Breaking Bharat: (Rats): পুরুষ এবং নারী নয় শুধুমাত্র দুই নারীর মিলনেই ভূমিষ্ঠ হল সন্তান? অবাক করা সত্যি আজ আপনাদের সামনে
সমোলিঙ্গের মিলনেও সন্তান জন্ম নিচ্ছে?
যুগ যুগ ধরে সৃষ্টির আদিকাল থেকে নারী পুরুষের মিলনে পরবর্তী প্রজন্ম পৃথিবীর আলো দেখেছে। এভাবেই প্রাণের সৃষ্টি হয়েছে আর সভ্যতা এগিয়ে গেছে। কিন্তু এই দুনিয়ায় অনেক কিছুই হয় যা অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে ঘটে। সেরকমই এক অবাক করা কাণ্ড আজ আপনাদের সামনে তুলে ধরতে এই প্রতিবেদন। ভাবতে পারেন সমোলিঙ্গের মিলনেও সন্তান জন্ম নিচ্ছে? মানুষ যা ভাবতে পারিনি সেটাই প্রাণী করে দেখিয়েছে।
আজকের যুগে চিকিৎসা বিজ্ঞান অনেকটা এগিয়ে গেছে। সেখানে নানা রকমের এক্সপেরিমেন্ট হচ্ছে। বিশেষ করে আইডির পদ্ধতিতে সন্তান ধারণ বা টেস্ট টিউব বেবি এখন বেশ জনপ্রিয় হয়েছে। স্পার্ম ডোনেট করা বা সারোগেসি (Surrogacy) এখন ভীষণ চেনা প্রক্রিয়া ও শব্দ সাধারণ মানুষের কাছে।
কী ভাবছেন পুরুষ? তাহলে কি চিন্তায় পড়লেন?
সেখানে দাঁড়িয়ে সন্তান ধারণের আরো নতুন নতুন পদ্ধতি যে অদূর ভবিষ্যতে আবিষ্কৃত হবে না তা কে বলতে পারে? এ বিষয়ে আপনাদের একটি সত্য কাহিনীর কথা জানাই। একদল চাইনিজ বিজ্ঞানী ইঁদুরের ওপর গবেষণা (Studies on rats) চালিয়ে এই বিষয়ে সফলতা পেয়েছেন। মানে সম লিঙ্গের মিলনে সন্তান ধারণ- এটা সম্ভব হয়েছে। দেখিয়েছেন চীনের বিজ্ঞানীরা।
দুটি মা ইঁদুর থেকে জন্ম নিয়েছে একটি বাচ্চা ইঁদুর, কোন বাবা ইঁদুরের দরকার পড়েনি। প্রাণী জগতে প্রজননের নিয়ম পাল্টে দেওয়া এই গবেষণাটি চালায় চীনের একাডেমি অব সায়েন্স। একই পরীক্ষা পুরুষ ইঁদুরদের ওপরও চালানো হয়। সেখানেও জন্ম দেয়া সম্ভব হয়েছে বাচ্চা ইঁদুরের, যদিও সদ্যজাতদের বেশিদিন বাঁচিয়ে রাখা যায়নি।
কেন এমন পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন বিজ্ঞানীরা?
এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে কেন এমন পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন বিজ্ঞানীরা? প্রজননের জন্য দুই বিপরীত লিঙ্গ আসলে কতটা অপরিহার্য – ঠিক এই প্রশ্নটাই ওকে দিয়েছিল গবেষকদের মনে। তারা তাদের কৌতুহল নিবারণ করতে চাইছিলেন। তারপরই এভাবে পরীক্ষা করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং তার বাস্তব প্রয়োগ আমরা দেখতে পাই।
মানুষ থেকে শুরু করে সব ধরণের স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে কেবলমাত্র দুই বিপরীত লিঙ্গের মিলনের মাধ্যমেই নতুন শিশুর জন্ম হওয়া সম্ভব। মায়ের কাছ থেকে দরকার হবে ডিম্বাণু, বাবার কাছ থেকে শুক্রাণু। কিন্তু বিশ্বের অন্য অনেক ধরণের প্রাণীর বেলায় কিন্তু এই একই নিয়ম প্রযোজ্য নয়। কিছু মাছ, সরীসৃপ, উভচর এবং পাখি কিন্তু একা একাই প্রজননের কাজটি করতে পারে।
আরো পড়ুন- Taj Mahal in Agra : আগ্রার তাজমহলের গোপন রহস্য! কলঙ্ক নাকি আলোর উত্থান ?
তবে এক্ষেত্রে জানিয়ে রাখা ভালো যে, এই প্রক্রিয়ায় এখনো কোন মানব শিশু জন্ম নেয়নি এবং দেওয়াও সম্ভব হয়নি। কিন্তু চীনের জেনেটিক্যাল ডিপার্টমেন্টের গবেষকরা অত্যন্ত আনন্দিত তাদের সাফল্য এভাবে নতুন অধ্যায় সৃষ্টি করায়। চীনের বিজ্ঞানীরা বলছেন, দুটি মা ইঁদুর (Two mother mice) থেকে জন্ম নেওয়া বাচ্চা ইঁদুরগুলো একেবারেই সুস্থ ও স্বাভাবিক। এবং তারাও পরবর্তীতে বাচ্চা ইঁদুরের জন্ম দিয়েছে।
আরো পড়ুন- Snake Dream : সাপের স্বপ্ন দেখলে বংশ বৃদ্ধি এমনকি কোটিপতিও হতে পারেন আপনি, জানেন?
কী ভাবছেন পুরুষ? তাহলে কি একটু চিন্তায় পড়ে গেল সমাজ? এমনিতেই মেয়েরা দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে তাহলে কি আর এই কাজের জন্য পুরুষদের প্রয়োজন পড়বে না? উত্তরটা এখন হ্যাঁ বা না পেয়ে দেওয়া সম্ভব নয়।
তবে এক্ষুনি এই মুহূর্তে মানব প্রজনন ক্ষেত্রে বড় বদল হয়তো আসছে না। কিন্তু তাই বলি ভবিষ্যতেও যে আসবে না সেটা বোধহয় নিশ্চিত করে বলা উচিত হবে না। তাই নতুন চমক দেখার অপেক্ষায় থাকুন!