Stop Spam call: বারবার স্প্যাম কল আসছে ? কী ব্যবস্থা নিয়েছেন? জানেন কারা করছে এই কাজ? যত দিন যাচ্ছে ততই প্রতারণার ব্যবসা বাড়ছে রমরমিয়ে। চারিদিকে জালিয়াতির ফাঁদ পাতা। কী করবেন এদের খপ্পরে পড়লে ?
দেখুন আজকাল সাবধান থাকা দরকার। আমাদের কম বেশি প্রত্যেকের ফোনেই স্প্যাম কল আসে। কখনও আমরা তা নিয়ে মাথা ঘামাই, কখনও এড়িয়ে যাই। কিন্তু অবহেলা করলে হবে না, গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা দরকার।
দেখে থাকবেন হয়তো প্রতারণার উদ্দেশ্যে যেসব ‘কল বা স্প্যাম কল’ আমাদের ফোনে আসে (Spam calls come to our phones), সেগুলির অধিকাংশই আসে, সেলস, কলসেন্টার,ব্যাংকিং সেক্টর, আর্থিক প্রতিষ্ঠানের নাম করে।
কিন্তু এগুলো কোন ঠিকানা বা দেশ থেকে আসে জানা আছে? দেখুন দেশ শুধু নয় দেশের বাইরে থেকেই এই কল আসে। ঠিক কোথা থেকে আসে সেটা অবশ্য বলা সম্ভব নয়। স্প্যাম কল (Spam calls) করার জন্য মোবাইল ফোন (Mobile phone), একাধিক সিম (Multiple SIM), ভয়েস চেঞ্জিং সফটওয়্যার, বিভিন্ন এ্যাপ্লিকেশন ব্যবহার করা হয়। প্রযুক্তিকে ব্যবহার করে অটোমেটেড ভয়েস কল করা হয়, এটাকে রোবো কল বলা হয়।
প্রতারণামুলক কলের ক্ষেত্রে কী করণীয় ?
এক বার ভুল করে কল রিসিভ করতে পারেন কিন্তু বারবার নয়। সেক্ষেত্রে একাধিকবার কল এলে এটেন্ড না করাটাই শ্রেয়। খুব বিরক্ত বোধ করলে কলারকে ব্লক করে দিন। ডু নট ডিস্টার্ব (Do Not Disturb) ব্যাপারটা ফোনে অ্যাক্টিভ করে রাখুন। অনেকসময় দেখবেন একবার ফোন রিং হয়ে কেটে যায়, সেক্ষেত্রে ওই নম্বরে কলব্যাক করা একেবারে উচিত নয়। না হলে বিপদের কারণ হয়ে উঠতে পারে।
আরো পড়ুন- Savings bank Account: ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খোলার সুবিধা কী?
আরো পড়ুন- ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখেন? জানেন কি এটা সুস্থতার লক্ষণ নাকি অসুস্থতার?
আরো পড়ুন- Buy Medicines : জিনিসপত্র কিনতে দরদাম, কিন্তু ওষুধ কিনতে দরদাম নয় কেন ?
আসলে এক্ষেত্রে প্রতারকরা প্রথমেই রোবো কল করা হয় অর্থাৎ প্রথমে স্প্যামার এটা নিশ্চিত করে যে ফোনটিতে ইনকামিং চালু রয়েছে কী না। স্প্যাম কল রিসিভ করার পর যত দ্রুত সম্ভব লাইন কেটে দিতে হবে। কথা যতই বলা হবে, ততই বিপদে পড়ার সম্ভাবনা বাড়বে। আর হ্যাঁ যত দ্রুত সম্ভব সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে জানানো উচিত।