Breaking Bharat : চিনের থেকে অতিরিক্ত ঋণ নিয়ে কি ঘোর সঙ্কটে শ্রীলঙ্কা! (economic crisis Sri Lanka is facing.) এরই মধ্যে শ্রীলঙ্কার বিরোধী দলনেতা প্রেমাদাসা বলেছেন, “দয়া করে আমাদের সাহায্য করুন। আপনাদের পক্ষে যতটা সম্ভব আমাদের পাশে দাঁড়ান।”
বিপাকে শ্রীলঙ্কা (Emergency in Sri Lanka!)। ভেঙে পড়েছে দেশের অর্থনীতি। আর্থিক সংকটের মুখে পড়ে চরম ধস নামে শ্রীলঙ্কার শেয়ার বাজারে। গত সাতদশকে নজিরবিহীন এই অর্থনৈতিক পতনের নেপথ্যে কারা? বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, অতিরিক্ত চিন-নির্ভরতার জেরেই শ্রীলঙ্কায় এই সঙ্কটজনক পরিস্থিতি তৈরি হয়েছে (Sri Lanka’s Economic Crisis Explained)। চিনের থেকে ঋণ নিয়েই কি বিপাকে শ্রীলঙ্কা?
এই সঙ্কটের পরিস্থিতিতে ভারতের সাহায্য প্রার্থনা করেছেন সেই দেশের বিরোধী দলনেতা । ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে এই সংক্রান্ত বার্তাও পাঠিয়েছেন তিনি। সেই বার্তায়‘যত বেশি সম্ভব’ সাহায্যের আবেদনের কথা বলা হয়েছে।(How is India helping Sri Lanka?)
শ্রীলঙ্কার সঙ্কটের (Sri Lanka Crisis) পরিস্থিতিতে ভারত যে সাহায্যের আশ্বাস আগেই দিয়েছে, তা হয়তো অনেকেই জানেন। কিন্তু সেই দেশে বর্তমানে যা পরিস্থিতি তৈরি হয়েছে, গত সাতদশকেও এমন অবস্থার সম্মুখীন হয়নি শ্রীলঙ্কাবাসী (Sri Lanka’s economic crisis)।
বর্তমানে সেদেশে চাল ও গম বিক্রি হচ্ছে মোটামুটি ২২০ টাকা ও ১৯০ টাকা কেজি দরে। চিনির দাম ২৪০ টাকা কেজি। নারকেল তেলের দর ৮৫০ টাকা প্রতি কেজি। একটি ডিমের দাম ৩০ টাকা। এই কারণেই আরও বেশি সাহায্যের প্রয়োজন শ্রীলঙ্কার। ভারতীয় বিদেশমন্ত্রী জয়শংকর যদিও আগেই জানিয়েছিলেন, ভারত রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছে।
আরো পড়ুন- Cold water is harmful : জলই জীবন , কিন্তু ঠান্ডা জল কি কোনও রোগের কারণ?
ভারতের পক্ষ থেকে ইতিমধ্যেই শ্রীলঙ্কায় ৪০ হাজার টন চাল পাঠানো হবে বলে জানানো হয়েছে। তাছাড়া খাদ্যসামগ্রী, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা করার জন্য শ্রীলঙ্কাকে ১০০ কোটি ডলার ঋণ দেওয়ার কথাও ঘোষণা করেছে নরেন্দ্র মোদী সরকার (Narendra Modi government)। ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৈঠকেও বসেছেন মোদি।
আরো পড়ুন- Puffed rice benefits: মুড়ি খেতে ভালোবাসেন? মুড়িতে রয়েছে একাধিক উপকারী গুণ, জানেন ?
এরই মধ্যে প্রতিবেশী দেশের কাছে সাহায্য চেয়ে শ্রীলঙ্কার বিরোধী দলনেতা প্রেমাদাসা বলেছেন, “দয়া করে আমাদের সাহায্য করুন। আপনাদের পক্ষে যতটা সম্ভব আমাদের পাশে দাঁড়ান।” তিনি আরও বলেন, “আমাদের মাতৃভূমি এই দেশ। শ্রীলঙ্কাকে রক্ষা করতেই হবে আমাদের।”
শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতির (Sri Lanka Crisis and Emergency) জন্য বিরোধী দলনেতাকে সরকারের বিরুদ্ধে সরবও হতে দেখা গেছে। চিনকে অনৈতিকভাবে আর্থিক সুবিধা পাইয়ে দিয়ে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে বিপদ ডেকে এনেছেন বলেও উঠছে অভিযোগ। এই প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, “শ্রীলঙ্কার মানুষ আমূল পরিবর্তন চান। জনগণ আশা করেন এমন ব্যবস্থা হবে যার ফলে রাজনৈতিক নেতারা নন, জনতা লাভবান হবেন।”
আরো পড়ুন- Pregnant: স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার ইচ্ছে, অথচ স্বামী জেলে থাকায় তা সম্ভব হচ্ছে না! তারপর কি ঘটল ?
যদিও এই পরিস্থিতিতে একসঙ্গে পদত্যাগ করেছেন শ্রীলঙ্কা মন্ত্রিসভার ২৬ জন মন্ত্রী। এই ঘটনাকে ‘লোক ঠকানো নাটক’ বলে প্রেমাদাস বলেছেন, “পদত্যাগ করে দেশের মানুষের দুরবস্থার সুরাহা হবে না।’ জনগণকে বোকা বানাতেই পদত্যাগ করেছে মন্ত্রিসভা, এমনটাও মত তাঁর।