Stressful marriage depression: বিয়ের আগে টেনশন! বিয়ের লাড্ডু খেয়ে পস্তাবেন নাকি না খেয়ে? নয়তো পরে আবার আফশোষ করবেন না তো? সেই কারণেই বিয়ের লাড্ডু খাবেন না ছেড়ে দেবেন, এটা নিয়ে আজকের প্রতিবেদন ।
বিয়ে ব্যাপারটা বরং মধুর। যতই বাহানা করুন মুখে না না বলুন, বিয়ের ফুল ফুটলে কেউ আটকাতে পারবেনা। যুগ যুগ ধরে এমনটাই হয়ে এসেছে। আসলে বিয়ে শব্দটা ভীষণ আকর্ষণীয়। না করলে মনে হয় ইস কি একটা মিস করলাম । তবে বিয়ে করলে আবার না না ঝক্কি পোয়াতে হবে বলে টেনশন থেকে যায়।
বিয়ের আগে কেন বাড়ে টেনশন?
ফেলুদার সঙ্গী লালমোহন গাঙ্গুলী থাকলে হয়তো এই পরিস্থিতিতে বলতেন, বিষয়টাকে কালটিভেট করতে হচ্ছে মশাই ! এটা সত্যি কথা। বিয়ে নিয়ে একরাশ প্রশ্ন মানুষের মনে ছিল আছে আর আগামীতেও থেকে যাবে। সেই কারণেই বিয়ের লাড্ডু খাবেন না ছেড়ে দেবেন, এটা নিয়ে আজকের প্রতিবেদনে একটু বিস্তারিত আলোচনা করার প্রচেষ্টা আমাদের।
সাদাকালো সমস্যার ভিড়ে বিয়ে ব্যাপারটা কিন্তু বেশ রঙিন, এটা অস্বীকার করলে চলবে না। চারপাশে প্রচুর লোকজন, একগুচ্ছ খুশির জোয়ার ,অনেক রং অনেক আনন্দ, ঝলমল করে ওঠা চারপাশ বুঝিয়ে দেয়, হ্যাঁ এসেছে ‘বিয়ের লগন’ ।
কিন্তু সাত পাকে বাঁধা পড়ার আগে সাত পাঁচ ভাবনারা মাথায় চলে আসে অনবরত। এই কারণেই তো বিয়ের আগে টেনশন বাড়ে কখনো কখনো শরীরটা খারাপ হয়। আসলে যারা ইতিমধ্যেই বিয়ে করে ফেলেছেন তারা বলবেন বিয়ের আগে বিষয়টা যত রঙিন মনে হয়, বিয়ে করার পর দেখা যায় সেই রং সমস্যার ভিড়ে ফিকে হয়ে যাচ্ছে।
তখন থেকে যায় ছাপোষা সাদা-কালোর বাহার। প্রেম আর বিয়ে দুটো সম্পূর্ণ আলাদা অনুভূতি।। সমাজ যদিও মনে করে প্রেমের পরিণতি হচ্ছে বিয়ে। কিন্তু শিল্পী সাহিত্যিক সকলেই বলে গেছেন প্রেমের পরিণতি বিয়ে নয় কারণ প্রেম কখনোই পূর্ণ হতে পারে না। ভালোবাসার পরিণতি যদি বিয়ে হতো তাহলে রাধাকৃষ্ণের প্রেম কাহিনী এভাবে ব্রহ্মাণ্ড বন্দিত হতো না। আসলে প্রেম আর বিয়ের মানেটা আলাদা ।
বিয়ে করার সুবিধা ও অসুবিধা কি?
আজকের আলোচনায় আমরা বলছি বিয়ের কথা। মেয়ে এবং ছেলে অর্থাৎ নারী এবং পুরুষের মধ্যে বিয়ে বিষয়টা নিয়ে ভাবনার একটা পার্থক্য শুরু থেকেই ছিল আজও আছে।
একটা ছোট্ট উদাহরণ দিলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। বিয়ের আগে মেয়েটা ভাবে তার স্বামীর সঙ্গে একটা দারুন সুন্দর জীবন কাটাবে। আবেগপ্রবণ ভাবনার সঙ্গে বাস্তবের মিল থাকেনা ফলে সবসময় সেটা সম্ভব হয় না।
আরো পড়ুন – পাপের শাস্তি শুধু সময়ের অপেক্ষা! পাপ করলে রেহাই নেই কিছুতেই! শাস্তি তোলা আছে অন্য কোথাও?
এতেই পারে অশান্তি দূরত্ব স্বামী স্ত্রী একে অন্যকে বলতে শুরু করেন “তুমি আর আগের মতো নেই।” ব্যাস এখান থেকেই সম্পর্কের প্রতি বিতৃষ্ণা জন্মাতে শুরু করে। তখন মনে হয় বিয়ে না করলেই বোধহয় ভালো হতো। আসলে যখন কোন কিছু আপনার নিজের কাছে নেই অনেকটা দূরে আছে, তার প্রতি যে আকর্ষণ ,সেটা কাছে চলে এলে মোহ কেটে যায় – এটা সত্যি।
আরো পড়ুন – বিবাহিত স্বামী-স্ত্রীর জীবনে ঝগড়া কি আবশ্যিক? বিবাহিত সম্পর্কে ঝগড়া ঠিক কতটা প্রয়োজনীয়?
আসলে কি জানেন বিয়ের ব্যাপারটা উভয় পক্ষের তাল মিল না থাকলে হয় না। অবিবাহিত মানুষেরা ভাবেন বিয়ে করলে গাছে একজন মানুষ থাকবে সব সময়। বিবাহিত মানুষেরা ভাবেননি কেন সব সময় কানের কাছে একজন বকবক করেই চলেছে, একটু একা থাকা যায় না ? আসলে মানুষ বদলায় তার পরিস্থিতির কারণে। এর জন্য বিয়ে করা বা না করার কোন যোগসূত্র নেই।
আরো পড়ুন – Married: বিয়ে মানে কি? ঠিক কী কারনে বিয়ে করে নারী পুরুষ?
পরিশেষে একটা কথা বলি বিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পর্ক গুলোর মধ্যে একটা। তাই তাকে সম্মান করুন, ভালবাসুন। সে ছেড়ে যেতে চাইলেও তাকে আগলে আঁকড়ে রাখুন। প্রাণ ভরে বাঁচুন, দাম্পত্য উপভোগ করুন। মনে রাখবেন সবার ভাগ্যে এটা জোটে না। ‘ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে,ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে”