Speak only Hindi : বিদেশে বেড়াতে যাবেন? কি করে কথা বলবেন ভেবে পাচ্ছেন না তো? ইংরেজি নিয়ে টেনশন করবেন না হিন্দি দিয়ে সহজে কাজ চালান।!
কথায় বলে ইচ্ছে থাকলে উপায় হয়। আপনি নিজের যদি কিছু জানেন তাহলে তার সঠিক ব্যবহার করা দরকার। আপনি আপনার ব্যক্তিত্ব দিয়ে সব অসম্ভবকে জয় করতে পারেন, এটা মনে রাখা দরকার। কারণ আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলব সেখানে সবার আগে দরকার আপনার ভেতরকার স্মার্টনেস।
হিন্দি দিয়েই জয় করুন জগত:
মাথায় রাখতে হবে আপনি পৃথিবীকে ঠিক কি আর কতটা দেখাতে চান। এই যেমন ধরুন দেশের বাইরে কোথাও গেলে সবথেকে আগে ভাষা নিয়ে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। বিশেষ করে বিদেশি ভাষার সঙ্গে যারা খুব একটা দক্ষ নন তারা প্রচন্ড চিন্তা করতে থাকেন। কিন্তু এবার মুশকিল আসান। বিদেশে কথা বলুন নিজের দেশের ভাষায়। হিন্দি দিয়েই জয় করুন জগত।
হিন্দি ভারতের রাষ্ট্রীয় ভাষা। এই ভাষা নিয়ে গর্ব করেন অনেকেই। সেটা প্রত্যেকেই হওয়া উচিত। প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসের ১৪ তারিখ জাতীয় হিন্দি দিবস পালিত হয় দেশ জুড়ে। যত সময় যাচ্ছে হিন্দি প্রচার আরো বাড়ছে।
বিদেশে গিয়ে হিন্দি ভাষাতেই কথা বলতে পারবেন:
আপনি কি জানেন, এবার থেকে বিদেশে গিয়ে হিন্দি ভাষাতেই (Hindi language) সবার সঙ্গে কথা বলতে পারবেন আপনি। ইংরেজি জানি কি জানি না তা নিয়ে ভাবতে হবেনা। আসলে কি বলুন তো মানুষের সঙ্গে যোগাযোগটা দরকার, ভাষা সেখানে কোন বাধাই নয়। আপনি কল্পনাও করতে পারবেন না এমন সব দেশের নাম বলব যেখানে হিন্দি ভাষাতেই আপনি বাজিমাত করতে পারেন।
এই তালিকায় প্রথমেই ভারতের প্রতিবেশী দেশ নেপালের কথা বলা যাক। এখানে গিয়ে ঘুরে বেড়াতে হলে আপনাকে নেপালি ভাষা জানতে হবে না। এই দেশের প্রায় ৮০ লক্ষ মানুষ হিন্দি ভাষায় কথা বলেন এবং বুঝতেও পারেন। কাঠমান্ডু, নাগরকোট, ভক্তপুর, সাগরমাথা জাতীয় উদ্যান যদি আপনি ঘুরে বেড়াতে চান, সেক্ষেত্রে হিন্দি ভাষায় কথা বললে কারোর কোন সমস্যা নেই।
হিন্দি ভাষাকে জাতীয় ভাষার অন্তর্ভুক্ত করার দাবি উঠেছিল:
এই দেশে হিন্দি ভাষাকে জাতীয় ভাষার অন্তর্ভুক্ত করার দাবি উঠেছিল। ভারত থেকে প্রতি বছর কয়েক হাজার মানুষ এই প্রতিবেশী দেশে বেড়াতে যান। আপনি কি ভাবতে পারেন এই তালিকায় রয়েছে আমেরিকার নাম? মার্কিন যুক্তরাষ্ট্র বললেই সবার আগে মাথায় আসে ইংরেজি ভাষার কথা।
আরো পড়ুন – Abu Abdullah : ৬৩ বছরের এক ব্যবসায়ী ৫৩ বার বিয়ে করেছেন। ভাবা যায়! নাম আবু আবদুল্লাহ্
কিন্তু ভারত থেকে এত মানুষ সেখানে গিয়ে থাকতে শুরু করেছেন, যে ইংরেজের দেশেও তাই ৬ লক্ষ মানুষ অনায়াসে হিন্দিতে কথা বলেন। শুধু তাই নয় হিন্দি আমেরিকার ১১ তম জনপ্রিয় ভাষা। আমেরিকা ছেড়ে এবার সিঙ্গাপুরে যাওয়া যাক। অনেকেই হয়তো জানেন ৫০০ বছর আগে সিঙ্গাপুরকে আমাদের দেশ ভারতের একটি অংশ হিসাবে ধরা হত।
আরো পড়ুন – যেখানে প্রায় দুই মাসের বেশি সময় ধরে রাত হয় না! মানে সূর্য অস্ত যায়না। জানেন কোথায়?
