্তি আছে। আজকে আপনাকে জানাই (asymmetrical arm swing)
মানুষ হাঁটার সময় দুই হাত সামনে পিছনে নাড়ায় কেন? (Swinging arms while walking)
এক কথায় যদি উত্তর চান তাহলে বলি দেহের ভারসাম্য বজায় রাখতে। ভর ও ভার – এর কারণে মানুষ হাঁটার সময় নিজের অজান্তে হাত সামনে পিছনে নাড়াতে থাকে (humans move their arms when they run)। আরও পরিষ্কার করে বলতে গেলে, মানুষ যখন হাঁটে তখন হাটার জন্য একটা কৌণিক ভরবেগ তৈরি হয়। কৌণিক ভরবেগ বেশি হলে হাটার সময় মানুষ উলটে পড়ে যেতে পারে। তাই হাটার সময়ে আমাদের ডান পা সামনে এগোতে গেলে, বাম হাত পেছনে যায় এবং একইভাবে বাম পা সামনে গেলে ডান হাত পেছনে যায় (importance of swinging arms while walking)।
আরো পড়ুন- Rat Experiment : ইউনিভার্স ২৫’ কী? ইঁদুরের থেকে কি মানুষের চরিত্র বোঝা সম্ভব?
আসলে বিষয়টা হলো ব্যালেন্স করা। এক পা সামনে যাওয়ার কারণে যে কৌণিক ভরবেগ তৈরি হয়, তা কমিয়ে আনতে হলে বিপরীত দিকের অঙ্গ সঞ্চালন প্রয়োজন। তাই হাত পেছনে যায় (walking without moving arms psychology)। এভাবেই হাত পা এর বিপরীত দিকে চলার জন্য যে বিপরীতমুখী বলের সৃষ্টি হয় তা মোট লব্ধ কৌণিক ভরবেগকে কমিয়ে আনে এবং দেহের ভারসাম্য প্রদান করে (only one of arms swing when walk)।
আরো পড়ুন- Dog : প্রাণী হিসেবে কুকুরের জুড়ি মেলা ভার। কিন্তু কেন কুকুর মানুষের এতো প্রিয় হয়ে উঠল?
আরো পড়ুন- Work from home : বাড়ি থেকে অফিসের কাজ? এই নয়া পদ্ধতির ভালো খারাপ দিক কী কী?
এই কারণের জন্যই সুন্দরভাবে ছান্দিক গতিতে হাত-পা চলাচল করে। কিন্তু যদি কোনও সমস্যা মনে হয় তাহলে কিন্তু বিষয়টি হালকাভাবে নিলে চলবে না। অর্থাৎ হাত এবং পায়ের ভারসাম্য রক্ষা স্বাভাবিক ঘটনা (fitness walking beneficial)। যদি অন্যথা কিছু হয়, যেমন ধরুন বাচ্চা যখন হাঁটতে শিখেছে সেখানেও অস্বাভাবিক কিছু লক্ষ্য করছেন, তা হলে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিন। বিষয়টি ফেলে রাখবেন না। সুন্দর স্বাভাবিকভাবে সাবলীল গতিতে এগিয়ে যাক মানব জীবন এটাই একান্ত কাম্য (swinging arms while walking body language)।