Breaking Bharat: বাংলা সিনেমার খোকাবাবু দেব (দীপক অধিকারী) এখন সিনে দুনিয়ার অনুপ্রেরণা? সিনেমা থেকে রাজনীতি, এক হাতে কীভাবে সব সামনে চলেছেন দেব (Dev)?
আসল নাম দীপক অধিকারী (Deepak Adhikari), সবার কাছে দেব। হাসিখুশি প্রাণোচ্ছল ছেলেটা এখন রাজ্যের সাংসদ। তার কাছে কেউ গেলে কিশমিস মাখানো হাসিমুখে তার পাশে থাকেন দেব। বাংলা চলচ্চিত্রে যাকে দেখতে পাবার জন্য হল ভরিয়ে দেন দর্শক। আজকে চলুন তার জীবনযাত্রা নিয়ে একটু আলোচনা করা যাক (superstar dev)।
সিনেমার জগতের কাছে যিনি দেব, আসলে তিনি দীপক অধিকারী আবার বাড়ির লোকের কাছে তিনি রাজু। এভাবেই নানা রূপে জীবন আর পরিবার সঙ্গে কাজ – সবটাই সামলাচ্ছেন তারকা সংসদ। (What is the age of Dev?) কেশপুরের মহেশখালি গ্রামে ১৯৮২ সালের ২৫ শে ডিসেম্বর জন্ম। মুম্বাইয়ের বান্দ্রার পুরস্তম হাই স্কুল ও পরবর্তীকালে পুনের ভারতীয় বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন এ ডিপ্লোমা ডিগ্রি লাভ। Dev (Bengali actor)
ছোট থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল দেব এর, তাই কলেজ জীবন শেষ হওয়ার পর “কিশোর নমিত কাপুর অ্যাক্টিং একাডেমী” থেকে অভিনয়ের কোর্স করেন তিনি। টলিউডে আসার আগে একটি মিউজিক ভিডিওতে শিব বন্দনায় দেখা গেছিল দেব কে।
অভিনেতা হিসেবে কাজ শুরুর পূর্বে আব্বাস মস্তানের ‘টারর্জান দ্য ওয়ান্ডার কার’ ছবির সেটে অবসার্ভার হিসেবে দেব কাজ করেছিলেন। বাবা মধ্যবিত্ত পরিবারে ক্যাটারিং এর ব্যবসা সামলান তাই বড় বড় অভিনেতাদের নানা সামাজিক অনুষ্ঠানে বাসন মাজার কাজও করেছেন আজকের তারকা সংসদ দেব। মাটি থেকে মাথা তুলে দাঁড়িয়েছেন। তাই আজও কোন তারকা সুলভ অহংকার নেই, দেব যেন ঘরের ছেলে।
“অগ্নি শপথ” সিনেমায় রচনা ব্যানার্জীর (Rachna Banerjee) বিপরীতে কাজ করলেও মূল পরিচিতি “আই লাভ ইউ” সিনেমা থেকে। জুটি বাঁধলেন একের পর এক নায়িকাদের সঙ্গে। হিরো থেকে হয়ে গেলেন সুপার স্টার। ব্যক্তিগত জীবনে শুভশ্রী গাঙ্গুলীর (Subhasree Ganguly) সঙ্গে সম্পর্ক থাকলেও এখন রুক্মিনী মৈত্র (Rukmini Maitra) তার ভালো বন্ধু।
কেরিয়ারের একটা সময় হার্ডকোর কমার্শিয়াল ছবি করার পর, প্রযোজক দেব একটু ভিন্নধর্মী চরিত্রে নিজেকে কেরিয়ার এগিয়ে নিয়ে যাচ্ছেন আজকাল। বাবা গুরুপদ অধিকারী কে ভীষণ ভালোবাসেন দেব। নিজের প্রোডাকশন হাউজে সবার আগে রেখেছেন বাবার নাম। কখনো একটা কাজে নিজেকে সীমাবদ্ধ রাখেননি দেব।
আরো পড়ুন- Sonagachi : সোনাগাছির নিষিদ্ধ পল্লীর অজানা কাহিনী, জানলে আপনি খুব কষ্ট পাবেন?
রাজনীতিতে বাঁধলেই মানুষের জন্য কাজ করতে শুরু করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অত্যন্ত স্নেহধন্য তিনি। তৃণমূল কংগ্রেসের টিকিটে দুই দুবারের বিজয়ী সংসদ। অকপটে লোকসভায় তুলে ধরেছেন তার এলাকার সমস্যার কথা। উচ্চারণ অভিনয় এইসব নিয়ে বহু সমালোচনা হয়েছে। কিন্তু তবুও থেমে থাকেননি দেব।
আরো পড়ুন- jeet actor : বাংলা ছবির বস সুপারস্টার জিৎ, লাইম লাইটে আসার নেপথ্য কাহিনী জানেন ?
রবি কিনাগী থেকে রাজ চক্রবর্তী, অপর্ণা সেন থেকে সৃজিত মুখোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায় – সকলের সঙ্গে কাজ করেছেন দেব। তার অভিনীত সিনেমার তালিকা অনুরাগীদের মুখস্থ। চ্যাম্প’, ‘ককপিট’ ও ‘কবীর’ পরপর তিনটি ছবিতে কাজ করার পর দেব ও রুক্মিণীর সম্পর্কের কথা ছড়িয়ে পড়ে সর্বত্র (Who is the Dev wife ?)।
তবে বিভিন্ন সাক্ষাৎকারে একে অপরের বিষয়ে কথা বললেও, সরাসরি সম্পর্কের স্বীকার করেননি এই দুই তারকা, তবে ইঙ্গিতে ইশারায় বুঝিয়ে দিয়েছেন নিজেদের সম্পর্কের কথা।
আরো পড়ুন- Mayapur Iskcon : কৃষ্ণ নাম হরিনাম বড়ই মধুর, মায়াপুরের ইসকন সম্পর্কে জানেন?
দেব আজকের দিনে দাঁড়িয়ে শুধু বিনোদন জগতের এক নায়ক নন বা রাজনীতির মঞ্চের এক নেতা নন। তিনি অনুপ্রেরণা, বাংলার মানুষের তিনি নয়ন মনি।