About mother: ‘মা’ শব্দের অর্থ কি? মায়ের শূন্যতা! ‘মায়ের মৃত্যু’ কখনো কি মেনে নেওয়া যায় ? অপার শূন্যতা, অসীম পর্যায়ে নিঃস্ব হয়ে যাওয়া। যখন সেই মায়ের নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তখন এক মুহূর্তে পায়ের তলার সব জমি শেষ হয়ে যায়। মা আর নেই! এ যেন একপ্রকার যন্ত্রনা নিয়ে লেখা এই প্রতিবেদন, যা আপনাদের সামনে তুলে ধরবো।
মা নিয়ে কিছু কথা (Something about mother):
কিছু কিছু মুহূর্ত আর ঘটনা সারা জীবনের জন্য থেকে যায়। শব্দগুলো একটা একটা করে কথার মালা তৈরি করতে থাকে জীবনের কথায়। তেমনি একটা শব্দ ‘মা’।
তবে একটা শব্দ নয় মা যেন ব্রহ্ম, যার কোন বিকল্প নেই। শুধুমাত্র কথায় বা ধরুন চারটি শব্দে বোঝানো মুশকিল। শত যন্ত্রণা কষ্ট সহ্য করে সন্তানকে বড় করে তোলা। দাবি আর আবদারের দারুন এক বন্ডিং গড়ে তোলা। আর এসব কিছু যখন এক লহমায় শেষ হয়ে যায় , স্তব্ধ হয়ে যায় গোটা পৃথিবী।
‘মা’ আর নেই! ভাবলেও বুকটা কেমন যেন হু হু করে ওঠে:
আজকের এই প্রতিবেদনে এমন এক অনুভূতির কথা যেটা প্রতিটা মানুষের নিজের জীবনে এক অনভিপ্রেত ব্যক্তিগত পরিসরে প্রবেশ করার মতো। মা আর নেই, এই কথাটা ভাবলেও বুকটা কেমন যেন হু হু করে ওঠে। এক লহমায় সবকিছু কেমন যেন গতিহীন হয়ে যায় (Can mother’s death be accepted?)।
যে মুহূর্তে প্রথম মন বুঝতে পারে স্তব্ধ হয়ে গেছে মায়ের স্পন্দন, এই জীবনে আর কোনও দিন এই ডাক আর কাউকে ডাকতে পারবে না এই কণ্ঠ। বুকের কাছে সবটা কেমন যেন দলা পাকিয়ে আসে। মৃত্যু যন্ত্রণা ঠিক কতটা কঠিন সেটা যে মানুষটার উপর দিয়ে এটা যায় তার থেকে ভালো করে আর কেউ বোঝাতে পারবে না।
আরো পড়ুন – Body cool : অতিরিক্ত গরম! এই ‘প্রচন্ড গরমে এসি ছাড়াই নিজের শরীর ঠান্ডা রাখার উপায়’ কি?
সেটা হয়তো বোঝাও সম্ভব নয়। কিন্তু যন্ত্রণা কষ্ট যারা থেকে যায় তাদের কিছুই কম হয় না। স্নেহ ভালবাসা মায়া মমতা শব্দগুলো উচ্চারণ করে অনুভূত হওয়ার মতো নয়। সবটাই গভীর মননে থেকে যায়। প্রথম হাতেখড়ি থেকে শুরু করে স্কুলে যাওয়া, কেঁদে কেঁদে গলা জড়িয়ে ধরা আবার আনন্দে বিহ্বল হয়ে যাওয়া।
আরো পড়ুন – Benefits of ayurveda: আয়ুর্বেদিক ঔষধের উপকারিতা! গাছ গাছালি থেকে কিভাবে ঔষধের আবিষ্কার ?
এই সব কিছুর সাক্ষী ‘মা সন্তানের সম্পর্ক’। এই রসায়নটা সাড়ে তিন হাত ভূমির মাঝে মুখে আগুন দেওয়ার নয়, এটা আত্মার বন্ধন। ছোটবেলা থেকে বড় হওয়ার মধ্যে অনেকগুলো ঘটনা মা আর সন্তানের জীবনে একে অপরকে জড়িয়ে বাড়তে থাকে।
কিন্তু মায়ের কোনো বিকল্প হয় কি?
সকলেই জানে মা-বাবা চিরকাল থাকে না, কালের বিবর্তন এভাবেই হয়। কিন্তু কঠিন সত্যি টাকে মেনে নেওয়া যে বড্ড বেশি কঠিন এটা বোধহয় এই ঘটনার সম্মুখীন না হলে বোঝা যায় না। মনকে বোঝাতে কষ্ট হয় যে মা আর এই পৃথিবীতে নেই। বড্ড ফাঁকা হয়ে যাওয়া এক অনুভূতি।
আরো পড়ুন – Maa Kali: জেনে নিন ‘মা কালীর আরাধনায়’ লুকিয়ে দেবীর রূপের মাহাত্ম্য।
যেকোনো ঘটনায় জড়িয়ে থাকা মায়ের স্মৃতি বারবার করে উস্কে দেয় কষ্টদের। সবার বিকল্প তৈরি হতে পারে। কিন্তু মায়ের কোনো বিকল্প হয় কি? উত্তরটা না। কারণ এটা সম্ভব নয়। মা ডাক যেন এই পৃথিবীতে সব থেকে শ্রুতি মধুর। আর সেই ডাক যদি চিরতরে হারিয়ে যায় তাহলে কোনও ভাবেই তা ফিরে আসে না।
আর এই শূন্যস্থান ভরাট করার মতো কোনো জায়গা এখনও কেউ খুঁজে উঠতে পারে নি। আর ভবিষ্যতেও যে তা করা অসম্ভব বলাইবাহুল্য।
আরো পড়ুন – Maa Kali: জেনে নিন ‘মা কালীর আরাধনায়’ লুকিয়ে দেবীর রূপের মাহাত্ম্য।
সব কিছুরই একটা শেষ থাকে, তা জীবন কর্ম সবার ক্ষেত্রেই প্রযোজ্য। শেষ থেকেই হয়তো নতুন করে পথ চলা শুরু। মা তখন পাথেয়।