Breaking Bharat: জল খেতে গিয়ে কোনও ভুল করছেন না তো? প্লাস্টিকের পুরনো বোতলে জল খাওয়া আজই ছাড়ুন! বিশেষজ্ঞরা বলেন যদি পুরনো বোতলে জল খেতে থাকেন দিনের পর দিন তাহলে কিন্তু ক্যান্সারের মতো মারণ রোগ দেহে বাসা বাঁধতে পারে। তাই সাবধান থাকুন (Stop drinking water in old plastic bottles today!)।
জল মানেই জীবন, আর সঠিক ভাবে জল না খেতে পারলে কিন্তু বিপদ ঘনিয়ে আসতে পারে। ডাক্তার বলেন জল খাওয়ার একটা নিয়ম এবং সময় আছে। এটা যদি না মেনে চলেন তাহলে শরীরে জলের ভারসাম্য নষ্ট হতে পারে।
তাই একদিকে যেমন সঠিক পরিমানে জল খেতে হবে আবার অন্যদিকে মাথায় রাখতে হবে জল সঠিক পদ্ধতিতে পান করা দরকার। না হলে কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে।
প্লাস্টিকের পুরনো বোতলে জল খাওয়া আজই ছাড়ুন!
গরম হোক বা শীত, জল পিপাসা পায় না এমন মানুষ মিলবে না। শুধু মানুষ কেন প্রাণীদের খেত্রেও একই কথা খাটে। কিন্তু প্রাণীরা তো আর বোতলের জল খায় না। সেক্ষেত্রে বিপদ সবথেকে বেশি মানুষের। কাঁচের বোতল নিয়ে আজকাল এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়া সব সময় সম্ভব হয় না।
সেই কারনেই সুবিধার কথা ভেবে ইদানিং কালে প্ল্যাস্টিক বোতলের চাহিদা বেড়েছে। কিন্তু আপনি কি জানেন প্লাস্টিকের আণুবিক্ষণিক কণাকে বিজ্ঞানের ভাষায় ‘মাইক্রোপ্লাস্টিক’বলা হয়, আর এই থেকেই বড় বিপদ ঘনিয়ে আসতে পারে । বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে সমীক্ষা রিপোর্ট দিয়েছে প্রায় ৯৩ শতাংশ প্লাস্টিক বোতলেই রয়েছে এই ক্ষতিকর উপাদান।
আরো পড়ুন – এই পৃথিবীতে বাঁচতে গেলে টাকা লাগে, বড়লোক গরিব লোকের পার্থক্য কি শুধু এখানেই?
যা জলে মিশে গিয়ে শরীরে রোগ জীবাণু সৃষ্টি করতে পারে। এছাড়া মনে রাখতে হবে প্লাস্টিক বোতল তৈরিতে যে যে উপাদান ব্যবহার করা হয় তার থেকে শরীরে ক্ষতিকর পদার্থ প্রবেশ করতে পারে। এই উপাদান রক্তে মিশে কিডনির ক্ষতি করতে পারে বুলে সতর্ক করছেন চিকিৎসকেরা।
এই ধরণের বোতলে জল রাখলে সমস্যা বাড়বে:
‘টাইপ ৭’ নামক এক ধরনের প্লাস্টিক থেকে মেয়েদের প্রজননের সমস্যা হতে পারে বলেও জানা যাচ্ছে। পাশাপাশি নানা ধরণের মারণ রোগ যেমন ডিম্বাশয়ের ক্যানসার, ব্রেস্ট ক্যানসার, কোলন ক্যানসার, প্রোস্টেট ক্যানসার এবং আরও অনেক ক্যানসারের কারণ কিন্তু এই প্লাস্টিকের বোতল (These plastic bottles cause cancer)।
আরো পড়ুন – sleeping in the evening : ‘সন্ধ্যে বেলা’ ঘুমলে জীবনে আর সংসারে নেমে আসতে পারে মারাত্মক বিপদ!
এই ধরণের বোতলে জল রাখলে সমস্যা বাড়বে। এই বোতলে জল নিয়ে অফিস যান অনেকেই, স্কুলেও যেতে হয়। সেক্ষেত্রে রোদের সময় সূর্যের আলো আর প্লাস্টিকের মধ্যে বিক্রিয়া হয় এর থেকে ডাইঅক্সিন তৈরি হয়। এর থেকে স্তন ক্যানসার হতে পারে বলে মনে করছেন ডাক্তাররা।
আরো পড়ুন – Hira Zishan : যিনি বিবাহিত হয়েও প্রতি শুক্রবার বিয়ের সাজে কেন সাজেন এই মহিলা?
অনেক ক্ষেত্রে দেখা যায় জল ভর্তি জার বাইরে রোদে পড়ে থাকে। মনে রাখতে হবে ক্ষতিকর ব্যাকটেরিয়া, জীবাণু সবটাই প্রবেশ করে জলে তার থেকে রোগ ছড়ায়। বিপিএ হরমোন ও ক্রোমোজোমের সমস্যা হয় ‘টাইপ ৭’ নামক এক ধরনের প্লাস্টিক থেকে। বিশেষজ্ঞরা বলছেন যে ব্যক্তিদের মূত্রে বিপিএ রাসায়নিকের ঘনত্ব বেশি, তাঁদের হৃদ্যন্ত্রের সমস্যায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।
আরো পড়ুন – Edward Nino : ১০ বছরে ১.৮ সেন্টিমিটার বেড়েছে এই মানুষটির! কে সে?
পাশাপাশি ডায়াবিটিসের ঝুঁকি অনেকটাই বেড়ে যায় বলে মত ডাক্তারদের। গাড়ির মধ্যেও প্লাস্টিকের কোনও বোতল রাখবেন না। রোদে টিফিন বক্স রাখবেন না। মাথায় রাখুন আপনি সচেতন না হলে কিন্তু রোগ জীবাণু থেকে মুক্তি পাবেন না।
প্রকৃতির পরিবর্তনে গরম বাড়বে, বেশি জল খাওয়া দরকার। কিন্তু চেষ্টা করুন প্ল্যাস্টিক এড়িয়ে চলতে। তবেই জীবন সুন্দর হবে, সুস্থ হবে।