ভাবতে পারেন, সিঙ্গাপুরে হিন্দি ভাষাভাষী মানুষদের জন্য তৃতীয় বৃহত্তম সম্প্রদায় রয়েছে? ইদানিং তো ভারতের পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকেও শুটিংয়ের জন্য প্রচুর অভিনেতা অভিনেত্রী সিঙ্গাপুরে যান। মরিশাস নামের দেশের কথা নিশ্চয়ই জানেন। সাড়ে ছয় লক্ষেরও বেশি মানুষ সেখানে হিন্দিতে কথা বলে।
মরিশাসে বেড়াতে গেলে পেরেবেরে, লা ক্যাম্বুসা, লে মরনে, ব্ল্যাক রিভার ন্যাশনাল পার্ক, ক্যাসেলা ওয়ার্ল্ড অফ অ্যাডভেঞ্চার, ট্যামারিন্ড জলপ্রপাত তো দেখতেই হচ্ছে। আর এই জায়গায় যেতে গেলে অনায়াসে হিন্দি বলে কাজ চলে যাবে। ভারতীয়রা আজ পৃথিবীর বিভিন্ন প্রান্তে পৌঁছে গেছেন।
আরো পড়ুন – বন্ধুবান্ধব এমনকি বয়সে ছোট ভাইয়ের প্রেমিকা জুটেছে, আপনার জোটেনি তো?
ফিজি এর মধ্যে অন্যতম। যত দিন যাচ্ছে ততই ভারতীয় শ্রমিকদের আনাগোনা এই দেশে বাড়ছে। খুব স্বাভাবিকভাবেই তারা তাদের সংস্কৃতি ভাষাকে ওই দেশে নিয়ে যাচ্ছে। এটা করতে করতে সেই দেশের ক্রমাগত জনপ্রিয় হয়ে উঠেছে হিন্দি ভাষা।
পরিসংখ্যান বলছে ফিজির জনসংখ্যার প্রায় ৩৮ শতাংশ ভারতীয় বংশোদ্ভূত । তাহলে বুঝতেই পারছেন হিন্দি কতটা জনপ্রিয়। সাড়ে চার লক্ষেরও বেশি মানুষ এখানে হিন্দিতেই কথা বলে।
আরো পড়ুন – Temple marriage : নিজের পছন্দের মানুষের সঙ্গে আপনার বিয়ে দিতে সদা প্রস্তুত দেশের ৪ টি মন্দির!
শুরুতেই বলেছিলাম ভাষাটা কোন সমস্যা নয় যোগাযোগটা দরকার। সঙ্গীতের যেমন নির্দিষ্ট কোনও ভাষা নেই কিন্তু সুর ছুয়ে যায় সবার মন। ঠিক তেমনি আপনার ভাষাকে পৃথিবীর যেকোন প্রান্তে নিয়ে যান দেখবেন আপনার চেষ্টায় সেটা সকলের কাছে প্রিয় হয়ে উঠবে।